জিপির সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হল জিপির সকল সার্ভিস বন্ধ করার কোড 2023 আপনারা যারা গ্রামীনফোনের সিম ব্যবহার করেন, মাঝে মধ্যে আপনাদের ফোনে কিছু অনাকাঙ্ক্ষিত ফোন কল আসে যেগুলো সাধারণত সেবামূলক সার্ভিস হয়ে থাকে।

আপনারা অনেক সময় না বুঝে কিংবা বুঝে ওই সকল সার্ভিস সচল করে ফেলেন। যার ফলশ্রুতিতে আপনাদের জিপি সিমের মূল একাউন্ট থেকে একটি নির্দিষ্ট সময় পরপর টাকা কেটে নেয়া হয়। আপনারা যদি এসমস্ত সেবামূলক সার্ভিসগুলো বন্ধ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের প্রদত্ত নির্দেশনা থেকে জেনে নিন।

Gp তে টাকা কাটা বন্ধ করার নিয়ম

আমরা সকলেই জানি যে গ্রামীণফোন এ দেশের শীর্ষস্থানীয় একটি মোবাইল অপারেটর কোম্পানি। যাদের গ্রাহক সংখ্যা কয়েক কোটি। গ্রাহক সংখ্যার দিক থেকে এদেশে যতগুলো মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে গ্রামীণফোন তাদের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। পাশাপাশি প্রতিদিন অসংখ্য গ্রাহক গ্রামীণফোনের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে।

গ্রামীণফোন তাদের পুরনো গ্রাহক এবং নতুন গ্রাহকদের কে আকৃষ্ট করার জন্য প্রায় প্রতিনিয়তই নিত্যনতুন অফার করে থাকে। তাদের মধ্যে গ্রামীণফোন ইন্টারনেট অফার, গ্রামীণফোন রিচার্জ অফার, গ্রামীণফোন এসএমএস অফার সহ নানান ধরনের অফার সরবরাহ করে থাকে। সাধারনত এই অফার গুলোর পাশাপাশি গ্রামীণফোন কিছু সেবামূলক অফার করে থাকে। যেমন, জিপি ওয়েলকাম টিউন, জিপি কল ব্লক সার্ভিস, জিপি স্পোর্টস নিউজ সার্ভিস, জিপি মিসকল এলার্ট সার্ভিস সহ নানান ধরনের সেবামূলক সার্ভিস প্রদান করে থাকে। গ্রামীণফোন এই অফার গুলো সরবরাহের বিনিময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এবং কিছু নির্দিষ্ট দিনের জন্য ধার্য করে থাকে।

আর যে সমস্ত গ্রাহক এই অফার গুলো জেনে কিংবা না জেনে সচল করে ফেলেন তাদের সিমের মূল একাউন্ট থেকে ওই সার্ভিসের বিনিময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রামীণফোন কেটে নেয়। এবং যতদিন না আপনি এই সার্ভিস গুলো বন্ধ করছেন ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে থাকবে। সাধারণত এই অফার গুলো এসএমএস কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমে করা হয়ে থাকে।

আপনি যদি কোন এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত যে কোনো সেবামূলক অফারের রিপ্লে করে থাকেন তখনই এই প্যাকেজটি একটিভ হয়। এবং টাকা কেটে নেওয়া হয়। একটা সময় আসে যখন এ সার্ভিসগুলো ব্যবহার করতেই গ্রাহকদের কার ভালো লাগেনা। অথবা যারা ভূলবশতঃ এই সার্ভিসগুলো একটিভ করে ফেলেছেন তারা ওই টাকা কেটে নেওয়ার ধরুন বেশ বিড়ম্বনার মুখোমুখি হয়ে থাকেন। তাই আপনাদের জন্য এই সমস্ত সার্ভিস গুলি বন্ধ করার যাবতীয় নিয়ম সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব।

আপনি কি একজন গ্রামীন সিমের গ্রাহক? আপনার ফোনে কি গ্রামীণফোনের বিভিন্ন সেবামূলক সার্ভিস সজাগ হয়ে গিয়েছে? এই সমস্ত সার্ভিসের জন্য আপনার ফোনে কি মাঝেমধ্যেই টাকা কেটে নেয়া হয়? আপনি কি এই সার্ভিস সমূহ বন্ধ করার উপায় সমূহ খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই অবস্থান করছেন এবং এই পোস্টটি আপনারই জন্য।

আপনারা যদি আমাদের আজকের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়েন তাহলে গ্রামীণফোনের সকল ধরনের সেবামূলক সার্ভিস বন্ধ করার উপায় সম্পর্কে জানতে পারবেন। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। নিম্নে আমরা এ সকল সার্ভিস বন্ধ করার নিয়ম সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই।

জিপি ওয়েলকাম টিউন বন্ধ করার নিয়ম

আপনাদের ফোনে অনেক সময় একটি ফোন কল আসে যেখানে আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনানো হয় এবং আপনাদেরকে বলা হবে যদি এই গানটি আপনি আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চাই হবে 1 চাপুন। এবং বলা হয় যে তিন দিন বিনামূল্যে সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো না বুঝে ওয়েলকাম টিউন টি সেট করে ফেলেছেন কিংবা জেনেশুনেই ওয়েলকাম টিউন সেট করে ফেলেছেন। কিন্তু কিছুদিন পর দেখতে পাচ্ছেন যে আপনি যে ফোন থেকে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হচ্ছে প্রতিনিয়ত। এবং এতে হয়তো আপনি অনেক বিরক্ত। এখন আপনি হয়তো খোঁজাখুঁজি করছেন যে কিভাবে এটি বন্ধ করা যায়। সেটি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি।

এ জন্য আপনাকে প্রথমে আপনাদের ফোনের এসএমএস অপশনে যেতে হবে। এরপর সেখানে গিয়ে টাইপ করবেন stop এরপর এই মেসেজটি পাঠিয়ে দেবেন 4000 নাম্বারে। সাথে সাথেই তৃপ্লে মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে যে আপনার ওয়েলকাম টিউন সার্ভিসটি বন্ধ করা হয়েছে।

জিপি কল ব্লক সার্ভিস বন্ধ করার নিয়ম

আপনি হয়তো বিভিন্ন ধরনের বিরক্তিকর কলারদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জিপি কল ব্লক সার্ভিস সজল করেছিলেন। কিন্তু অনেক দিন ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোন থেকে প্রতিনিয়তই টাকা কেটে নেয়া হচ্ছে। আপনারা যদি জিপি কল ব্লক সার্ভিস টি বন্ধ করতে চান তাহলে আপনি যে ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করবেন stop CB এবং মেসেজটি পাঠিয়ে দেবেন 5678 এই নাম্বারে। এর সাথে সাথেই আপনাদেরকে একটি রিপ্লে মেসেজ এর মাধ্যমে গ্রামীণফোন থেকে জানিয়ে দেয়া হবে যে, আপনার জিপি কল ব্লক সার্ভিস বন্ধ করা হয়েছে।

জিপি স্পোর্টস নিউজ সার্ভিস বন্ধ করার নিয়ম

আপনি হয়তো অনেক ব্যস্ত একজন মানুষ। বিভিন্ন ব্যস্ততার কারণে আপনার হয়তো নিয়মিত টেলিভিশন এর সামনে বসা হয়না। কিন্তু হয়তো আপনি একজন খেলাধুলা প্রিয় মানুষ। যার কারণে দেশবিদেশের বিভিন্ন ধরনের খেলার সংবাদ জানার জন্য হয়তো আপনি জিপি স্পোর্টস নিউজ সার্ভিসটি সচল করে নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে এসে এই সার্ভিসটি আর এখন ব্যবহার করতে চাইছেন না। কিন্তু এই সার্ভিসটি বন্ধ করার উপায় সম্পর্কে না জানার কারণে আপনার ফোন থেকে প্রতিনিয়তই টাকা কেটে নেয়া হচ্ছে। তাই আপনাদের সুবিধার্থে এই সার্ভিসটি বন্ধ করার নিয়ম জানিয়ে দিচ্ছি।

এজন্য আপনাকে যা করতে হবে তা হল, প্রথমে আপনি আপনার ফোনের এসএমএস অপশনে যাবেন। সেখানে গিয়ে টাইপ করবেন Stop SN এবং এই মেসেজটি পাঠিয়ে দিবেন 2002 নাম্বারে। সাথে সাথেই আপনার জিপি স্পোর্টস নিউজ সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

জিপি মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার নিয়ম

আপনারা অনেক সময় ব্যস্ততার কারণে ফোন বন্ধ রেখে দেন। তখন যদি আপনাকে কেউ ফোন করে তাহলে আপনাকে ফোনে পাবেনা কারণ আপনার ফোন বন্ধ। অথবা অনেক সময় আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাই। বা এক সময় আমাদের ফোনে নেটওয়ার্ক থাকে না। এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ কল করে তাহলে আমাদেরকে খুঁজে পাবেনা। কিন্তু তা সত্ত্বেও আমরা চাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে এবং জানতে চাই কেউ আমাকে কল করেছিল কিনা। সাধারণত যে সমস্ত ক্ষেত্রে আমরা মিসকল এলার্ট সার্ভিস ব্যবহার করি।

কিন্তু এই সার্ভিসের বিনিময় আমাদের প্রতিনিয়ত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হয়। যা অনেক সময় আমাদের সাধ্যের মধ্যে থাকে না। সাধ্যের মধ্যে থাকা বলতে আমরা বুঝিয়েছি যে আমরা অনাকাঙ্ক্ষিত খরচ থেকে মুক্ত থাকতে চাই। তাই এই সমস্ত ক্ষেত্রে এই সার্ভিস গুলো বন্ধ করার নিয়ম সম্পর্কে যা জানা জরুরি। আপনাদের সুবিধার্থে এই নিয়মটি এখন বলে দিচ্ছি।

এজন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে টাইপ করবেন stop MCAS এরপর মেসেজটি পাঠিয়ে দিবেন 6202 নাম্বারে। সাথে সাথেই জিপি মিসকল এলার্ট সার্ভিসটি বন্ধ হয়ে যাবে এবং একটি রিপ্লে মেসেজ এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে যে, সার্ভিসটি বন্ধ করা হয়েছে।

গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম

উপরে আমরা যে কয়টি সার্ভিস সম্পর্কে আলোচনা করেছি এর বাহিরেও আরো অসংখ্য সেবামূলক সার্ভিস রয়েছে যা অনেক সময় আপনারা হয়তো নির্ণয় করতে পারেন না যে কোন সার্ভিসটি আপনার সিমে সচল রয়েছে। কিন্তু যে সার্ভিসটি সচল থাকুক না কেন টাকা কিন্তু আপনাদের সিম থেকে কেটে নেয়া হয়। তাই আপনারা যারা নির্ণয় করতে পারছেন না যে নির্দিষ্ট কোন সার্ভিস আপনার সিমে সচল রয়েছে তাদের জন্য সবচাইতে উত্তম একটি পদ্ধতি আপনাদেরকে এখন জানিয়ে দেবো।

এ জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের এসএমএস অপশনে যেতে হবে। এরপর সেখানে গিয়ে টাইপ করবেন stop এবং এই মেসেজটি পাঠিয়ে দেবেন 2332 এই নাম্বারে। এটি ডায়াল করার সাথে সাথে যত ধরনের গ্রামীণফোনের সেবামূলক সার্ভিস সচল থাকবে তা সবগুলো বন্ধ হয়ে যাবে। এবং আপনাদেরকে রিপ্লাই মেসেজ এর মাধ্যমে গ্রামীণফোন জানিয়ে দেবে যে সকল ধরনের সেবা মূলক সার্ভিস বন্ধ করে দেয়া হলো।

সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে আমরা গ্রামীণফোনের সকল ধরনের টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার নিয়ম সম্পর্কে জেনে গেলাম। আশা করছি পোস্টটি আপনাদের ভাল লেগেছে। এরকম তথ্যনির্ভর আর্টিকেল পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুনএবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *