টেলিটক সিম 4G করার নিয়ম ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি টেলিটক সিম ফোরজি করার নিয়োগ সম্পর্কে। আপনাদের ব্যবহৃত টেলিটক সিম টি যদি টুজি থ্রিজি হয়ে থাকে তাহলে আপনারা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে ফোরজিতে রূপান্তর করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

আমরা সকলেই জানি যে টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এবং এদেশের যতগুলি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের মধ্যে টেলিটক একটি অন্যতম প্রতিষ্ঠান। প্রায় প্রতিটি কোম্পানির ই কিছু না কিছু ভালোমন্দ দিক থাকে। কারো কারো দেখা যায় নেটওয়ার্ক কোয়ালিটি ভালো কিন্তু ইন্টারনেট স্পিড কম। আবার কারো দেখা যায় নেটওয়ার্ক ভালো, ইন্টারনেট স্পিড ভালো কিন্তু ভয়েস কল রেট অনেক বেশি। কিন্তু টেলিটক একমাত্র প্রতিষ্ঠান যাদের নেটওয়ার্ক কোয়ালিটি ভালো, ইন্টারনেট স্পিড অসাধারণ, আবার ভয়েস কল রেট ও সবচাইতে কম।

নেটওয়ার্ক কভারেজের কথা যদি বলি তাহলে টেলিটকের কিছুটা দুর্বলতা রয়েছে। অর্থাৎ শহর এবং মফস্বল অঞ্চল বাদে গ্রাম্য এলাকার বিকে নেটওয়ার্ক কিছুটা দুর্বল। এছাড়া যেখানে নেটওয়ার্ক রয়েছে সেখানে তাদের সার্ভিস দুর্দান্ত। বর্তমানে টেলিটক তাদের ফোরজি নেটওয়ার্ক সারাদেশের সমস্ত জেলা শহর এবং উপজেলা শহর পর্যন্ত বিস্তার করেছে। পাশাপাশি এদেশের প্রতিটি আনাচেকানাচে ফোরজি নেটওয়ার্কের সুবিধা পৌঁছে দেয়ার মহাপরিকল্পনা টেলিটক হাতে নিয়েছে। এবং খুব শীগ্রই তা বাস্তবায়ন হতে যাচ্ছে। তাই আমরা যারা টেলিটকের পুরনো সিম ব্যবহার করে আসছি আমাদের প্রত্যেকেরই সেটি বদলে ফোরজিতে মাইগ্রেট করার প্রয়োজন।

কেননা পুরনো সিমে ফোরজির কোন সুবিধা পাওয়া যাবে না। পুরনো সিম গুলো যখন বাজারে এসেছিল তখন 4g টেকনোলজির চিন্তা করে সে গুলোকে ডিজাইন করা হয়নি। আর তখন ফোরজির কোন নেটওয়ার্ক বা চিন্তাভাবনা বা পরিকল্পনা ছিলনা। এখন যুগের পরিবর্তন হয়েছে তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই পুরনো সিম গুলো বদলে 4g তে রুপান্তর করা উচিত।

বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে আমাদের সকলের হাতে হাতে স্মার্টফোন এভেলেবেল হয়ে গেছে। আর এখন এমন কোন হ্যান্ডসেট পাওয়া যাবে না যেখানে ফোরজি নেটওয়ার্কের সুবিধা নেই। অর্থাৎ প্রতিটি হ্যান্ডসেট দিয়েই ফোরজির সুবিধা উপভোগ করা যাবে। যেখানে ফোরজি নেটওয়ার্ক অ্যাভেলেবল এবং প্রতিটি হ্যান্ডসেটে ফোরজি সুবিধা এভেলেবেল সেখানে আমরা কেন পিছিয়ে থাকব?

যারা পুরনো সিম ব্যবহার করছেন তারা যে একেবারেই কোন সুবিধা পাবেন না তা নয়। পুরনো সিম দিয়ে কথা বলা যাবে, মেসেজ পাঠানো যাবে, ইন্টারনেট ব্যবহার করা যাবে। কিন্তু ইন্টারনেট এর ক্ষেত্রে দ্রুতগতির সেবা থেকে বঞ্চিত হবেন। কারণ ফোরজি নেটওয়ার্ক দিয়ে যে পরিমাণ ইন্টারনেট স্পিড পাবেন তার তুলনায় পুরনো সিম দিয়ে যেখানে টুজি এবং 3g নেটওয়ার্ক সার্ভিস দিয়ে খুবই অল্প গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সুতরাং আমাদের উচিত সর্বোচ্চ গতি সম্পন্ন ইন্টারনেটের সুবিধা নিয়ে আমাদের নিজেদের জীবনকে গতিময় করে তোলা। আর এর জন্য পুরনো সিম বদলে 4g তে রুপান্তর বিকল্প নেই।

আপনি কি টেলিটক সিম ফোরজি করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। কারণ আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি আপনার টেলিটক সিম টি 4g তে মাইগ্রেট করবেন। আপনি যদি আমাদের আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়েন তাহলে টেলিটক সিম ফোরজি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমাদের পোস্ট এর নিচের দিকে গেলে এর দিকনির্দেশনা খোলা পেয়ে যাবেন, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নেই কিভাবে আপনারা তা সম্পন্ন করবেন।

প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আপনাদের ব্যবহৃত টেলিটক সিম 4g তে রূপান্তরিত হবে কিনা? আরে টি জানার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের মেসেজ অপশনে যেতে হবে। এরপর রাইট মেসেজে গিয়ে টাইপ করুন CHK এরপর আপনাদের টেলিটক সিম টি সিলেক্ট করে দিয়ে মেসেজটি সেন্ড করুন 157 নাম্বারে। উল্লেখ্য এটি সম্পূর্ণ টোল ফ্রি একটি সার্ভিস। মেসেজটি সেন্ড করার পর টেলিটক থেকে একটি ফিরতি মেসেজ পাঠানো হবে। আর সেই মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার টেলিটক সিম টি 4g তে রুপান্তর করতে পারবেন কিনা।

যদি আপনারা সেখানে দেখতে পান যে আপনার সিমটি ফোরজি তে রুপান্তর করা যাবেনা সে ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন। কারণ টেলিটক তাদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে যাদের সিম 2012 সালের আগে কেনা তাদের সিমটি 4g তে রুপান্তর করা যাবেনা। তাদের সিমটি সম্পূর্ণ রিপ্লেস করে নতুন ফোরজি সিম ক্রয় করতে হবে।

আর যদি আপনাদের মেসেজে উল্লেখ করা থাকে যে আপনার সিমটি 4g তে রুপান্তর করা সম্ভব সে ক্ষেত্রে আপনাদের কে একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে ফোরজি করার জন্য। আর এটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের ডায়াল অপশনে যেতে হবে। এরপর টাইপ করতে হবে 4G টাইপ করা হয়ে গেলে উক্ত মেসেজটি পাঠিয়ে দিবেন 111 নাম্বারে। আর এরই সাথে আপনাদের টুজি বা থ্রিজি সিম টি ফোরজিতে রূপান্তরিত হয়ে যাবে।

এবার আপনাদেরকে কিছু সতর্কতার কথা জানিয়ে রাখতে চাই আর তা হল, আপনার সিমটি যখন 4g তে রুপান্তরিত হয়ে যাবে তখন এর সুবিধা উপভোগ করতে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত আপনাদেরকে অবশ্যই একটি ফোরজি সাপোর্টেড হ্যান্ডসেট ব্যবহার করতে হবে। এরপর যেখানে ফোরজি নেটওয়ার্ক আছে ঠিক সেখানে আপনারা ফোরজির সুবিধা উপভোগ করতে পারবেন। আর যেখানে ফোরজি নেটওয়ার্ক নেই সেখানে আপনারা কোন ভাবেই ফোরজি নেটওয়ার্ক এর সুবিধা পাবেন না।

আর আপনাদের হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং টি সব সময় অটো দিয়ে রাখবেন। আর যদি আপনারা নেটওয়ার্ক সেটিং টি অটো না দিয়ে 4g অনলি সিলেক্ট করে থাকেন তাহলে একটি বিরাট সমস্যায় পড়ে যাবেন। আর তা হল আপনি তখন কোথাও ভয়েস কল করতে পারবেন না। কারণ ফোরজি নেটওয়ার্ক টি সাজানো হয়েছে শুধুমাত্র উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট স্পিড কে ঘিরে। ফোরজি নেটওয়ার্ক দিয়ে ভয়েস কল করা যায় না।

আর ইন্টারনেটের গতি সম্পর্কে কিছু কথা বলে রাখতে চাই তা হল, আপনি যখন ফোরজি নেটওয়ার্ক এর আওতায় থাকবেন তখন আপনি আপলোড করার ক্ষেত্রে 15 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। আর ডাউনলোড করার ক্ষেত্রে 40 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। যাত্রী জিবা টুজি নেটওয়ার্কের তুলনায় অনেক গুণ বেশি।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা আমাদের টেলিটক সিম টি 4g তে রুপান্তর করব। পাশাপাশি এর সুবিধা অসুবিধার দিকগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা প্রতিটি তথ্য সংগ্রহ করেছি টেলিটকের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট থেকে। সম্প্রতি টেলিটক তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হালনাগাদ করেছে। সেখান থেকে আমরা প্রতিটি তথ্য নির্ভুলভাবে আপনাদের জন্য উপস্থাপন করেছি। আমরা আশা করছি এর দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন এবং টেলিটক সিম কিভাবে ফোরজিতে রূপান্তর করতে হয় তার নিয়ম কানুন ও পরিপূর্ণভাবে জানতে পেরেছেন।

আর আপনাদের যদি আজকের এই পোষ্ট সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের নির্ভুল জবাব দেওয়ার। কারণ আমরা আপনাদের কমেন্ট গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করে থাকি। এছাড়া যদি টেলিটকের আরো কোনো অফার সম্পর্কে জানার থাকে তাহলে আমাদের সূচিপত্র থেকে দেখে আসতে পারেন।

আর যদি আপনাদের অন্যান্য কোন অপারেটরের বিভিন্ন অফার সম্পর্কে জানার আগ্রহ হয় তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজ দেখে আসতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। নিত্যনতুন আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমাদের পেজ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *