এয়ারটেল কল ব্লক সার্ভিস 2023 এয়ারটেল নাম্বার কিভাবে ব্লক করতে হয়

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এয়ারটেল কল ব্লক সার্ভিস সংক্রান্ত নানান তথ্য। আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকি তারা জানেন যে বিভিন্ন সময়ে ফোনে অনাকাঙ্ক্ষিত কল চলে আসে। যা বিরক্তিকর একটি কারণ হয়ে দাঁড়ায়। এধরনের অনাকাঙ্ক্ষিত কল থেকে মুক্তি পেতে চাইলে আপনাদের প্রথমে এয়ারটেল নাম্বার ব্লক করতে হবে। তাই আমাদের ওয়েবসাইট থেকে কল ব্লক করার নিয়মাবলী জেনে নিন।

আমাদের মধ্যে অনেকেই আছি যারা জানিনা যে এয়ারটেল নাম্বার কিভাবে ব্লক করতে হয়। তাদের জন্য আজকে আমাদের এই পোস্টটি অত্যন্ত সুস্পষ্ট ভাবে নিয়মকানুন গুলো লেখা হয়েছে যে কিভাবে এয়ারটেল নাম্বার ব্লক করতে হয়। আপনারা খুব সহজেই আজকের এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন এর নিয়ম কানুন গুলো।

আমরা সকলেই জানি যে, এদেশে যতগুলো মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তারমধ্যে এয়ারটেল অন্যতম। এয়ারটেল এ দেশে জনপ্রিয়তা পেয়েছে তাদের স্বল্প মূল্যের কল রেট, স্বল্পমূল্যের ইন্টারনেট প্যাকেজ এবং উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবার মাধ্যমে। এয়ারটেল মোবাইল অপারেটর কোম্পানির এই সমস্ত সুবিধার জন্য এদেশে লক্ষ লক্ষ মানুষ এয়ারটেল সিম ব্যবহার করে থাকে। কিন্তু এয়ারটেল সিমে মাঝেমধ্যে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় কিছু কল চলে আসে। আপনি যদি এ ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে এয়ারটেল কল ব্লক করা জানতে হবে। আমাদের এই পোস্ট এর নিচের দিকে এয়ারটেল নাম্বার ব্লক করার নিয়মগুলি দেয়া আছে।

আপনি কি এয়ারটেল কল ব্লক সার্ভিস এর তথ্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই অবস্থান করছেন। কেননা আমরা জানিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফোনে আসা অনাকাঙ্ক্ষিত ফোন কল ব্লক করবেন। আপনি যদি আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়েন তাহলে এয়ারটেল কল ব্লক সার্ভিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং এর মাধ্যমে আপনি নিজে নিজেই আপনার ফোনে আসা বিরক্তিকর কলারদের কল ব্লক করতে পারবেন। তাই আমরা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা অনেক ব্যস্ততায় কেটে থাকে। প্রায় প্রতিদিনই আমাদের যার যার কর্ম স্থলে আমরা নানান ধরনের কাজে ব্যস্ত থাকি। আর এই ব্যস্ততার মাঝে যদি কেউ অকারনে অথবা অপরিচিত কেউ ফোন করে বিরক্ত করে তখন আমাদের কাজ কর্ম অনেকটাই বাধাগ্রস্ত হয়। আমাদের প্রত্যেকেরই কাজকর্মের জন্য একটি নিরিবিলি পরিবেশ প্রয়োজন। আর যখন আমরা এসমস্ত পরিবেশে মনোযোগ দিয়ে কাজ করতে থাকি আর তখন যদি কোন অনাকাঙ্ক্ষিত কল চলে আসে তখন আমরা খুবই বিরক্ত হই এবং কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যায়।

তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে যদি আমরা এমন কোন নিয়ম জানতাম যে এই ধরনের কল গুলো যেন আমাদের বারেবারে বিরক্ত না করে? কিন্তু আমাদের না জানার কারণে তা হয়ে ওঠে না এবং প্রায় প্রতিনিয়ত এই এই বিরক্তিকর অবস্থা আমাদের ঘিরে ধরে। তাই এই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যবহৃত এয়ারটেল সিমের কল ব্লক সার্ভিস টি জানা প্রয়োজন। যাতে করে আমরা নির্বিঘ্নে আমাদের কাজ চালিয়ে যেতে পারে।

সাধারনত কল ব্লক দুটি নিয়মে করা যায়, প্রথম টি হলো ফোনে থাকা বিল্ট ইন ফাংশন এর মাধ্যমে এবং অপরটি হল একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে। আজকে আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে দুটি পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন এবার আমরা প্রথম পদ্ধতি অর্থাৎ ফোনে থাকা built-in ফাংশনটি নিয়ে আলোচনা করি।

বর্তমানে প্রায় সকলের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে সেটি স্মার্টফোন ও হতে পারে আবার বাটন ওয়ালা ফোন ও হতে পারে। আপনাদের নিকট যে ফোন ই থাকুক না কেন আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্ল্যাকলিস্ট একটি অপশন পাবেন। এই ব্ল্যাক লিস্টের মাধ্যমে আপনারা যে নাম্বারটি ব্লক করতে চান সেটি দিয়ে দিলেই উক্ত নাম্বারটি ব্লক হয়ে যাবে। আর যখন আপনারা ওই নাম্বারটি ব্লক করে দিবেন তারপর থেকে আর কখনোই উক্ত নাম্বার থেকে আপনার ফোনে কোন প্রকার কল বা মেসেজ আসবেনা।

এখানে একটি বিষয় জানিয়ে রাখা দরকার তা হল, আপনার ফোনে থাকা এই ব্ল্যাকলিস্ট এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ আপনি চাইলে অসংখ্য নাম্বার একসাথে ব্লক করতে পারবেন না। মোবাইল নির্মাতা কোম্পানি সাধারণত কিছু নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেয় যে আপনি কতটি নাম্বার ব্লক করতে পারবেন। আপনি চাইলে এর সংখ্যা বৃদ্ধি করতে পারবেন না। এটি সম্পূর্ণ নির্ভর করে মোবাইল নির্মাতা কোম্পানির ওপর। কারণ তারা যে কটি নাম্বার ব্ল্যাক লিস্টের জন্যে নির্ধারণ করে দিয়েছে তার বাহিরে আপনি একটি নাম্বারও অতিরিক্ত ব্লক করতে পারবেন না।

এছাড়া বর্তমানে স্মার্টফোন গুলোতে আরেকটি পদ্ধতিতে কল ব্লক করার অপশন চালু করেছে। অর্থাৎ আপনি চাইলে যে নাম্বারটি থেকে বারে বারে বিরক্তিকর কল আপনার ফোনে আসে সেটি আপনি ব্লক করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে আপনি আপনার ফোনের কল লিস্ট এ চলে যাবেন, এরপর যে নাম্বারটি আপনি ব্লক করতে চান ডিসপ্লেতে আপনার সেই নাম্বারটির উপর কিছুক্ষণ চেপে ধরে রাখলে কয়েকটি অপশন চলে আসবে। তারমধ্যে ব্লক একটি অপশন পাবেন। এরপর ওই ব্লক অপশনটি সিলেক্ট করলে ঐ নাম্বার থেকে আর কোন কল বা এসএমএস আসবেনা। যতদিন না আপনি সেটিকে আনলক করছেন।

সুতরাং আমরা জানতে পারলাম যে ফোনে থাকা built-in ফাংশন ব্যবহার করে কিভাবে অপ্রয়োজনীয়নাম্বার গুলোকে ব্লক করা যায়। পাশাপাশি আপনার যদি কখনো মনে হয় যে আপনার ব্লক করা নাম্বার গুলো থেকে কোন একটি নাম্বার আনব্লক করা প্রয়োজন সেটিও আপনারা অনায়াসে করতে পারবেন। যে নিয়মে আপনারা ব্লক করেছেন ঠিক একই নিয়মে আপনারা আনব্লক করার অপশন পেয়ে যাবেন। আর আনব্লক করা মাত্রই আপনারা সে নাম্বার এর সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পারবেন।

এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটি নিয়ে আলোচনা করব অর্থাৎ নির্দিষ্ট একটি কোড ডায়াল করে কিভাবে বিরক্তিকর কলারদের কে ব্লক করা যায়। চলুন কিভাবে এটি করতে হয় তা এখন আমরা দেখে নেই।

এয়ারটেল এ কল ব্লক করতে চাইলে প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন। এরপর টাইপ করবেন *21*016# এরপর আপনি আপনার এয়ারটেল সিম টি সিলেক্ট করে দিন। এরপর সেন্ড বাটনে ক্লিক করুন। এই নাম্বারটি ডায়াল করার মাধ্যমে আপনার এয়ারটেল কল ব্লক সার্ভিস টি চালু হয়ে যাবে। অর্থাৎ এখন থেকে আর কোন কল আপনার ফোনে আসবেনা। পাশাপাশি কোনো ম্যাসেজও আসবেনা।

কিন্তু আপনি চাইলে যে কাউকেই কল করতে পারবেন এবং মেসেজে ও পাঠাতে পারবেন। কিন্তু অন্যরা কেউ চাইলে আর আপনার ফোনে কল করতে পারবে না। এখন যতটা সময় আপনার প্রয়োজন আপনি নির্বিঘ্নেই এবং মনোযোগ সহকারে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন কেউ আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না।

কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর সেটি হল আপনাকে পুনরায় ব্লক সার্ভিস কি ডিএক্টিভ করতে হবে। কারণ আপনি যদি তা না করেন তাহলে আর কখনোই কোন নাম্বার থেকে আপনার ফোনে কল বা মেসেজ আসবেনা। কেউ চেষ্টা করলেও আপনার সঙ্গে আর কখনো যোগাযোগ করতে পারবে না, যতক্ষণ না আপনি সার্ভিসটি আনব্লক বা ডিএক্টিভ করছেন। তাই খেয়াল করে এই সার্ভিসটি আপনি পুনরায় ডিজেবল বা ডিএক্টিভ করে নিবেন।

এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে ব্লক করা সার্ভিসটি ডিজেবল করবেন। এখানে আপনাদেরকে একটি নির্দিষ্ট কোড এর মাধ্যমে ব্লক সার্ভিসটি ডিজেবল করতে হবে। আর এটি করতে হবে আপনাদেরকে প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে। এরপর টাইপ করতে হবে #21# এরপর আপনাদের এয়ারটেল সিম টি সিলেক্ট করে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। আর এরই সাথে সাথেই আপনাদের ব্লক করা সার্ভিসটি আনব্লক বা ডিজেবল হয়ে যাবে। আর এরপর থেকেই সবাই আপনাকে পূর্বের ন্যায় যোগাযোগ করতে পারবে।

উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে এয়ারটেল কল ব্লক সার্ভিস টি ব্যবহার করতে হয়। আমরা এয়ারটেল এর নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং বিশ্বস্ত কিছু মাধ্যম থেকে  তথ্যগুলো আপনাদের জন্য সংগ্রহ করেছি। আশা করছি আপনারা খুব ভালো ভাবে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। এবং এটিও আশা করছি যে এর দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থেকেছেন এবং ধৈর্য সহকারে আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন।

এছাড়া আজকের এই পোষ্ট সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের মূল্যবান কমেন্টের যথোপযুক্ত উত্তর দেয়ার। এছাড়াও আপনাদের যদি এয়ারটেল সিমের বিভিন্ন অফার সম্পর্কে কোন তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজ থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *