১ বিটকয়েন সমান কত টাকা

আপনি যদি ১০০ বছর আগের পৃথিবীর কথা চিন্তা করেন এবং পৃথিবীর অর্থনীতির কথা চিন্তা করেন তাহলে বর্তমান অর্থনীতির সঙ্গে তার কোন মিল পাবেন না। আমরা হয়তো এটা জানি আদিম যুগে মানুষের মধ্যে টাকার প্রচলন ছিল না। কিন্তু তখন যারা এটা অনুভব করল যে তার কাছে থাকা পন্যের মাধ্যমে তার চাহিদা পূরণ করা যাচ্ছে না এবং তাকে অন্যর কাছ থেকে একটি পণ্য নিতে হবে তখন শুরু হলো পণ্য বিনিময় ব্যবস্থা।

তখন আদিম মানুষেরা কি শুরু করলো তারা একটি পণ্য অন্যকে দিল এবং তার বিনিময়ে তার কাছ থেকে অন্যটি পণ্য নিল। এইভাবে পণ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের চাহিদা পূরণ করতে শুরু করি কিন্তু আস্তে আস্তে আমাদের আদি পুরুষেরা টাকার আবিষ্কার করে যার মাধ্যমে সেই টাকার মালিক কে পণ্যটি দিতে বাধ্য থাকে একটি পক্ষ। আস্তে আস্তে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আলাদা হতে শুরু করলো এবং প্রত্যেকটি রাষ্ট্রের আলাদা আলাদা মুদ্রা ব্যবস্থা চালু হলো।

কিন্তু বর্তমান অর্থনীতির কথা চিন্তা করলে সেটা আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আজকে আমরা কথা বলব বিট কয়েন নিয়ে যেটা সম্পূর্ণ অদৃশ্য একটি মুদ্রা। এই মুদ্রার বাস্তবে কোন মূল্য নেই এবং এই মুদ্রার বাস্তবে কোন মূল্য থাকবে কিনা ভবিষ্যতে তার গ্যারান্টি কেউ দিতে পারে না। তারপরেও গোটা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদ এবং বড় বড় ব্যবসায়ীরা এই বিটকয়েন ক্রয় করে রেখেছে তাদের মূল্যবান অর্থ দিয়ে। তাদের ধারণা অনুযায়ী এই বিট কয়েন একদিন বিশ্বের একমাত্র মুদ্রা হয়ে দাঁড়াবে যেটা সবথেকে দামি এবং যেটা সকল মুদ্রার কাছে লেনদেন উপযোগী হবে।

আমাদের কাছে এই তথ্যটি এখন পর্যন্ত আসেনি এই বিটকয়েনের ধারণা প্রথমত কার মাথা থেকে আসে তবে আমরা এটা বলতে পারব যে বর্তমানে এই বিটকয়েন এর মূল্য অনেকে বেশি হয়ে গেছে এবং এটা অনেক বড় একটি অবস্থানে রয়েছে। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা বা সম্পূর্ণ অদৃশ্য একটি মুদ্রা নিয়ে যেটাকে বিটকয়েন হিসেবে ডাকা হয়। বাংলাদেশি টাকার সঙ্গে এই বিটকয়েন এর কোন সম্পর্ক আছে কিনা এবং যদি থাকে তাহলে সেটার বিনিময় হার বর্তমানে কত টাকা সেটা জানার চেষ্টা করব। তাহলে চলুন এই আর্টিকেল থেকে এই ধরনের তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি।

বিটকয়েন কি – বিটকয়েন এর কাজ কি

এই বিটকয়েন এর প্রচলন বেশ কয়েক বছর আগে থেকেই চালু হয়েছিল কিন্তু প্রথম দিকে এটা জনপ্রিয়তা না পেলেও আস্তে আস্তে এর জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে এগুলো জানার আগে আপনারা জানা উচিত মূলত এটা কি ধরনের মৌজা এবং কেনই বা এর মূল্য এতটা বৃদ্ধি পেল। বিটকয়েন মূলত সম্পূর্ণ অদৃশ্য একটি মুদ্রা যেটা ইন্টারনেটের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা এমন একটি মুদ্রা যেটা সম্পূর্ণ অদৃশ্য কিন্তু এটা গঠিত একটি মুদ্রা যেটা বিভিন্ন মুদ্রার মাধ্যমে ক্রয় করা হয়। এবং দিন যত যাচ্ছে এই মুদ্রা ক্রয় কারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার কারণে এই বিটকয়েনের বর্তমান মূল্য প্রচুর পরিমাণে বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বে সবচেয়ে দামি মুদ্রা হিসেবে বিট কয়েন বর্তমানে অবস্থান করছে।

যখন শুরুর দিকে এই বিটকয়েন চালু করা হয় তখন অনেকের মধ্যে একটি ধারণা ছিল এবং সেই ধারণাটি হচ্ছে যে আদৌ এই বিটকয়েনের ব্যবহার দেখা যাবে কিনা। কিন্তু দিন যত যাচ্ছে এই জিনিসটা ততই বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে বিটকয়েন এর সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং বিটকয়েন ক্রয়কারী সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে।

তবে আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল মজা যেটার বাস্তবে কোন ভিত্তি নেই তবে ডিজিটাল ভাবে এটা বর্তমানে বিশ্বের সবথেকে দামি একটি মুদ্রা। যাদের কাছে প্রচুর অর্থ আছে তারা এই বিটকয়েন ক্রয় করে রাখতে পারেন অদূর ভবিষ্যতে যদি এই বিটকয়েনের ব্যবহার শুরু হয় তাহলে সেখান থেকে তারা লাভবান হবেন। আর যদি এ বিটকয়েন সত্যিকারে মুদ্রা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে হয়তো সকল বিটকয়েন এর মালিক লসে পড়তে পারেন।

 

১ বিটকয়েন সমান কত ডলার

এক বিটকয়েন সমান কত ডলার এই প্রশ্ন অনেকেই করেছেন। এই প্রশ্নটা করা একেবারেই স্বাভাবিক ব্যাপার তার কারণ হচ্ছে আগে বিটকয়েনের সঙ্গে ডলারের পার্থক্য যদি করা হয় তাহলে আপনি সঠিক একটি ধারণা পাবেন বিট কয়েন এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আপনার যদি প্রশ্ন করে থাকেন ১ বিটকয়েন সমান কত ডলার?? উত্তরে থাকবে ১ বিটকয়েন সমান ২৯৪১৯.২০ ডলার । আপনারা এখান থেকে পরিষ্কার ভাবে বুঝতে পারলেন বর্তমানে যেটা অদৃশ্য মুদ্রা হিসেবে রয়েছি সেই বিটকয়েন এর মূল্য কতটুকু ।

আপনি যদি ১০০ বিট কয়েন এর মালিক হন তাহলে আপনি কি পরিমান অর্থের মালিক সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে করুন আপনার কাছে ১০০ বিট কয়েন রয়েছে তাহলে এই 100 বিটকয়েনের বিনিময়ে আপনাকে কি পরিমান আমেরিকান ডলার প্রদান করা হবে সেটা এখন আমরা আপনাদের জানাবো। ২৯ লক্ষ ৪১ হাজার ৯২০ ইউএস ডলার আপনাকে প্রদান করা হবে ১০০ বিট কয়েন এর বিনিময়ে। যেটা বাংলাদেশী টাকায় প্রায় ২৯ টাকা কোটি টাকার মতো। চলুন আপনাদের সকল ধারনা পরিষ্কার করি এবং নিচের অংশে জানানোর চেষ্টা করি বাংলাদেশী টাকার সঙ্গে বিট কয়েন এর রেট কত।

আজকের বিটকয়েন থেকে বাংলাদেশী টাকার রেট কত

আজকের রেট অনুযায়ী ১ বিটকয়েন সমান বাংলাদেশি টাকা ৩১ লক্ষ ৩২ হাজার ৭০২.৮১ টাকা। হয়তো আপনি পরিষ্কারভাবে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন এবং প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পরে আপনার মস্তিষ্ক একটু হলেও চমকে উঠেছে। এইতো কয়েক বছর আগের কথা বিটকয়েন এর ধারণা সকলের কাছে একটি মজার এবং কৌতূহলের ব্যাপার ছিল। অনেকে তো এই মুদ্রা কে একেবারে তুচ্ছ বলতে এবং এই মুদ্রার কোন ভিত্তি নেই বলে উপহাস করত। কিন্তু আস্তে আস্তে এই মুদ্রার ভিত্তি প্রমাণিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ভবিষ্যতে এই মুদ্রা হবে বিশ্বের সবথেকে দামি মুদ্রা।

তাহলে আপনার কাছে যদি একটি বিট কয়েন থাকে তাহলে আপনি প্রায় ৩২ লক্ষ টাকার মালিক এটা ভাবতেও অবাক লাগে। তবে হ্যাঁ এই টাকা আপনি এখন ভাঙাতে পারবেন না এই টাকা আপনি তখন ভাঙাতে পারবেন যখন এই বিটকয়েনের গ্রহণযোগ্যতা গোটা বিশ্বে থাকবে। প্রত্যেকটি দেশের মুদ্রার সঙ্গে যখন এটা বিনিময়ে উপযোগী হবে এবং এর বাস্তব ভিত্তি থাকবে তখন। হতে পারে এটা ১০০ বছর পরেও হতে পারে অথবা আগামী দশ বছরের মধ্যেও হয়ে যেতে পারে। আবার এটাও সম্ভব এটা কোনদিন নাও হতে পারে তাই এটা নিয়ে খুব বেশি আশা করাও ঠিক হবে না।

দিন যত যাচ্ছে আমাদের পৃথিবী ততই পরিবর্তন হচ্ছে। আপনি একটু নিজের দিকটাই চিন্তা করুন ১০ বছর আগের আপনি এবং 10 বছর পরে এখন আপনি কতটা পরিবর্তন হয়েছেন। মূলত পৃথিবী পরিবর্তন হয়েছে মানুষের জন্যই মানুষ যদি নিজেকে আগের মতন করার চেষ্টা করে তাহলে হয়তো পৃথিবীও ঠিক আগের মত হয়ে যাবে এটাতে কোন সন্দেহ নেই। তবে ভালো খারাপ দিক উভয়ই পৃথিবীতে রয়েছে তা না হলে এই পৃথিবী এখন পর্যন্ত টিকে থাকতে পারত না।

অর্থনীতির দিক দিয়ে প্রত্যেকটি দেশ উন্নতি করছে কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে একটি দেশের অভ্যন্তরে মানুষের মধ্যে এই অর্থনৈতিক উন্নতি কোন প্রভাব ফেলতে পারছে না। যারা গরীব থাকছে তারা ঠিক গরীবই থাকছে এবং যারা বড়লোক থাকছে তারা আরও বেশি বড়লোক হচ্ছে। আমাদের দেশেও ঠিক একই রকম অবস্থা বিরাজ করছে । বড়লোক এবং গরিবের ব্যবধান যেদিন কমে আসবে সেই দিনই মূলত আমাদের অর্থনীতি হবে সবথেকে শক্তিশালী যেটা এত সহজেই নড়বড়ে হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *