বিকাশে টাকা দেখার নিয়ম ২০২৩

বিকাশে টাকা দেখা বলতে কী বোঝানো হয়েছে এই বিষয়টি আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয় তারপরও আমরা যেটা ধারণা করতে পেরেছি আপনারা হয়তো প্রশ্নটি করেছেন বিকাশ একাউন্টের মূল ব্যালেন্স কত সেটা কিভাবে দেখা যায়। সরাসরি বলতে চাই বিকাশ অ্যাকাউন্টের মূল ব্যালেন্স যদি আপনি দেখতে চান তাহলে আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আজকের এই আর্টিকেল থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব দুইটি নিয়মের প্রত্যেকটি আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি নিয়মের প্রত্যেকটি ধাপ খুব ভালোভাবেই জেনে যাবেন। আমরা একটু বিস্তারিতভাবে তথ্যগুলো আলোচনা করি তার কারণ হচ্ছে আপনি যদি এ তথ্যগুলো একবার পড়ে নেন বিস্তারিতভাবে তাহলে সেটা আপনার মস্তিষ্কে ভালোভাবে থেকে যায়।

চলুন জানার চেষ্টা করি বিকাশ একাউন্টে টাকা দেখা যায় কিভাবে। বিকাশ হচ্ছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান এবং প্রতি নিয়তে তাদের সুযোগ সুবিধা এবং সেবার মান পরিধি বৃদ্ধি পাচ্ছে। এখন শুধুমাত্র বিকাশ অ্যাপসে এর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এটা অনেক বড় ব্যাপার। আর এই বিকাশ অ্যাপ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়। আবার যারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন না তাদের জন্য রয়েছে বিশেষ কিছু সুবিধা তাই সব মিলিয়ে বিকাশ অত্যন্ত ভালো মানের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান এবং তারা জানে কিভাবে কাস্টমারকে খুশি করতে হয়। আজকে আমরা সেই বিকাশের সকল তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

বিকাশে টাকা দেখার পদ্ধতি ২০২৩

বিকাশের মাধ্যমে টাকা দেখার পদ্ধতি সম্পর্কে বলতে গেলে দুইটি পদ্ধতির কথা অবশ্যই বলতে হবে। প্রায় কয়েক বছর আগেই বিকাশের জন্ম হয়েছে ঠিক তখন আমাদের দেশে স্মার্টফোনের এত ব্যবহার ছিল না। অবশ্যই স্মার্ট ফোন ছিল কিন্তু হাতে হাতে এত স্মার্ট ফোন ছিলনা এবং এই স্মার্টফোনের এত সুযোগ-সুবিধা ছিল না। শুরুর দিকে যখন বিকাশ একাউন্ট খোলা হতো এবং বিকাশ একাউন্টের টাকা দেখা হতো তখন সাধারণত বাটন ফলের মাধ্যমে সেটা করা হতো। তাই বিকাশ একাউন্টে টাকা দেখার একটি মাধ্যম হচ্ছে বাটন ফোনের মাধ্যমে দেখা এবং সেটা এখন পর্যন্ত একই নিয়মে আছে।

বিকাশে মূল অ্যাকাউন্ট দেখার আরেকটি নিয়ম হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে দেখা। এটা সবথেকে সহজ পদ্ধতি যেখানে কোন ধরনের ঝামেলা ছাড়া সরাসরি বিকাশ আছে প্রবেশ করে আপনি সেটা দেখে নিতে পারবেন। আমরা প্রত্যেকটি পদ্ধতি আপনাদের আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেবো যাতে করে আপনারা কোনভাবেই কোন পদ্ধতির মিস না করেন এবং এখান থেকে শিখে যান কিভাবে বিকাশ একাউন্টের টাকা দেখতে হয়। তাহলে চলুন দেরি না করে নিচের অংশে জানার চেষ্টা করি বিকাশ একাউন্টের টাকা দেখার পদ্ধতির বিস্তারিত যেটা আমাদের অনেকাংশেই প্রয়োজন পড়ে।

মোবাইলের মাধ্যমে বিকাশের টাকা দেখার নিয়ম ২০২৩

মোবাইলের মাধ্যমে বিকাশে টাকা দেখার নিয়ম বলতে বোঝানো হয়েছে বাটন ফোনের মাধ্যমে টাকা দেখার নিয়ম। বিকাশ একাউন্টে টাকা দেখার জন্য অবশ্যই যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যেই সিমের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা আছে সেই সিম উল্লেখিত মোবাইলে রাখতে হবে তাহলে আপনি সেখান থেকে দেখতে পারবেন এবং কিভাবে দেখবেন তার প্রত্যেকটি ধাপ নিচে আমরা আস্তে আস্তে আপনাদের জানাচ্ছি।

• মোবাইলের ডায়াল প্যাডে জান এবং সেখান থেকে ডায়াল করুন *২৪৭# । সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে স্ক্রিনে একটি মেনু বার চলে আসবে যেখানে অনেক অপশন দেওয়া আছে সর্বমোট দশটি অপশন এখন দেখা যায়। প্রত্যেকটিতে আপনি আলাদা আলাদা জিনিস জানতে পারবেন।

• তবে আপনি যদি একাউন্ট ব্যালেন্স জানতে চান তাহলে ৯ নাম্বার অপশনটি সিলেক্ট করুন। “মাই বিকাশ” নামক এই অপশনটি আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে।

• নতুন পেজে আপনি প্রথমেই দেখতে পাবেন “ব্যালেন্স চেক” নামক অপশন রয়েছে যেখানে এই অপশনটির নাম্বার হচ্ছে 1। আপনি যখন এক নাম্বার সিলেক্ট করবেন তখন আপনার সামনে একটু অপশন আসবে যেই অপশনটি পূরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখানো হবে ।

• মূলত ওই অপশনটিতে আপনাকে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আপনি যখন বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দেবেন তখন অবশ্যই সঠিক পাসওয়ার্ড সেখানে বসিয়ে ওকে করবেন। সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস চলে আসবে বা নতুন একটি এসএমএস চলে আসবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে বা বিকাশ একাউন্ট ব্যালেন্স কত।

 

বিকাশ অ্যাপসে এর মাধ্যমে বিকাশে টাকা দেখার নিয়ম ২০২৩

আপনি যদি বিকাশ অ্যাপসে এর মাধ্যমে বিকাশে টাকা দেখতে চান তাহলে সেটা সম্ভব। বিকাশ এপসের মাধ্যমে বিকাশে টাকা দেখতে চাইলে সবার প্রথমে আপনাকে একটি বিকাশ একাউন্ট খুলতে হবে এবং সেই একাউন্টের জন্য একটি বিকাশ অ্যাপ ইন্সটল করে লগইন রেজিস্টার সম্পন্ন করে রাখতে হবে। অবশ্যই বিকাশ অ্যাপস খুলতে google প্লে স্টোরে প্রবেশ করুন এবং সেখান থেকে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করে পরবর্তীতে ইন্সটল করে রাখুন। সবমিলে এটা অত্যন্ত সহজ একটি ব্যাপার যদি আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে।

• এরপরে সেই বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে এবং অ্যাপসের প্রবেশ করার সময় অবশ্যই আপনার বিকাশ অ্যাপসের পাসওয়ার্ড সেখানে দিতে হবে। সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন এবং বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর সেই হোম পেজটি আপনি ফলো করুন।

• হোমপেজে প্রত্যেকটি আইকনে আলাদা আলাদা কাজ রয়েছে। প্রত্যেকটি আইকন এর কাজ আলাদা আলাদা তাই এখানে আপনি একটু সতর্কতা অবলম্বন করুন এবং একবার দেখে নিন কোথায় কোন আইকন দেওয়া আছে এবং কার কি কাজ হতে পারে। আমরা এখানে শুধুমাত্র ব্যালেন্স চেক করব তাই আমাদের আর কোন ঝামেলা করতে হবে না শুধুমাত্র একটি অপশন আছে যার উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে ব্যালেন্স আমরা দেখতে পাবো।

• হোমপেজের সবার উপরে যেখানে আপনার বিকাশ একাউন্টের নাম দেওয়া আছে তার নিচে ফলো করুন। “ব্যালেন্স দেখুন” নামক একটু অপশন আছে। এই অপশনটি হচ্ছে সেই অপশন যে অপশনের ওপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে সেখানে আপনাকে আপনার ব্যালেন্স দেখানো হবে । সব থেকে মজার ব্যাপার হলো সেখানে ব্যালেন্স গোপন করা থাকে এবং আপনি যতক্ষণ পর্যন্ত সেই অপশনের উপর টেপ না করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স আপনাকে দেখানো হবে না।

• এইভাবেই বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার বিকাশ একাউন্টে টাকা যে কোন সময় চেক করতে পারেন। তবে বিকাশ অ্যাপসে এর মাধ্যমে ব্যালেন্স চেক করার একটিমাত্র অসুবিধা সেটা হচ্ছে যখন ইন্টারনেট কানেকশন থাকে না তখন এটা করা যায় না যেটা বিভিন্ন বিপদের সময় আমাদের বিরক্তির কারণ হতে পারে।

বিকাশ সংক্রান্ত যদি কোন তথ্য বা কোন প্রশ্ন আপনি জানতে চান তাহলে সরাসরি আমাদের সেই বিষয়ে অবগত করুন। আমাদের প্রত্যেকটি আর্টিকেল তৈরি করার ধারণা মূলত আপনাদের প্রশ্ন থেকেই আমরা পাই এবং সেখান থেকেই অনুপ্রেরণা যোগায় এই আর্টিকেলগুলো তৈরি করতে। আমাদের আজকের আর্টিকেলে আপনি বিকাশের ব্যালেন্স চেক করা বা বিকাশের টাকা দেখার নিয়ম সম্পর্কে কতটুকু জানতে পারলেন এবং সেটা আপনার জন্য সন্তোষজন কিনা অবশ্যই জানাবেন। আশা করছি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ভবিষ্যতে বিকাশ একাউন্ট এর সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করবে এবং বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের খরচটা আরও বেশি কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *