এয়ারটেল মিনিট চেক করার কোড ২০২৩ এয়ারটেল মিনিট চেক করার কৌশল

সুপ্রিয় বন্ধুরা আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন বলে আমাদের ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে জানাবো এয়ারটেল মিনিট চেক কিভাবে করতে হয়। আমরা এই পোস্টটি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে এয়ারটেল সিমের মিনিট অফার চেক করবেন।

আমাদের মধ্যে অনেকেই আছি যারা এয়ারটেল সিম নতুন ব্যবহার করছেন তাদের জন্য এয়ারটেল মিনিট চেক করার কৌশল জানা অত্যন্ত জরুরী। কারণ আমরা অনেকেই এয়ারটেল এর মিনিট প্যাকেজ কিনে থাকি এবং বিভিন্ন জায়গায় কথা বলার পর আমাদের মনে আগ্রহের সৃষ্টি হয় যে আমার কত মিনিট অবশিষ্ট আছে। তাই আমাদের ওয়েবসাইটের নিচের দিকে গেলে আপনারা এয়ারটেল মিনিট চেক করার কোড ২০২৩ সম্পর্কে জানতে পারবেন।

আপনি কি এয়ারটেল সিমের মিনিট চেক করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে আমরা বলবো আপনি সঠিক জায়গাতে আছেন এবং এই পোষ্ট টি আপনার জন্য। আপনি যদি এয়ারটেল সিমের মিনিট চেক করার নিয়মগুলি জানতে আগ্রহী হন তাহলে আমরা অনুরোধ করবো আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যান্ত মনোযোগ সহকারে পড়বেন। আর যদি আপনারা তা করেন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে এয়ারটেল সিমের মিনিট চেক করা যায়।

বর্তমান সময়ে অসংখ্য মোবাইল ব্যবহারকারী রয়েছেন যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন এবং অনলাইনের বিভিন্ন অ্যাপস দিয়ে দরকারি কথা বাত্রা বা বার্তা আদান প্রদান করে থাকেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্মার্ট ফোন ব্যবহার করেন না। আর সাধারনত তাদের সঙ্গেই যোগাযোগ করার জন্য আমাদেরকে সিমের ব্যালেন্স দিয়ে কল করতে হয়।

আমরা সকলেই জানি সিমের ব্যালেন্স দিয়ে যদি আমরা কোথাও কল করি তাহলে কল রেট প্রতি মিনিটে প্রায় আড়াই টাকা পড়ে যায়। যা দিয়ে প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলা যায় না কারণ এক্ষেত্রে খরচের একটি বড় অংশ মাথায় এসে ভর করে। যার কারণে আমরা খুব একটা স্বাচ্ছন্দ্যের সাথে মনের ভাব অন্যের সাথে প্রকাশ করতে পারিনা। এই সমস্যা গুলো কে সামনে রেখে বিভিন্ন মোবাইল অপারেটর মিনিট অফার গুলো চালু করে থাকে, যা দ্বারা স্বল্পমূল্যে বেশি কথা বলা যায়। এক্ষেত্রে এয়ারটেল ও তার ব্যতিক্রম নয় অর্থাৎ আমরা যারা এয়ারটেল ব্যবহারকারী তারাও এয়ারটেল এর মিনিট অফার গুলো পেয়ে যাব।

এখন কোন কোন মিনিট অফার গুলো আমরা ক্রয় করব তা নির্ভর করবে আমাদের চাহিদা অনুযায়ী। যখন আমরা এয়ারটেল এর মিনিট অফার গুলোর মধ্যে পছন্দ অনুযায়ী কোন একটি প্যাকেজ কিনে নেব এরপর যে বিষয়টি সামনে আসে তা হল যে মিনিট প্যাকেজটি আমরা কিনলাম তা চেক করব কি দিয়ে বা কিভাবে? তাই আমাদের এই পোস্টে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের ক্রয় কৃত মিনিট চেক করবেন এবং কত দিন মেয়াদ অবশিষ্ট থাকবে তাও জানতে পারবেন।

সাধারণত দুটি প্রক্রিয়ার মাধ্যমে এয়ারটেল মিনিট চেক করা যায় একটি হল কোড ডায়াল করার মাধ্যমে এবং অপরটি হল অ্যাপস এর মাধ্যমে। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে এবং কোন কোন কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমের মিনিট চেক করা যায়।

ডায়ালিং কোড এর বিষয় যদি বলি তাহলে আমরা বলবো এটি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার এয়ারটেল সিমের মিনিট চেক করতে পারবেন পাশাপাশি তার মেয়াদ কতদিন আছে এবং কোন সময়ে তা শেষ হচ্ছে তার পরিপূর্ণ ভাবে জানতে পারবেন। এয়ারটেল সাধারণত দুই ধরনের মিনিট অফার তাদের গ্রাহকদের দিয়ে থাকে। একটি হল রেগুলার মিনিট প্যাকেজ এবং অপরটি হল বোনাস মিনিট প্যাকেজ।

আপনি যদি এয়ারটেল সিমের রেগুলার মিনিট প্যাকেজ কিনে থাকেন তাহলে নিম্নের কোডটি ডায়াল করে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে। ডায়াল অপশনে যাওয়ার পর টাইপ করুন *778*0#. এরপর আপনি আপনার এয়ারটেল সিম টি সিলেক্ট করে নিবেন। এরপরই আপনারা দেখতে পাবেন আপনাদের এয়ারটেল সিমে কত মিনিট অবশিষ্ট আছে। পাশাপাশি আপনারা এটিও দেখতে পাবেন যে প্যাকেজ এর মেয়াদ কতদিন বাকি রয়েছে এবং কত তারিখে তার মেয়াদ শেষ হচ্ছে ও কোন সময়ে শেষ হচ্ছে ছবি দেখতে পাবেন।

এবার আপনি যদি এয়ারটেল সিমের বোনাস মিনিট কত আছে এবং মেয়াদ কত দিন বাকি আছে তা দেখতে চান তাহলে নিচের কোডটি ডায়ালের মাধ্যমে জানতে পারবেন। এটি জানতে হলে প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে। এরপর টাইপ করতে হবে *778*29#. যখন এটি টাইপ করা হয়ে যাবে তখন আপনার এয়ারটেল সিম টি কে সিলেক্ট করে ডায়াল করুন। ডায়াল করার পরপরই আপনারা দেখতে পাবেন আপনার সিমে কত মিনিট বোনাস রয়েছে পাশাপাশি এটিও দেখতে পাবেন যে তার মেয়াদ কতদিন অবশিষ্ট আছে। এখানে আরো উল্লেখ করা থাকবে কত তারিখে আপনার বোনাস অফারের মেয়াদ শেষ হচ্ছে এবং কোন সময়ে তা শেষ হচ্ছে।

উপরোল্লিখিত আলোচনা থেকে আমরা জানতে পারলাম কোড ডায়াল করে কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমের মিনিট অফার এবং বোনাস অফার এর পরিমাণ ও মেয়াদ জানতে পারা যায়। এখন আমরা আলোচনা করব অ্যাপস এর মাধ্যমে কিভাবে এয়ারটেল সিমের মিনিট অফার বা বোনাস মিনিট অফার চেক করা যায়।

এটিও অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া যা কিছু কৌশল অবলম্বন করে ব্যবহার করতে হয়। অ্যাপস টির নাম হল মাই এয়ারটেল অ্যাপস, এটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল। এটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে আপনার গুগল প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপস টি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপসটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন এটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবেন আপনারা ওই সিম দিয়ে যে সিমটিতে আপনি আপনার মিনিট প্যাকেজ গুলো কিনেছেন।

অন্যথায় আপনারা উক্ত সিমের সঠিক তথ্য মাই এয়ারটেল অ্যাপস দিয়ে পাবেন না। অ্যাপস টি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর লগইন হয়ে গেলে আপনারা অ্যাপসের হোম পেজেই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনার কত মিনিট অবশিষ্ট রয়েছে, কতদিন তার মেয়াদ রয়েছে সবই জানতে পারবেন। পাশাপাশি বোনাস মিনিট থাকলে তাও দেখে নিতে পারবেন।

তবে বিশেষভাবে একটি কথা বলে নেয়া দরকার তা হল, এই অ্যাপস তারাই ব্যবহার করতে পারবেন যাদের স্মার্টফোন রয়েছে। স্মার্ট ফোন ছাড়া এই এপসটি ব্যাবহার করা সম্ভব নয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে তা হল, এই অ্যাপসটি ইন্টারনেট ছাড়া চলে না। অর্থাৎ আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে এই অ্যাপসটি আপনি কোনভাবেই রান করাতে পারবেন না।

উপরোল্লেখিত আলোচনা থেকে আমরা জানতে পারলাম কিভাবে অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের বোনাস মিনিট এবং রেগুলার মিনিট প্যাকেজ এর পরিমান ও তার মেয়াদ কতদিন অবশিষ্ট রয়েছে তা জানব।

পরিশেষে আমরা বলতে চাই, অত্যন্ত সাবলীল ভাষায় এয়ারটেল সিমের মিনিট চেক করার নিয়ম আপনাদের সামনে পেশ করেছি। আমরা ডায়াল কোড এবং অ্যাপস এই দুটো পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যাতে করে কোনো প্রকার অসুবিধা ছাড়াই আপনারা উক্ত কৌশল সহজেই বুঝতে পারেন। আমরা আশা করছি এই পোষ্টের মাধ্যমে আপনারা আপনাদের এয়ারটেল সিমের মিনিট অফার এবং বোনাস অফার চেক করার কৌশল জানতে পেরেছেন।

শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এয়ারটেল সিমের অন্য কোন অফার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *