১ বিলিয়ন সমান কত টাকা

আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়েবসাইটের এই আর্টিকেলে। মানুষ মাত্রই ভুল এবং ভুল দিয়েই মানুষের শুরু। তবে এটা নতুন ভাবে বলার কিছু নেই তার কারণ হচ্ছে ভুলের উর্ধ্বে আমরা কেউ নেই এবং ভুল দিয়েই আমরা শিক্ষা গ্রহণ করি যাতে ভবিষ্যতে আমরা সঠিক পথে হাঁটতে পারি। যে মানুষ জীবনে ভুল করবে না সে মানুষ জীবনে সঠিক শিক্ষা কখনোই পাবে না। আপনি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভুল করতে হবে এবং যার মাধ্যমে আপনি এক জিনিস বারবার করার অভ্যাস তৈরি করবেন এবং সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবেন।

আমাদের আজকের আর্টিকেলে যেই হেডিংটি তৈরি করা হয়েছে সেই হেডিং সাধারণত আমাদের মতন সাধারণ মানুষের প্রশ্ন থেকেই এসেছে। তবে এখানে কিছু ভুল আমরা লক্ষ্য করেছি যেখানে বলা হয়েছে এক বিলিয়ন সমান কত টাকা। বিলিয়ন কোন মুদ্রা নয় সাধারণত বিলিয়ন হচ্ছে একটি সংখ্যার নাম। আমরা যেখানে ১০০০ বলে থাকি বা পাঁচশত বলে থাকি সেখানে আমেরিকান বা যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা তাদের একটি পরিমাপকে বিলিয়ন বলে থাকে। জিনিসটা তখনই সঠিক হবে যখন আপনি এক বিলিয়নের সঙ্গে একটি মুদ্রার নাম লিখবেন এবং তারপর জানতে চাইবেন এটা সমান কত টাকা।

আপনাদের আরো পরিষ্কার করে বোঝায় এখানে এক বিলিয়ন সমান কোন টাকা আসে না। তবে আপনি যদি প্রশ্ন করে থাকেন এক বিলিয়ন ডলার সমান কত টাকা তাহলে এখানে উত্তরে আসবে এক বিলিয়ন ডলার সমান এত টাকা। মূলত এই ভাবেই জিনিসটা আসবে এবং আমরা এ বিষয়টি আরো পরিষ্কার করতে আপনাদের জানানোর চেষ্টা করব একবিলিয়ন মার্কিন ডলার সমান বাংলাদেশ বর্তমানে কত টাকা সেটা।

 

১ বিলিয়ন সমান কত

১ বিলিয়ন সমান কত এই প্রশ্নটি সঠিক আছে এবং আমরা যদি এক বিলিয়ন সমান কত বলি তাহলে হয়তো বিষয়টি আপনাদের মাথায় সহজে ঢুকবে না। আপনাদের আমরা ছোট থেকে বোঝানোর চেষ্টা করব। আমরা হাজারের বিষয়টি সহজে বুঝতে পারি যেখানে ১০০০ সমান কত সেটা আমাদের ধারণা আছে। আমরা মাপের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ব্যবহার করি। তারপর আমাদের লক্ষ্যর ঘরে যেতে হয় এভাবে মিলিয়ন এবং বিলিয়নের হিসাব করতে গেলে একটু বড় ভাবে আপনাকে হিসাব করতে হবে। সাধারণত উন্নত বিশ্বে যারা রয়েছে তারা এত ছোটখাটো হিসাব খুব কম করে এবং তাদের হিসাব অনেক বড় বড় এবং বড় বড় হিসেবকে ছোটতে রূপান্তর করার জন্য তারা মিলিয়ন বিলিয়ন শব্দটি ব্যবহার করে।

আমরা অবশ্যই ১০ লক্ষ জিনিসটা বুঝি। ১০ লক্ষ সমান সমান ১ মিলিয়ন হিসাব করা হয়। আপনারা ভেঙ্গে ভেঙ্গে বিষয়টি বুঝুন ১০লক্ষ্য সম্মান এক মিলিয়ন বিষয়টি হিসাব করা হয়। সেই এক মিলিয়ন ১০০০ বার হলে হবে ১ বিলিয়ন। সহজ ভাষায় বলতে গেলে এক মিলিয়ন সমান সমান ১০ লক্ষ । ১ বিলিয়ন সমান 100 কোটি। পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা নিচে একটি সুন্দর অংশ আপনাদের সামনে তুলে ধরবো যেখানে আপনারা খুব সহজেই এক মিলিয়ন এবং ১ বিলিয়নের বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

১০০০০০০= ১ মিলিয়ন
১০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১০০ কোটি= ১ বিলিয়ন

 

১ বিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা

এখন আসি মুদ্রার বিষয়ে যেখানে বর্তমানে বিশ্বে সব থেকে বেশি এবং আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়েছে ডলারকে। যদি সেই ডলারের সঙ্গে বাংলাদেশী মুদ্রা রেটের পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ কম দামে আমাদের টাকা বিক্রি হচ্ছে ডলারের বিপরীতে। যেখানে এক ডলার ক্রয় করতে হলে আমাদের খরচ করতে হবে ১০৬.৪৯ টাকা। এটা ইতিহাসে এর আগে কখনো হয়নি এত টাকা দিয়ে এক ডলার ক্রয় করতে হয়।

তবে বর্তমানে বিশ্বে অর্থনীতির যা অবস্থা প্রত্যেকটি দেশের অর্থনীতি দুর্বল হয়ে গেছে এবং অধিকাংশ গরিব দেশগুলো বা আমাদের মত উন্নয়নশীল দেশগুলো র মুদ্রার দাম এমনিতেই কমে গেছে। তারপরেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করে আসছি দেশের অর্থনীতিকে শক্তিশালী পড়তে এবং আশা রাখছি অদূর ভবিষ্যতে আমাদের অর্থনীতি এতটাই শক্তিশালী হবে যে ডলার রেটের থেকে বাংলাদেশি টাকার পার্থক্য খুব একটা থাকবে না।

আজকের প্রশ্নের উত্তর থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এক মিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা এবং এক বিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা। যারা ফুটবলপ্রেমী রয়েছেন তাদের কাছে প্রায়ই এই জিনিসটি সামনে আসে সেটা হচ্ছে একটি প্লেয়ার কে যখন বিভিন্ন ক্লাব ক্রয় করে থাকে তখন তাকে বিভিন্ন ডলার রেটে ক্রয় করে। কোন কোন ক্লাবে ডলার এর হিসাবে প্লেয়ারকে ক্রয় করা হয় আবার কোন কোন ক্লাবে ইউরো হিসাবে প্লেয়ারকে ক্রয় করা হয়। আজকে আমরা ডলার নিয়ে কথা বলব আশা করব আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন এক মিলিয়ন ডলার সমান কত টাকা এবং এক বিলিয়ন ডলার সমান কত টাকা।

বর্তমানে ডলার রেট হিসেব করলে ১ মিলিয়ন ডলার অর্থাৎ 10 লক্ষ ডলার সমান সমান বাংলাদেশি কত টাকা সেটা এখন আমরা আপনাদের জানাবো। আপনারা হয়তো উপরের অংশ থেকে খুব সহজেই জানতে পেরেছেন এক ডলার সমান বাংলাদেশি বর্তমানে ১০০৬.৪৯ টাকা। সেই হিসাব অনুযায়ী ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ ডলার সমান সমান বাংলাদেশি টাকা হচ্ছে ১০৬৪৮৫৭০০.০০ টাকা। আশা করছি মিলিয়নের হিসাব আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।

এখন আসি এক বিলিয়ন ডলার সমান কত টাকা এই প্রসঙ্গে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদের সবার প্রথমে আমি ওপরের অংশটুকু দেখে আসতে বলছি যেখানে আপনারা পরিষ্কারভাবে এক মিলিয়ন সমান কত এবং এক বিলিয়ন সমান কত সেটা বুঝতে পারবেন। এটা অনেকেই গুলিয়ে ফেলেন তার কারণ হচ্ছে এটা গুলিয়ে ফেলা একেবারে স্বাভাবিক ব্যাপার। ১০০০ মিলিয়নে হয় ১ বিলিয়ন তাই আমরা এখানে যদি এক বিলিয়ন এর হিসাব করি তাহলে ১০০০ মিলিয়নের হিসাব করতে হবে চলুন সে হিসাব অনুযায়ী কত টাকা আসছে সেটা জানার চেষ্টা করি।

এক বিলিয়ন সমান বাংলাদেশি কত টাকা অর্থাৎ এক হাজার মিলিয়ন সমান বাংলাদেশি কত টাকা?? বর্তমান রেট অনুযায়ী এক ডলার সমান ১০৬.৪৯ টাকা অনুযায়ী যদি এক বিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা বের করতে হয় তাহলে সেটা হবে ১০৬৪৮৫৭০০০০০.০০ টাকা। আশা করছি আপনারা এখান থেকে সঠিক ধারণা পেলেন এরপর থেকে এক বিলিয়ন অথবা এক মিলিয়ন নিয়ে আপনাদের মনে কোন ধরনের সন্দেহ থাকবে না।

১ বিলিয়ন ভিউ সমান কত টাকা

অনেকেই সাধারণত আউটসোর্সিং করে থাকেন অথবা অনেকে রয়েছে যারা ইউটিউবার। আবার অনেকেই রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকের মাধ্যমে কনটেন্ট চুয়েট করেন। যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে বর্তমানে সেগুলো টাকা উপার্জনের উৎস এবং সেখানে ভিজিটরদের ভিউ এর উপর নির্ভর করে গুগলের মাধ্যমে টাকা উপার্জন করা যায়।

অনেকে প্রশ্ন করে থাকেন এক বিলিয়ন ভিউয়ের মাধ্যমে কি পরিমাণ টাকা উপার্জন করা যায়। এক বিলিয়ন ভিউ পাওয়া মানে সর্বোচ্চ ভিউ পাওয়া যেটা একেবারে অসম্ভব ব্যাপার। তাই এখানে সঠিকভাবে এক বিলিয়ন ভিউয়ের বিনিময়ে কি পরিমান টাকা প্রদান করা হবে সেটা বল আমার পক্ষে একেবারে অসম্ভব তবে হ্যাঁ আপনি যদি এক মিলিয়নের কথা বলেন তাহলে সেটা সহজ একটি ব্যাপার সেটা বলা যেতে পারে।

তবে সেটাও নির্ভর করছে আপনি কি ধরনের কনটেন্ট ক্রিয়েট করছেন এবং সেটা কোন সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করছেন। এ বিষয়ে বিস্তারিত আমাদের একটি অন্য আর্টিকেল দেওয়া আছে যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ facebook অথবা youtube এ ছাড়াও instagram, tiktok এই ধরনের আলাদা প্লাটফর্মে আলাদা আলাদা কনটেন্ট ভিজিট এর ওপর কি পরিমাণ টাকা উপার্জন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এক বিলিয়ন, এক মিলিয়ন সমান কত জেনে নিন

১ মিলিয়ন = 10 লক্ষ এবং এক বিলিয়ন সমান 100 কোটি। বিষয়টি একেবারে পরিষ্কার এটা নিয়ে কোন জটিলতা নেই। আস্তে আস্তে এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়তে পারে যার কারণে এটা আপনার কাছে একেবারে ক্লিয়ার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *