Sonali Bank DPS ২০২৩ সোনালী ব্যাংক ডিপিএস সম্পর্কে জেনে নিন

আদিম যুগ থেকেই মানুষের ভেতরে একটি জিনিস কাজ করে সেটি হল তার সম্পদ সংরক্ষণ করা যাতে তারা ভবিষ্যতে এ সম্পদ ব্যবহার করতে পারে। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানে বেশ কিছু পদ্ধতি এসেছে অর্থ এবং ধন সম্পদ সংরক্ষণ করার। ব্যাংক ব্যবস্থাপনা তার মধ্যে অন্যতম।

আপনি যদি আপনার অর্থসম্পদ ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করতে চান তাহলে বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে সেই অর্থ সম্পদ সংরক্ষণ করার। সবার সুপরিচিত একটি পদ্ধতি হলো ডিপিএস সিস্টেম। এটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে একজন সম্পদ অধিকারী ইচ্ছে করলেই ব্যাংকে তার অর্থ জমা করতে পারে কিস্তি আকারে। এ ডিপিএস সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে আজকে আমরা হাজির হয়েছি।

সোনালী ব্যাংক আমাদের মাঝে অত্যন্ত সুপরিচিত একটি ব্যাংক। সরকারি যে ব্যাংক গুলো রয়েছে তার মধ্যে সোনালী ব্যাংক অত্যন্ত ভালো মানের ব্যাংক এবং তারা ভালো সার্ভিস প্রদানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছে। সোনালী ব্যাংকের রয়েছে বিভিন্ন ধরনের ডিপিএস সিস্টেম। আমরা আমাদের আজকের এই পোষ্ট জুড়ে সোনালী ব্যাংকের সকল ধরনের জিপিএস সিস্টেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

সোনালী ব্যাংক ডিপিএস কতদিনের জন্য খোলা যাবে

সোনালী ব্যাংক ডিপিএস সিস্টেম এর বিভিন্ন সময় সীমা রয়েছে। আমরা সকলেই এক রকম যেমন নয় তেমন আমাদের সকলের আর্থিক অবস্থা একরকম নয়। অনেকেই মনে করেন ডিপিএস শুধুমাত্র যাদের আর্থিক অবস্থা ভাল তারাই করতে পারেন যাদের আর্থিক অবস্থা মাঝারি তারাই ডিপিএস সিস্টেম করতে পারবেন না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল সকল গ্রাহকদের কথা চিন্তা করে সোনালী ব্যাংক নিয়ে এসেছে বিভিন্ন মেয়াদী ডিপিএস সিস্টেম।

ডিপিএস সিস্টেমগুলোর সময়ের মধ্যে রয়েছে সর্বনিম্ন তিন বছর এর ডিপিএস। এছাড়াও 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 15, 20 বছর মেয়াদি বিভিন্ন ডিপিএস সিস্টেম রয়েছে। আপনি কোন ডিপিএস সিস্টেমটি গ্রহণ করতে চাচ্ছেন সেটা আপনাকে নিজেই করতে হবে। তবে বলাবাহুল্য যে আপনি যত দীর্ঘ করতে পারবেন আপনার ডিপিএস এর মেয়াদ আপনি ততো বেশি লাভবান হবেন।

সোনালী ব্যাংক ডিপিএস সিস্টেম গুলো

আমরা সকলেই কিছু মুনাফা অর্জনের উদ্দেশ্যে টাকা সংরক্ষণ করি এবং কষ্ট করে উপার্জন করা টাকাগুলো একসঙ্গে যখন হাতে পায় তখন অনেকটা আনন্দিতে হয়। সোনালী ব্যাংকে আপনি কোন মেয়াদে ডিপিএস করলে কী পরিমাণ অর্থ আপনি ফেরত পাবেন বা এসকল বিস্তারিত তথ্য নিয়ে এখন আমরা আলোচনা করব।

সকলের চিন্তাভাবনা আলাদা এবং সকলে আর্থিক অবস্থায় আলাদা। সব দিক চিন্তা করে সোনালী ব্যাংক সকল গ্রাহকদের ওপর জিপিএস করার জন্য বেশ কিছু সুবিধা দিয়েছে। এখন আমরা আলোচনা করব আপনি কোন বছর মেয়াদী মাসিক কত টাকা কিস্তিতে ডিপিএস করলে কত টাকা পাবেন। এই বিষয়টি আমরা অনেকেই বুঝতে পারি না এবং না জানার কারণে অনেকে সাহস করে ডিপিএস করতে পারিনা। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব।

নিচে আমরা যে হিসাব আপনাদের সামনে তুলে ধরব সেই হিসেব হলো লাখোপতি হিসেব। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকা জমা করতে চান তাহলে বিভিন্ন মেয়াদে আপনাকে কি পরিমান কিস্তি দিতে হবে এবং সেখান থেকে আপনি কি পরিমান মুনাফাসহ 10 লক্ষ টাকার অধিক অর্জন করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের জানাব। এখানে আমরা শুধুমাত্র একটি লক্ষ্য কে কেন্দ্র করে তথ্য দিচ্ছি আপনারা অন্যান্য তথ্য গুলো আমাদের ওয়েবসাইটে অন্য পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন।

আপনি যদি 3 বছর মেয়াদে মেয়াদে ডিপিএস করেন তাহলে আপনাকে মুনাফা দেয়া হবে 11.5% চক্রবৃদ্ধি হারে। এখানে মাসিক কিস্তি হিসাবে আপনি যদি 23 হাজার 400 টাকা করে জমা করেন তাহলে আপনি সর্বমোট 3 বছরে 842,400 টাকা। এই হিসেব করে আপনি ব্যাংক কর্তৃক মুনাফা পাবেন 1 লক্ষ 59 হাজার 329 টাকা। সর্বমোট আপনি মুনাফা এবং আসল সহ ফেরত পাবেন 10 লক্ষ 1729 টাকা।

যারা 4 বছর মেয়াদি ডিপিএস করবেন তারা একই হারে মুনাফা পাবেন। আপনি যদি 4 বছর উদ্দেশ্য করে মাসিক 16550 টাকা জমা রাখেন তাহলে আপনার সর্বমোট জমা হবে 7 লাখ 94 হাজার 400 টাকা। ব্যাংক আপনাকে মুনাফা দিবে দুই লাখ ছয় হাজার 535 টাকা। সর্বশেষে আপনি আসল এবং মুনাফাসহ ফেরত পাবেন 10 লক্ষ 935 টাকা।

আপনারা যারা 5 বছর মেয়াদের ডিপিএস করবেন বলে ভাবছেন তারা যদি মাসিক কিস্তি হিসেবে 12475 টাকা জমা রাখেন তাহলে আপনাদের 5 বছরে সর্বমোট জমার পরিমাণ হবে 7 লাখ 48 হাজার 500 টাকা। আপনারা এখান থেকে ব্যাংক কর্তৃক মুনাফা পাবেন 2 লাখ 51 হাজার 772 টাকা। পাঁচ বছর পরে মুনাফা এবং আসল সহ আপনি বের করতে পাবেন 10 লাখ 272 টাকা।

যারা 6 বছর মেয়াদের জন্য জিপিএস করবেন তারা 10 লক্ষ টাকা জমাতে চাইলে মাসিক কিস্তি প্রদান করবেন 9800 টাকা। এর ফলে 6 বছরে সর্বমোট আপনার জমার পরিমাণ হবে 7 লাখ 5 হাজার 600 টাকা। সর্বমোট ব্যাংক কর্তৃক মুনাফা প্রদান হবে দুই লাখ 95 হাজার 475 টাকা। সব মিলিয়ে আপনি 6 বছর পরে টাকা পাবেন 10 লক্ষ এক হাজার 75 টাকা।

7 বছর মেয়াদের যে জিপিএস সিস্টেম রয়েছে সেখানে আপনাকে প্রতিমাসে 7900 টাকা করে কিস্তি দিতে হবে। এই কিস্তি অনুযায়ী আপনি 7 বছরে মোট জমা করবেন 6 লাখ 63 হাজার 600 টাকা। ব্যাংক আপনাকে 7 বছরের সর্ব মোট মুনাফা প্রদান করবে তিন লাখ 36 হাজার 898 টাকা। এখান থেকে আপনি 7 বছর পরে সর্বমোট ফেরত পাবেন 10 লাখ 495 টাকা।

8 বছর মেয়াদী ডিপিএস সিস্টেম রয়েছে সেখানে আপনাকে মাসিক কিস্তি প্রদান করতে হবে 6500 টাকা। 6500 টাকা করে মাসিক কিস্তি প্রদান করলে 8 বছরে সর্বমোট আপনাকে প্রদান করতে হবে 6 লাখ চব্বিশ হাজার টাকা। ব্যাংক আপনাকে মনে হয় প্রদান করবে তিন লক্ষ 76 হাজার 721 টাকা। আপনি সর্বমোট আট বছর শেষে টাকা পাবেন 10 লক্ষ 721 টাকা।

যারা 9 বছর মেয়াদের ডিপিএস করতে পারবেন তাদের মাসিক কিস্তি হিসেবে প্রদান করতে হবে 5 হাজার 450 টাকা। এই হিসেবে 9 বছরে সর্বমোট আপনি প্রদান করতে পারবেন 5 লাখ 88 হাজার 600 টাকা। ব্যাংক আপনাকে মুনাফা প্রদান করবে 4 লাখ 16432 টাকা। নয় বছর পরে মুনাফা এবং আসল সহ আপনি ফেরত পাবেন 10 লক্ষ 5 হাজার বত্রিশ টাকা।

10 বছরের জন্য 10 লাখের জিপিএস সিস্টেম রয়েছে সেখানে আপনাকে মাসিক কিস্তি প্রদান করতে হবে 4580 টাকা। এই অনুযায়ী আপনার প্রিন্সিপাল জমার পরিমাণ হবে 5 লক্ষ 49 হাজার 600 টাকা। ব্যাংক আপনাকে মুনাফা প্রদান করবে চার লক্ষ 50 হাজার 508 টাকা। মুনাফা আসলে সর্বশেষে আপনি পাবেন 10 লক্ষ 108 টাকা।

12 বছরের যেই ডিপিএস সিস্টেম রয়েছে সেখানে মাসিক কিস্তি 3335 টাকা এবং আপনার প্রিন্সিপাল জমার পরিমাণ হবে 4 লাখ 83 হাজার 120 টাকা। ব্যাংক কর্তৃক মুনাফা প্রদান হবে পাঁচ লাখ 18 হাজার 135 টাকা এবং সর্বশেষে আপনি পাবেন 10 লক্ষ 1255 টাকা।

যারা 15 বছরের এই ডিপিএস করতে চান তার মাসিক কিস্তি হবে 2195 টাকা এবং সেই অনুপাতে প্রিন্সিপাল জমার পরিমাণ হবে তিন লক্ষ 95 হাজার 100 টাকা। ব্যাংক কর্তৃক মুনাফা প্রদান হবে 6 লাখ ছয় হাজার 919 টাকা। সর্বশেষ আপনি পাবেন 10 লক্ষ 2 হাজার হাজার 19 টাকা।

যারা 20 বছরের দীর্ঘ মেয়াদী ডিপিএস করতে চাচ্ছেন তার মাসিক কিস্তি হবে এক হাজার 115 টাকা। সেই অনুপাতে প্রিন্সিপাল জমার পরিমাণ হবে দুই লাখ 77 হাজার 200 টাকা এবং ব্যাক করতেন মুনাফা প্রদান হবে 7 লাখ 24 হাজার 64 টাকা। সর্বমোট আপনি পাবেন 10 লক্ষ 1263 টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *