এয়ারটেল ইমু ইন্টারনেট প্যাকেজ কোড ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব এয়ারটেল ইমু ইন্টারনেট প্যাকেজ কোড ২০২৩ এর নানান তথ্য নিয়ে। আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা এয়ারটেলের করা ইমু প্যাকেজ ২০২৩ এর বিভিন্ন অফার সম্পর্কে জেনে যাবেন। আপনারা যারা জানেন না যে কিভাবে এয়ারটেলের ইমু প্যাক কিনতে হয় বা ব্যবহার করতে হয় তারা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে জেনে নিন।

আমরা জানি এয়ারটেল বাংলাদেশের একটি অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি। পাশাপাশি তারা যৌথভাবে সংযুক্ত আছে এ দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি রবি এর সাথে। কম মূল্যে ইন্টারনেট সেবা এবং কম মূল্যে ভয়েস কল সুবিধা প্রদানের ক্ষেত্রে এয়ারটেল অন্যতম। এদেশে যতগুলো মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের তুলনায় সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা একমাত্র এয়ারটেলই দিয়ে থাকে। আর এজন্য এয়ারটেল এর গ্রাহক সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে এয়ারটেল এর লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে। যারা সাধারণত বেশি বেশি ইন্টারনেট এবং প্রচুর পরিমাণে মিনিট ব্যবহার করে থাকেন তাদের জন্য এয়ারটেল এর বিশেষ কিছু কম্ব প্যাকেজ রয়েছে। এগুলো বিভিন্ন মেয়াদের হয়ে থাকে। এছাড়াও রয়েছে বিভিন্ন এয়ারটেল মিনিট অফার, এয়ারটেল ইন্টারনেট অফার সহ আরো অনেক কিছু।

এগুলোর মতোই আরেকটি অফার এয়ারটেল প্রকাশ করেছে তা হল এয়ারটেল ইমু অফার ২০২৩ এই ইমু অফার গুলো এয়ারটেল ঐ সমস্ত গ্রাহকদের জন্য করেছে যাদের শুধুমাত্র ইমু ব্যবহার করা প্রয়োজন। অর্থাৎ যারা সাধারণত দেশবিদেশে বিভিন্ন জায়গায় ইমুর মাধ্যমে অডিও কল অথবা ভিডিও কল প্রচুর পরিমাণে করে থাকেন তারা এয়ারটেলের এই অফার গুলো নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তেমন একটা ব্যবহার করেন না, বা ইন্টারনেট ব্যবহার করা খুব একটা পছন্দ করেন না অথবা ইন্টারনেট ব্যবহার সম্পর্কে খুব বেশি ধারণা নেই। কিন্তু এমনও কিছু গ্রাহক আছেন যারা ইমু ব্যবহার করতে অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে সমস্ত গ্রাহকের জন্য আমাদের আজকের এই পোস্ট।

আপনি কি এয়ারটেল সিমের বিভিন্ন ইমু অফার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই অবস্থান করছেন। কেননা আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা এয়ারটেল সিমের বিভিন্ন ধরনের ইমু অফার গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আমরা আশা করব আপনারা আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।

আমাদের এই পোস্ট এর নিচের দিকে গেলে আপনারা জানতে পারবেন কি কি অফার এয়ারটেলের রয়েছে এবং কিভাবে প্যাকেজগুলো ক্রয় করবেন। তাহলে চলুন এবার মূল আলোচনায় যাই।

এয়ারটেল তাদের মূল্যবান গ্রাহকদের জন্য তিন ধরনের ইমু প্যাকেজ বাজারে সরবরাহ করেছে। সেগুলি হল ডেইলি প্যাকেজ, সাপ্তাহিক প্যাকেজ এবং মান্থলি প্যাকেজ। এখন নিম্নে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব। দয়া করে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন।

প্রথমে আমরা এয়ারটেল এর ডেইলি ইমু প্যাকেজ নিয়ে আলোচনা করব। এই প্যাকেজটি মূলত ওই সমস্ত গ্রাহকদের জন্য যারা সাধারণত অফিসআদালত অথবা বাসাবাড়িতে এভেলেবেল ইন্টারনেট সুবিধার আওতায় থাকেন কিন্তু জরুরী প্রয়োজনে অনেক সময় তাদেরকে নেটওয়ার্কের বাইরে গিয়ে থাকতে হয় বা কাজ করতে হয়। ওই সময় দেখা যায় যে প্রিয়জনদের সাথে অথবা জরুরী প্রয়োজনে কোথাও কল করার দরকার হয়।

কিন্তু আমরা জানি যে সাধারণ সিমের কল দিয়ে যতটুকু না কথা বলা যায় তারচেয়ে তে অনেক বেশি পরিমাণে কথা বলা যায় ইমু দিয়ে। ঠিক ওই সমস্ত ক্ষেত্রে আমরা যদি স্বল্প মূল্যের একটি ইমু প্যাকেজ কিনতে পারি তাহলে আমরা অনেক সাশ্রয়ী মূল্যে আমাদের প্রিয়জনদের সাথে প্রয়োজনীয় অনেক কথাবার্তা সেরে নিতে পারবো।

পাশাপাশি অনেক স্টুডেন্ট ভাইবোনেরা স্বল্প মূল্যের এই প্যাকেজটি কিনলে তাদের দরকারি কথাবাত্রা সহ নানান কাজ সীমিত খরচের মধ্যে করতে পারবেন। চলুন দেখি কি থাকছে এই প্যাকেজে।

এয়ারটেল মাত্র 9 টাকার বিনিময় 250mb এর একটি ইমু প্যাকেজ বাজারে সরবরাহ করেছে যার মেয়াদ 24 ঘন্টা বা এক দিন। আপনারা যারা এই প্যাকেজটি কিনতে আগ্রহী তারা সর্বপ্রথম আপনাদের প্যাকেজটি একটিভ করতে হবে আর এ জন্য আপনাদেরকে আপনাদের ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে *123*009#

এই কোডটি টাইপ করা হলে আপনাদের এয়ারটেল সিম টি সিলেক্ট করে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিন। আর এরই মাধ্যমে 250 এমবি এর ইমু প্যাকেজটি আপনাদের সিমে 24 ঘন্টার জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। উল্লেখ্য এই যে আপনারা যখন প্যাকেজটি ক্রয় করবেন ঠিক তখন থেকে পরের দিন ওই সময় পর্যন্ত একটিভ থাকবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল বা ডিএক্টিভ হয়ে যাবে।

এছাড়াও ডেইলি প্যাকেজের মধ্যে আরেকটি জনপ্রিয় প্যাকেজ হল 1gb ইমু প্যাকেজ। এটির মেয়াদ তিন দিন বা 72 ঘন্টা। এই প্যাকেজটি কিনতে খরচ পড়বে মাত্র 29 টাকা। যারা এই প্যাকেজটি কিনতে আগ্রহী তারা ডায়াল করুন *123*025#

এয়ারটেল কর্তৃপক্ষ 3 জিবির আরো একটি অফার সরবরাহ করেছে যার মেয়াদ 4দিন। আপনারা এই প্যাকেজটি কিনতে চাইলে আপনাদের খরচ পড়বে 59 টাকা মাত্র। এটি একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে কিনতে হয়। আর কোড টি হল *123*059#. এই প্যাকেজটি একটিভ করার সাথে সাথে আপনাদেরকে দুই টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে যা আপনাদের সিমে থাকা মূল ব্যালেন্সে সাথে যোগ হয়ে যাবে।

এখন আমরা এয়ারটেল এর সাপ্তাহিক ইমু প্যাকেজ নিয়ে আলোচনা করব। যারা কম মূল্যে কিছুটা বেশি মেয়েদের প্যাকেজ করছেন তারা অনায়াসে এয়ারটেল এর সাপ্তাহিক ইমু প্যাকেজ গুলো কিনতে পারেন।

এয়ারটেল 2 জিবির একটি ইমু প্যাকেজ সরবরাহ করেছে যার মূল্য দিয়েছে 89 টাকা। এবং মেয়াদ দিয়েছে সাত দিন। প্যাকেজটি কিন্তু যারা আগ্রহী তারা একটি নির্দিষ্ট কোড ডায়াল করুন আর কোড টি হল *123*089#.

এয়ারটেল 4.5 জিবির একটি ইমু প্যাকেজ অফার করেছে মাত্র 104 টাকায় এবং মেয়াদ দিয়েছে সাত দিন। আপনারা যারা এই প্যাকেজটি কিনতে চান তারা ডায়াল করুন *123*114#.

এছাড়াও 7 দিন মেয়াদের আরো একটি ইমু প্যাকেজ এয়ারটেল অফার করেছে মাত্র 129 টাকায়। আপনারা যদি এই প্যাকেজটি কিনতে চান তাহলে ডায়াল করুন *123*129#.

এছাড়াও দশদিনের আরো একটি এয়ারটেল ইমু প্যাকেজ অফার বাজারে এভেলেবেল আছে। যেখানে থাকছে 5 জিবি ইমু প্যাক। আপনারা যারা এই প্যাকেজটি কিনতে আগ্রহী তাদের খরচ পড়বে 159 টাকা। এবং এটি দুইভাবে একটিভ করা যায়। একটি হলো রিচার্জের মাধ্যমে এবং অপরটি হল একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে। আপনারা যারা রিচার্জের মাধ্যমে এই প্যাকেজটি কিনতে চান তারা সমপরিমাণ টাকা অর্থাৎ 159 টাকা রিচার্জ করুন। আর যারা কোড ডায়াল করার মাধ্যমে প্যাকেজটি কিনতে চান তারা ডায়াল করুন *123*159#. উল্লেখ্য, এই প্যাকেজটি শুধুমাত্র পোষ্টপেইড ইউজাররা ক্রয় করতে পারবেন।

এখন আমরা আলোচনা করব এয়ারটেল এর মান্থলি ইমু প্যাকেজ গুলো নিয়ে। আপনারা যারা দীর্ঘ মেয়াদের ইমু প্যাকেজ ব্যবহার করতে আগ্রহী অর্থাৎ স্বল্প মেয়াদের প্যাকেজগুলো যারা পছন্দ করেন না বাজ হামলা মনে করেন তাদের জন্য এই প্যাকেজ গুলো। আপনারা যদি কোন ঝামেলা ছাড়া নিরবিচ্ছিন্ন ভাবে ইমু ব্যবহার করতে চান তারা নিঃসন্দেহে এই প্যাকেজ গুলো কিনে পুরো মাসব্যাপী নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন। চোদোন দেখি কি থাকছে এই প্যাকেজ গুলোতে।

এয়ারটেল দুই জিবির একটি ইমু প্যাকেজ সরবরাহ করেছে এক মাসের জন্য। যার মূল্য দিয়েছে 229 টাকা। আপনারা যারা এই প্যাকেজটি কিনতে আগ্রহী তারা ডায়াল করুন *123*229#.

এছাড়াও এয়ারটেল আরো একটি ইমু প্যাক অফার করেছে যেখানে রয়েছে 7 জিবি ডাটা। এই প্যাকেজটি কিনতে হবে আপনাদেরকে গুনতে হবে 498 টাকা। আপনারা যারা এই সেবাটি গ্রহণ করতে আগ্রহী তারা একটি কোড ডায়াল করার মাধ্যমে কিনতে পারবেন আর তা হচ্ছে *123*498#.

এখন আমরা এয়ারটেল এর হেভি ইমু প্যাকেজ সম্পর্কে আলোচনা করব। যারা প্রচুর পরিমাণে ভিডিও কলিং অডিও কলিং ও অন্যান্য কাজকর্ম ইমু দিয়ে করে থাকেন এবং পুরো মাসব্যাপী নিশ্চিন্ত মনে ব্যবহার করতে আগ্রহী তাদের জন্য এয়ারটেল এই প্যাকেজটি অফার করেছে। এই প্যাকেজে থাকছে 30 জিবি ডাটা এবং মেয়াদ থাকবে 30 দিন। এটি কিনতে হলে আপনাদের খরচ পড়বে 998 টাকা। এই প্যাকেজটি কিনতে হলে আপনারা সমপরিমাণ টাকা রিচার্জ করুন অর্থাৎ 998 টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *123*998#.

একটি বিশেষ কথা বলে রাখা দরকার সেটি হল, ওপারে যতগুলো প্যাকেজ সম্পর্কে আমরা আলোচনা করলাম সবগুলো প্যাকেজ ই একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে কিনতে হয়। পাশাপাশি আপনারা যখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন একটি প্যাকেজ কিনবেন তখন অবশ্যই আপনাদের সিমের মূল ব্যালেন্সে সমপরিমাণ টাকা থাকতে হবে, তা না হলে আপনারা কোন প্যাকেজ ই কিনতে পারবেন না।

পাশাপাশি আরো একটি ভালো দিক হলো আপনারা উপরোক্ত সকল প্যাকেজ যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা টুজি, থ্রিজি বা ফোরজি যে নেটওয়ার্কই থাকুন না কেন সব নেটওয়ার্কেই উপরোক্ত প্যাকেজ গুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের মনে আরো একটি প্রশ্নের উদয় হতে পারে, আর তা হলো যে প্যাকেজটি আপনারা ক্রয় করেছেন তার ব্যালেন্স চেক করবেন কিভাবে? এটি অত্যন্ত একটি সহজ প্রক্রিয়া অর্থাৎ একটি নির্দিষ্ট কোড ডায়াল করলেই আপনারা আপনাদের ক্রয় কৃত ইমু প্যাকেজ এর ব্যালেন্স চেক করতে পারবেন। আর সেটি হল, ওপরে আলোচিত সবগুলো প্যাকেজের ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *3#.

সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে এয়ারটেল কোন কোন ইমু প্যাকেজ অফার গুলো তাদের গ্রাহকদের জন্য করেছে এবং কিভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি প্যাকেজ একটিভ করতে পারি। আমরা প্রতিটি বিষয় অত্যন্ত যত্নসহকারে সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য সংগ্রহ করেছি যাতে করে আপনাদের বোধগম্য হয়। আমরা প্রতিটি তথ্যই এয়ারটেল এর সদ্য প্রকাশিত এবং হালনাগাদকৃত নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট থেকে ও কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করেছি। আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন।

এছাড়া আজকের এই পোস্ট থেকে যদি আরো কোন কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের সদুত্তর দেয়ার। আর আপনাদের যদি এয়ারটেল সিমের আরো কোন অফার সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজ থেকে ঘুরে আসতে পারেন। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্থতা অমঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *