ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট কাকে বলে ২০২৩ কিভাবে তৈরি করবেন ও সুবিধা সমূহ

আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ব্যাংক এর এক ধরনের অ্যাকাউন্ট নিয়ে। আপনারা যারা ইসলামী ব্যাংক এর কথা শুনেছেন আমরা সেই ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট কিভাবে খুলতে হয় এবং একজন শিক্ষার্থী যদি মনে করে স্টুডেন্ট একাউন্ট খুলবে তাহলে তার কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এবং এই অ্যাকাউন্ট থেকে সে কি ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে সেই বিষয়ে এখান থেকে জানতে পারবেন।

ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য এবং আলোচনা আমরা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এমন অনেক মানুষ আছেন যারা ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুলতে যাচ্ছেন এবং খোলার পূর্বে সেই ব্যাংক এর সুবিধা গুলো জানতে চাচ্ছেন। আবার এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যারা একাউন্ট খুলবেন কিন্তু একাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়ে কিছুই জানে না। এছাড়াও আরও এমন অনেকেই রয়েছে যারা এই একাউন্ট খোলার জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন পড়ে সেই বিষয়ে অবগত নন।

আপনাদের মধ্যে যারা ছাত্র-ছাত্রীর রয়েছে এবং ইসলামী ব্যাংক এর একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে চাচ্ছে তাদের জন্য বিশেষ এই আর্টিকেল। আপনারা যারা ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন এবং এখান থেকে স্টুডেন্ট একাউন্ট এর বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবেন।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট কাকে বলে

প্রত্যেকটি ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এবং প্রত্যেকটি একাউন্টের নাম এর উপর ভিত্তি করে সেই একাউন্টের ধরন আলাদা হয়ে থাকে। আলাদা আলাদা ধরনের এই অ্যাকাউন্ট গুলোতে প্রত্যেকটি বিষয়ে পার্থক্য থাকে ঠিক যেমন একাউন্ট খোলা থেকে শুরু করে একাউন্ট এর সুযোগ সুবিধা পর্যন্ত। ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট ইসলামী ব্যাংকের একটি একাউন্ট এবং এই অ্যাকাউন্ট শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য তৈরি করার জন্য আনা হয়েছে।

অর্থাৎ আমরা সচরাচর জানি 18 বছরের কম বয়স হলে ব্যাংক একাউন্ট খোলা যায় না। যদি তাই হয় তাহলে যারা 18 বছরের কম বয়সী শিক্ষার্থী রয়েছে তারা যদি অর্থ জমা রাখতে চায় তাহলে কিভাবে রাখবে। এই সকল দিক বিবেচনা করে ইসলামী ব্যাংক নিয়ে এসেছে ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট। স্টুডেন্ট যারা রয়েছে তাদের সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সঞ্চয় করে তোলার লক্ষ্যে ইসলামী ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে। আর এটাকে বলা হচ্ছে ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট।

ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট কিভাবে তৈরি করতে হয়

এতক্ষণ আমরা ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট কাকে বলে সেই বিষয়ে কথা বললাম এবং এখন আমরা কথা বলবো ইসলামী ব্যাংকের সেই একাউন্ট কিভাবে তৈরি করতে হবে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে হলে সবার প্রথমে আপনার প্রয়োজন পড়বে কিছু ডকুমেন্ট। অর্থাৎ যেহেতু আপনি একটি স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনাকে এমন কিছু কাগজপত্র উপস্থাপন করতে হবে যার দ্বারা প্রমাণিত হয় আপনি একজন স্টুডেন্ট। তারপরে ব্যাংকের নিয়ম মেনে আপনাকে স্টুডেন্ট একাউন্ট খুলতে হবে। আমরা এই পর্যায়ে জানবো অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন পড়ে।

শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রাপ্ত আইডি কার্ড বা প্রত্যয়ন পত্র। আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন সেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়ন পত্র আপনাকে সংগ্রহ করতে হবে।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা রেজাল্ট মার্কশিট। অর্থাৎ আপনি যে পর্যায়ে যোগ্যতা অর্জন করেছেন সেই পর্যায়ের একটি যোগ্যতার মার্কশিট আপনাকে প্রদান করতে হবে।

আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটা অথবা তোদের জন্ম নিবন্ধন থাকে সেটার এক কপি এখানে জমা দিতে হবে
পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এখানে জমা দিতে হবে যেই ছবি রঙিন ছবি হতে হবে।

স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে আপনি যাকে নমিনি নির্বাচন করবেন সেই নমিনির আইডি কার্ডের এক কপি ছবি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি সেখানে দিতে হবে।

আপনি যখন উপরে উল্লেখিত কাগজপত্র গুলো সংরক্ষন করে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা তে উপস্থিত হবেন এবং সেই শাখার একজন কর্মকর্তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন তখন তারা আপনাকে স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করবে।
এর জন্য আপনাকে প্রথমত স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা তে চলে যেতে হবে। এবং সেখান থেকে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই স্টুডেন্ট একাউন্ট খোলার একটি ফরম সংগ্রহ করতে হবে।

আপনি সেই ফরমটি সঠিকভাবে পড়বেন এবং যেখানে যেখানে যে তথ্য দেওয়ার প্রয়োজন আপনার নিজের তথ্য সেখানে বসাবেন। তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে তথ্যগুলো দিতে হবে।

ফরম পূরণ হয়ে গেলে আপনি সেই ব্যাংক কর্মকর্তার নিকট পুনরায় আপনার ফরম জমা দেবেন এবং উপরে উল্লেখিত যে কাগজগুলোর কথা বলা হয়েছে সে কাগজগুলো সহ সেখানে জমা দিলেন।

ব্যাংক কর্মকর্তা আপনার কাছে থেকে সকল তথ্য এবং ফরম সংগ্রহ করার পরে আপনাকে একটি আইডি খুলে দেবে এবং আপনাকে জানাবে অল্প কিছু সময়ের মধ্যে আপনার সেই একাউন্ট একটিভ হয়ে যাবে।

আপনি যদি ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট হতে কার্ড নিতে চান তাহলে সেটা অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে উল্লেখ করতে হবে। এর পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের কার্ড সংগ্রহ করতে পারবেন।
এইভাবে একজন শিক্ষার্থী চাইলে ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুলতে পারে।

ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা সমূহ

ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট এর বেশ কিছু সুবিধা রয়েছে এখন আমরা সেই সুবিধা গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে ইচ্ছা পোষণ করেন ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুলতে তাহলে আপনি এই অ্যাকাউন্ট খোলার পরে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তা এখন জেনে নিন।

আপনি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারলে সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুললে ইন্টারনেট ব্যাংকিং এর সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
আপনি আপনার ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট থেকে এটিএম কার্ড নিতে পারবেন যেটা একটি বড় ধরনের পাওয়া।

আপনি ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুলবেন এবং যে একাউন্ট থেকে আপনি এটিএম কার্ড সংগ্রহ করবেন সে এটিএম কার্ডের জন্য বাৎসরিক হা রে আপনাকে কোন চার্জ দিতে হবে না।
আপনি এই স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে শুধু মাত্র 100 টাকা খরচ করলে একটি একাউন্ট খুলতে পারবেন যা অন্যান্য একাউন্ট এর তুলনায় অনেক কম।

আপনি যদি এটিএম কার্ড না নিতে চান তাহলে আপনি চাইলে শুধু আচোল ব্যাংক চেক বই এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
আপনি এই স্টুডেন্ট একাউন্ট এর মাধ্যমে দেশ থেকে টাকা অন্য দেশে পাঠাতে পারবেন অথবা বিদেশ থেকে ঢাকায় দেশে আনতে পারবেন।
স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর টাকা বিশেষভাবে আপনি খুব সহজে উত্তোলন করতে পারবেন।

আমরা উপরে যে সুযোগ সুবিধাগুলো আলোচনা করেছি একটি ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো প্রযোজ্য। আমাদের আলোচনার বাইরে ও বেশকিছু এমন সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র একজন ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট হোল্ডার উপভোগ করতে পারবে।

আমি বলব যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছে ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য তারা আর যেন দেরি না করে এবং সরাসরি ব্যাংকে উপস্থিত হয় সেখান থেকে ইসলামী ব্যাংকের একটি স্টুডেন্ট একাউন্ট খুলে দিন। শিক্ষার্থীদের জন্য ব্যাংক একাউন্ট হিসেবে ইসলামী ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খুব ভালো মানের একটি অ্যাকাউন্ট হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *