নগদ একাউন্টের সুবিধা ২০২৩

প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব নগদ একাউন্টের সুবিধা 2023 সম্পর্কে। আপনারা যারা নগদ একাউন্ট ব্যবহার করেন তারা আজকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে নগদ একাউন্টের সুবিধা সম্পর্কে জেনে নিতে পারবেন।

নগদ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। এদেশে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা সর্বপ্রথম প্রচলন শুরু করে বিকাশ। বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা প্রায় 5 কোটি। কিন্তু নগদ গ্রাহক সংখ্যার দিক থেকে বিকাশ এর তুলনায় অনেক পিছিয়ে। কারণ নগদ তাদের কার্যক্রম শুরু করে 2018 সালের নভেম্বর মাসে। তাই তারা বিকাশের থেকে অনেক পিছিয়ে।

কিন্তু পিছিয়ে থাকলেও নগদ অতি অল্প সময়ের ব্যবধানে সবার আস্থা অর্জন করতে পেরেছে। প্রথমত নগদ হল বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। নগদ বাংলাদেশের ডাক বিভাগ কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। যা নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বারা। আর যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান তাই এর সুযোগ সুবিধা ও খরচ তুলনামূলকভাবে সবার থেকে অনেক কম।

এদেশে অনেকগুলো মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে যেমনবিকাশ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, ইউপে সহ অনেকগুলো প্রতিষ্ঠান এই মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এদের মধ্যে বর্তমানে নগদ অন্যতম একটি প্রতিষ্ঠান। পাশাপাশি সুযোগসুবিধার দিক থেকে নগদ সবার থেকে এগিয়ে।

আপনি কি একজন নগদ একাউন্ট ব্যবহারকারী? আপনি কি নগদ একাউন্টের নানা সুযোগসুবিধা সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। কেননা আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করব নগদ একাউন্ট এর সুবিধা 2023 সম্পর্কে। আপনারা যদি আমাদের আজকের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে নগদ একাউন্ট 2023 এর সুযোগ সুবিধা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন। আশা করছি আপনারা আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং আমাদের পাশে থাকবেন।

নগদ একাউন্টের সুবিধা সমূহ

নগদ অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মতই একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। যা দিয়ে আপনি দেশের মধ্যে যেকোনো প্রান্তে নিমিষেই আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। মূলত আমরা মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করি সর্বপ্রথম আর্থিক লেনদেন করার জন্যই। আর্থিক লেনদেন করার পাশাপাশি নগদ গ্রাহকদের জন্য বেশকিছু অফার সরবরাহ করেছে। নিম্নে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে থাকব। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন।

সহজে নগদ একাউন্ট খুলুন

নগদে একাউন্ট খুলতে হবে কোন প্রকার কাগজপত্র বা কোন প্রকার বিড়ম্বনায় পড়তে হয় না। আপনারা একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্ট নিজে নিজেই খুলতে পারবেন। কোড নাম্বারটি হল *167#. সাধারণ এই কোড নম্বরটি ডায়াল করেই আপনি আপনার নগদ একাউন্ট খুলে নিতে পারবেন।

আর যদি আপনারা কোন ভাবে এটি খুলতে না পারেন তাহলে আপনাদের নিকটস্থ কোন নগদ উদ্যোক্তা পয়েন্টে যোগাযোগ করে যদি আপনারা বলেন যে আপনি একটি নগদ একাউন্ট খুলতে চান তাহলে তারাই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে সহায়তা করবে। এক্ষেত্রে আপনাদের কোন চার্জ কিংবা কোন প্রকার কাগজপত্র লাগবে না।

নগদ ক্যাশইন চার্জ কত

নগদে ক্যাশ ইন করতে কোন চার্জ লাগে না। আপনারা যদি কোন রিচার্জ পয়েন্টে কিংবা কোন নগদ উদ্যোক্তা পয়েন্টে যোগাযোগ করেন তাহলে আপনারা বিনামূল্যে আপনাদের নগদ একাউন্টে টাকা ক্যাশ ইন করতে পারবেন।

নগদ ক্যাশ আউট চার্জ কত

নগদে ক্যাশ আউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থার চাইতে অনেক কম। আমরা কমবেশি সকলেই জানি যে বিকাশ হাজারে 20 টাকা চার্জ ধার্য করে থাকে। কিন্তু আপনারা যদি নগদ একাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে আপনাদের চার্জ পড়বে 9 টাকা 99 পয়সা। সাথে এক টাকা 49 পয়সা ভ্যাট সংযুক্ত হবে। সব মিলিয়ে ক্যাশ আউট করতে প্রতি হাজারে আপনাদের খরচ পড়বে 11 টাকা আটচল্লিশ পয়সা। যেখানে অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থার ক্যাশ আউট খরচ এর চাইতে প্রায় অর্ধেক কম।

তবে এখানে উল্লেখ্য যে, শুধুমাত্র নগদ অ্যাপস ব্যবহার করেই আপনারা 11 টাকা আটচল্লিশ পয়সা রেটে ক্যাশ আউট করতে পারবেন। কিন্তু আপনারা যদি ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করেন অর্থাৎ আপনারা যদি *247# এই কোড নাম্বারটি ডায়াল করে ক্যাশ আউট করেন তাহলে আপনাদের খরচ একটু বেশি পড়বে। এই মাধ্যমে আপনাদের ক্যাশ আউট খরচ গিয়ে দাঁড়াবে 14 টাকা 94 পয়সার মত বা প্রায় 15 টাকা। তবে আপনাদের প্রতি আমাদের পরামর্শ আপনারা অ্যাপস ব্যবহার করে ক্যাশ আউট করবেন। তাতে খরচ কিছুটা কম হবে।

নগদ অ্যাড মানি সুবিধা

অ্যাড মানি বলতে আমরা বুঝিয়েছি যে আপনি চাইলে যেকোনো ব্যাংক একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আপনি আপনার নগদ একাউন্টে স্থানান্তর করতে পারবেন। এ ব্যবস্থাপনা টি অনেকেরই অজানা। কারণ এই পদ্ধতিটি সম্প্রতি নগদ তাদের সেবার সঙ্গে যুক্ত করেছে। তাই এক্ষেত্রে আমরা বলব নগদের এই মহৎ উদ্যোগ টি নগদ একাউন্ট ব্যবহারকারীকে এক ধাপ এগিয়ে রেখেছে।

রিচার্জ সুবিধা

অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মত নগদ ও রিচার্জ সুবিধা তাদের সেবার সাথে সংযুক্ত করেছে। আপনারা চাইলে যেকোনো নাম্বার এ যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে আপনাদের নগদ একাউন্টের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। নগদ একাউন্ট দিয়ে মোবাইলে রিচার্জ সম্পূর্ণ ফ্রি। এক সময় ছিল যখন আমাদেরকে আমাদের ফোনে রিচার্জ করার জন্য কোন রিচার্জ পয়েন্ট এর শরণাপন্ন হতে হতো। কিন্তু এই সেবাটির মাধ্যমে আমরা এখন ঘরে বসেই নিজেদের নাম্বারে বিনামূল্যে রিচার্জ করতে পারি।

নগদ একাউন্টে মুনাফা

মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনায় নগদ একমাত্র প্রতিষ্ঠান যারা নাকি একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার বিনিময় মুনাফা প্রদান করে থাকে। আপনি যদি আপনার নগদ একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখেন তাহলে নগদ কর্তৃপক্ষ আপনাকে প্রতি মাসিক হারে বছর শেষে গিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকছ মুনাফা হিসাবে প্রদান করবে।

আপনি যদি আপনার নগদ একাউন্টে 5000 টাকার উপরে রাখেন তাহলে 6 পার্সেন্ট মুনাফা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি 1000 থেকে 5000 টাকার মধ্যে কোন অ্যামাউন্ট আপনাদের নগদ একাউন্টে জমা রাখেন তাহলে তারা আপনাদেরকে 4 পারসেন্ট হারে মুনাফা প্রদান করবে। তবে শূন্য থেকে 1000 টাকা যদি আপনি আপনার নগদ একাউন্টে জমা রাখেন তবে এর বিনিময়ে আপনি কোন মুনাফা পাবেন না।

আপনার নগদ একাউন্ট টি মুনাফার আওতায় আনবেন কি আনবেন না তা নির্ভর করবে প্রথমে যখন আপনি নগদ একাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার সময় একটি অপশন আসে যে আপনি কি আপনার একাউন্টে মুনাফা লাভের পদ্ধতি চালু করতে চান কিনা।?

নগদে বিল পেমেন্ট সুবিধা

আপনি আপনার নগদ একাউন্ট দিয়ে নানান ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। যেমনগ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল সহ নানান ধরনের বিল আপনারা প্রদান করতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় কেনাকাটা করে তার বিল ও প্রদান করতে পারবেন।

নগদে ক্যাশব্যাক সুবিধা

নগদ কর্তৃপক্ষ মাঝেমধ্যে ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। ক্যাশব্যাক অফার বলতে আমরা বুঝিয়েছি যে কোন কিছু কেনার বিনিময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদেরকে পুনরায় ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা কে। এই ক্যাশব্যাক অফার গুলো সাধারণত বিভিন্ন ধরনের বান্ডেল অফার ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন রবি মোবাইল অপারেটর কোম্পানি কয়েকটি বান্ডেল অফার হয়েছে যেটি কিনলে আপনারা ইনস্ট্যান্ট 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা নগদ একাউন্টের অফার 2023 সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম। আশা করছি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তথ্য প্রযুক্তি সংক্রান্ত নতুন নতুন অফার জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *