বাংলালিংক কল ব্লক সার্ভিস ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য সংগ্রহ করে এনেছি বাংলালিংকের চমৎকার একটি সার্ভিস নিয়ে। আর তা হল বাংলালিংক কল ব্লক সার্ভিস। আপনারা যারা বাংলালিংক এর কল ব্লক সার্ভিস টি সম্পর্কে জানতে চান তারা আমাদের আজকের এই পোস্ট থেকে বাংলালিংক সকল নাম্বার ব্লক করার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন।

বর্তমানে আমরা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত সময়সূচী পার করে থাকি। আর দৈনন্দিন কাজের প্রয়োজনে আমরা আমাদের মুঠোফোন কে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। এই দৈনন্দিন ব্যস্ততার মাঝে যদি আমাদের ফোনে কোন অপ্রয়োজনীয়ফোন কল চলে আসে তাহলে আমরা খুবই বিরক্ত হই। তখন আমাদের কাজের মনোনিবেশের অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। এই সমস্ত সমস্যাগুলো থেকে উত্তরণ পেতে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিন কিভাবে বাংলালিংক কল ব্লক সার্ভিস ব্যবহার করতে হয়।

আপনি কি একজন বাংলালিংক সিমের গ্রাহক? আপনি কি অপ্রয়োজনীয়ফোন কল থেকে মুক্তি পেতে চান? আপনার ফোনে কি প্রতিনিয়ত  অপ্রয়োজনীয় ফোন কল আসে? আপনি কি রীতিমতো অপ্রয়োজনীয় ফোন কলের জন্য বিরক্ত? আপনি কি এ সমস্যা থেকে মুক্তি পেতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তাহলে বাংলালিংকের কল ব্লক সার্ভিস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।

কারণ আজকে আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেবো বাংলালিংক কল ব্লক করার নিয়ম। আমাদের পোস্টের নিচের দিকে গেলে এই নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আমরা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।

বর্তমানে বাংলালিংক এদেশের সবচাইতে জনপ্রিয় একটি মোবাইল অপারেটর কোম্পানি। এবং সর্ববৃহৎ মোবাইল অপারেটর কোম্পানির একটি। আর তারা তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে একমাত্র তাদের স্বল্প মূল্যের কল রেট এবং দ্রুতগতির ইন্টারনেট সুবিধা প্রদান করার মাধ্যমে। পাশাপাশি তাদের নেটওয়ার্ক অবকাঠামো শক্তিশালী হওয়ার কারণে দিন দিন বাংলালিংক এর চাহিদা বেড়েই চলছে।

আর এসব সুযোগ সুবিধার পাশাপাশি বাংলালিংক তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবামূলক অফার সরাসরি ফোন কলের মাধ্যমে করে থাকে। যা সব সময় সব গ্রাহকদের জন্য প্রযোজ্য হয় না। সেজন্য অনেক গ্রাহক এসব জায়গা থেকে ফোন কল আসলে অনেক বিরক্ত হন এবং চিন্তা করেন যে কিভাবে এ সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। ঐ সমস্ত গ্রাহকরা আজকে আমাদের এই পোস্ট থেকে বাংলালিংক ইনকামিং কল ব্লক করার নিয়ম জেনে নিন।

বাংলালিংকের ইনকামিং কল ব্লক করার জন্য তিনটি উপায় বর্তমান রয়েছে। এখন আমরা ধারাবাহিক ভাবে তিনটি উপায় বর্ণনা করতে থাকবো।

প্রথমে আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করব তা সাধারণত নর্মাল ফোন অর্থাৎ বাটনওয়ালা ফোন দিয়ে করা সম্ভব। এটি ফোনের একটি built-in ফাংশন। সাধারণত নর্মাল ফোন গুলোতে মোবাইল নির্মাতা কোম্পানিগুলো তাদের ফোনের মধ্যে নাম্বার ব্লক করার অপশন দিয়ে থাকে। যদি আপনি কোন নাম্বার ব্লক করতে চান তাহলে আপনার ফোনের বিল্টইন কল ব্লক অপশনে গিয়ে যে নাম্বারটি ব্লক করতে চান সেটি সিলেক্ট করে দিন তাহলেই উক্ত নম্বরটি ব্লক হয়ে যাবে। এবং শত চেষ্টা করলেও ওই নাম্বার থেকে কোন ফোন বা এসএমএস আপনার ফোনে আসবে না।

তবে এই পদ্ধতিতে খুব বেশি নাম্বার ব্লক করা যায় না। মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান আপনাদেরকে যে কয়েকটি নাম্বার ব্লক করার অপশন ফোনের বিল্টইন ফাংশন এর মধ্যে দিয়ে থাকবে তার বাহিরে অতিরিক্ত কোন নাম্বার অ্যাড করা যায় না। আপনার যদি বেশি নাম্বার ব্লক করার প্রয়োজন হয় তাহলে নিচের পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

এখন আমরা দ্বিতীয় নিয়মটি সম্পর্কে আলোচনা করব। এই পদ্ধতিটিও ফোনের একটি built-in ফাংশন। তবে এটি এভেলেবেল রয়েছে একমাত্র স্মার্টফোনের মধ্যে। যারা স্মার্ট ফোন ব্যাবহার করেন তারা কল ব্লক করার জন্য এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। এই পদ্ধতিটি ব্যবহার করতে হলে আপনাকে আপনার ফোনের কল লিস্টে যেতে হবে। সেখানে গিয়ে যে নাম্বারটি থেকে আপনাকে বারবার কল করে বিরক্ত করে সে নাম্বারটির ফোনের স্ক্রিনের উপর কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে কল ব্লক করা একটি অপশন চলে আসবে। এরপর আপনারা যদি কল ব্লক অপশনটি সিলেক্ট করে দেন তাহলে উক্ত নাম্বারটি ব্লক হয়ে যাবে। এবং সাথে সাথে ওই নাম্বার থেকে সমস্ত ইনকামিং কল এবং ইনকামিং এসএমএস একেবারে বন্ধ হয়ে যাবে।

এই পদ্ধতিতেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু নাম্বার ব্লক করার পর আর বেশি সংখ্যক নাম্বার ব্লক করার জন্য এড করা যায় না। তবে এই পদ্ধতিতে উপরে আলোচিত নিয়ম এর চাইতে বেশিসংখ্যক নাম্বার ব্লক করা যায়। কিন্তু আপনার যদি আরও বেশিসংখ্যক নাম্বার ব্লক করার প্রয়োজন হয় তাহলে নিম্নে আলোচিত তৃতীয় পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

এখন আমরা তৃতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিটি যেকোনো ফোন থেকে করা সম্ভব। অর্থাৎ আপনার কাছে যদি স্মার্ট ফোন অথবা নরমাল বাটন আলা ফোনের যেকোনো একটি থাকলেই আপনি এই সেবাটি নিতে পারবেন। আপনি যদি একজন বাংলালিংক সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে কল ব্লক করার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে। এরপর সেখানে গিয়ে টাইপ করবেন *121# এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিন। সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লেতে কিছু অপশন চলে আসবে।

এরপর ওই অপশন গুলোর মধ্যে আপনারা পাঁচ নাম্বার অপশনে মাই সার্ভিস নামে একটি অপশন পাবেন। এরপর উক্ত সার্ভিসটি সিলেক্ট করুন। এই সার্ভিসটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে আরো অনেকগুলো অপশন চলে আসবে। অকশন গুলির মধ্যে 6 নাম্বারে কল ব্লক সার্ভিস নামে একটি অপশন পাবেন। এরপর সেখানে ক্লিক করুন। এরপর অ্যাড ব্লক লিস্ট এবং অ্যাড হোয়াইট লিস্ট নামে অপশন পেয়ে যাবেন।

সেখানে গিয়ে আপনারা যে যে নম্বরগুলো ব্ল্যাক লিস্টে রাখতে চান সেগুলো সিলেক্ট করে দিন এবং যে যে নম্বরগুলো ব্ল্যাক লিস্টে রাখতে চান তাও সিলেক্ট করে দিন। নম্বর গুলো সিলেক্ট করা হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করে দিন। সাথে সাথেই বাংলালিংক থেকে আপনার ফোনে একটি ফিরতি মেসেজ পাঠানো হবে। সেখানে বলা থাকবে আপনি সার্ভিসটি সফলভাবে সম্পন্ন করেছেন।

এখানে ব্ল্যাকলিস্ট প্রথম হোয়াইটলিস্ট সম্পর্কে কিছু কথা বলে রাখতে চাই। আর তা হলো ব্ল্যাকলিস্ট ওই সমস্ত নাম্বার যেগুলো থেকে আপনি ইনকামিং কল এবং ইনকামিং এসএমএস পেতে চান না। আর হোয়াইটলিস্ট হল ওই সমস্ত নাম্বার যাদের সাথে আপনি প্রতিনিয়ত যোগাযোগ রাখতে চান।

সুতরাং, এগুলিই ছিল বাংলালিংকের কল ব্লক করার সকল নিয়ম। আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনারা কল ব্লক করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা চাইলে যে কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবং একটি বিশেষ বিষয় জানিয়ে রাখতে চাই তা হল, উপরে যে কয়টি নিয়ম আমরা আলোচনা করলাম সবগুলি সার্ভিস ই আপনারা বিনা মূল্যে পেয়ে যাবেন। অর্থাৎ এর জন্য আপনাকে কোন চার্জ বা ফি প্রদান করতে হবে না। 

পরবর্তীতে আপনারা যদি ব্লক করা নাম্বার গুলো আনব্লক করতে চান তাহলে প্রতিটি নিয়মের ক্ষেত্রেই একই পদ্ধতি অবলম্বন করলে আনব্লক করার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে যে নাম্বারটি আপনি আনব্লক করতে চান সেটি সিলেক্ট করে দিলেই ব্লক হয়ে যাবে।

আমরা প্রতিটি তথ্য সংগ্রহ করেছি বাংলালিংকের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আমরা সকলেই জানি যে বাংলালিংক তাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত আপডেট করে থাকে। সম্প্রতি তারা তাদের ওয়েবসাইটটি হালনাগাদ করেছে। সেখান থেকে আমরা উপরে উল্লেখিত তথ্যগুলো আপনাদের জন্য সংগ্রহ করেছেন। আশা করছি আপনারা এ থেকে অনেক উপকৃত হবেন। এবং এখন থেকে নিজে নিজেই বাংলালিংক কল ব্লক সার্ভিস টি ব্যবহার করতে পারবেন। যদি আপনি তা করতে পারেন তাহলে এখানে আমাদের সার্থকতা।

আপনাদের যদি আজকের এই পোষ্ট সম্পর্কিত কোন প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্ন জবাব দেয়ার চেষ্টা করব। এছাড়াও বাংলালিংকে অন্যান্য অফার জানতে আমাদের ওয়েবসাইট এর সূচিপত্র থেকে দেখে নিতে পারেন। আর যদি অন্য কোন মোবাইল অপারেটর কোম্পানির অফার সম্পর্কে জানার আগ্রহ হয় তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজ থেকে ঘুরে আসতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যসহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *