উপবৃত্তির টাকা তোলার নিয়ম ২০২৩ নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব উপবৃত্তির টাকা তোলার নিয়ম সম্পর্কে। আপনারা যারা উপবৃত্তির টাকা পেয়েছেন কিন্তু উপবৃত্তির টাকা তোলার নিয়ম সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন।

বর্তমানে উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিকট পৌঁছে দেয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ডিজিটাল যুগে পদার্পণ করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী প্রক্রিয়া। এর মাধ্যমে বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যার ফলে ছাত্রছাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই তাদের নিজস্ব একাউন্টে উপবৃত্তির টাকা বুঝে নিতে পারছে।

তবে অনেকেই জানেন না যে কিভাবে উপবৃত্তির টাকা সংগ্রহ করতে হয়। উপবৃত্তির টাকা পেতে হলে আপনাকে অবশ্যই একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনারা যারা নগদ একাউন্ট খুলতে জানেন না তারা চাইলে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র থেকে দেখে নিতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা উপবৃত্তির টাকা পেয়েছেন কিন্তু এই টাকা কিভাবে তুলতে হয় সে সম্পর্কে জানেন না। মূলত আমরা আজকের এই আয়োজন টি সাজিয়েছি তাদেরই জন্য।

আপনি কি উপবৃত্তির টাকা পেয়েছেন? আপনি কি উপবৃত্তির টাকা তুলতে পারছেন না? কিভাবে উপবৃত্তির টাকা তুলতে হয় আপনি কি সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আমরা বলব আপনি ঠিক জায়গাতেই অবস্থান করছেন। কেননা আজকের এই পোস্টে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে নগদ একাউন্টের মাধ্যমে উপবৃত্তির টাকা তুলতে হয়।

আপনারা যদি আমাদের আজকের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে তোলার নিয়ম সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানতে পারবেন। আশা করছি আপনারা আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন এবং পুরো সময়টা জুড়ে আমাদের পাশে থাকবেন।

প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা

বাংলাদেশ সরকার এদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তির টাকা বরাদ্দ করেছে। এদেশের সরকার চায় যেন প্রতিটি শিশুই শিক্ষাব্যবস্থার আওতায় থাকুক। সে লক্ষ্য কে সামনে রেখে সরকার প্রতিবছরই বিনামূল্যে শিক্ষার্থীদের কে বই বিতরণ করে পাশাপাশি তারা যেন তাদের পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর অন্তর কিছু টাকা শিক্ষার্থীদের একাউন্টে দিয়ে দেওয়া হয়। যেন তাদের পড়াশোনা কোন ব্যাঘাত সৃষ্টি না হয়। 

একসময় এই উপবৃত্তির টাকা হাতে হাতে দিয়ে দেওয়া হতো। কিন্তু এক্ষেত্রে শিক্ষার্থীদের কে নানা ধরনের বিরম্বনার শিকার হতে হতো। কোনভাবে যদি কোন শিক্ষার্থী সময় মত সেই টাকা নেওয়ার জন্য বিদ্যালয় এ উপস্থিত হতে না পারতো তাহলে অনেক সময় দেখা যেতে যে সেই টাকা পাওয়া থেকে তারা বঞ্চিত হয়ে যেত। আবার অনেক সময় দেখা যেত যে অনেক শিক্ষার্থী জানতোই না যে সে উপবৃত্তির টাকা সরকারের কাছ থেকে পেয়েছে। এই না জানার কারণে অনেক সময় ওই শিক্ষার্থী উক্ত উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হত।

কিন্তু বর্তমান সরকার মহৎ একটি উদ্যোগ হাতে নিয়েছে। এখন প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক কে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে এবং সেই মোবাইল নাম্বারে নগদের একটি অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। যাতে করে কোন শিক্ষার্থী সরকারের দেয়া উপবৃত্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয়। বাংলাদেশ সরকার প্রতি তিন মাস পর পর সেই নাম্বারে নির্ধারিত উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করে থাকে। এখন অনেকেই আছেন যারা টাকা পাওয়ার পর এ টাকা উত্তোলন কিভাবে করতে হয় তা সম্পর্কে জানেন না। আমাদের পোস্টের নিচের দিকে গেলে তার নিয়ম সম্পর্কে পরিপূর্ণভাবে বর্ণনা করা আছে। তাই আমরা বলব ধৈর্য সহকারে আলোচনাটি পড়তে থাকুন।

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা তোলার উপায়

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা তুলতে হলে অবশ্যই আপনাকে একটি সক্রিয় মোবাইল ফোন এভেলেবেল রাখতে হবে এবং অবশ্যই একটি নগদ একাউন্ট খুলে রাখতে হবে। খেয়াল রাখতে হবে সেই একাউন্টটি যেন সচল থাকে। এখন যখন আপনার একটি সক্রিয় মোবাইল রয়েছে এবং তাতে একটি নগদ একাউন্ট খোলা আছে এখানে বাংলাদেশ সরকারের প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাদের এইসব প্রিয় মোবাইল নাম্বারে উপবৃত্তির টাকা পাঠিয়ে দেবে। এখন কিভাবে এই টাকা উত্তোলন করবেন সে সম্পর্কে আপনাদেরকে বলবো।

নগদ থেকে টাকা উত্তোলন করার নিয়ম

আমরা পূর্বেই আপনাদের কে জানিয়েছি যে বাংলাদেশ সরকার উপবৃত্তির টাকা নগদ একাউন্টে প্রদান করে থাকে। বাংলাদেশ সরকার প্রতি বছরে যে বাজেট এদেশের জন্য পেশ করে তারমধ্যে একটি অংশ তারা এদেশের গরিব শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য বরাদ্দ রেখে দেয়। আর একটি নির্দিষ্ট সময় পরপর সে টাকাগুলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে পাঠিয়ে দেয়া হয়।

আপনি যদি নিশ্চিত হয়ে যান যে আপনার মোবাইলে উপবৃত্তির টাকা চলে এসেছে তাহলে সেই টাকা উত্তোলন করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে আপনি আপনার নিকটস্থ নগদ এজেন্ট পয়েন্টে মান।
  • সেখানে গিয়ে ওই এজেন্ট প্রতিনিধিকে আপনি বলুন যে উপবৃত্তির টাকা ক্যাশ আউট করতে চান।
  • তিনি আপনাকে তাদের একটি এজেন্ট নাম্বার দিয়ে দেবে এবং বলবে এই নাম্বারে ক্যাশ আউট করুন।
  • এরপর আপনি আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান।
  • ডায়াল অপশনে গিয়ে *167# এই ইউএসএসডি কোড নাম্বারটি ডায়াল করুন।
  • কোড নাম্বারটি ডায়াল করার পর আপনাদের ফোনের ডিসপ্লে তে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ক্যাশ আউট অপশনটি নির্বাচন করুন। অর্থাৎ ক্যাশ আউট অপশনে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি টাইপ করে রিপ্লাই করে দিন।
  • এবার আপনাদেরকে আরো দুটি অপশন দেখানো হবে তারমধ্যে এজেন্ট যে অপশনটি থাকবে তার সিরিয়াল নাম্বারটি টাইপ করে রিপ্লাই করে দিন।
  • এরপর আপনাদেরকে এজেন্ট এর মোবাইল নাম্বার দিতে বলবে। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে ওই এজেন্ট প্রতিনিধির মোবাইল নাম্বারটি টাইপ করে দিন এবং রিপ্লাই করে দিন। একটি বিষয় মনে রাখবেন যে এই এজেন্টের নাম্বার যেন কোনভাবে আপনারা ভুল না দেন। যদি আপনারা নাম্বার টাইপ করতে কোন প্রকার ভুল করেন তাহলে ভুল কোন নাম্বারে টাকা চলে যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকবেন।
  • এরপর যে পরিমাণ টাকা আপনি ক্যাশ আউট করতে চান তার পরিমাণ দিতে বলবে। আপনারা তা দিন এবং রিপ্লাই করে দিন।
  • এবার আপনাদেরকে আপনাদের গোপন পিন নাম্বার দিতে বলবে। আপনারা এই পিন নাম্বারটি নির্ভুলভাবে প্রদান করুন এবং রিপ্লাই করে দিন।
  • ফিরতি এসএমএস এর জন্য অপেক্ষা করুন।

কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা নগদ কর্তৃপক্ষের মাধ্যমে একটি ফিরতি এসএমএস পাবেন যাতে লেখা থাকবে আপনি সফলভাবে ক্যাশ আউট সম্পন্ন করেছেন। এখন আপনি আপনার টাকা ওই এজেন্ট প্রতিনিধির কাছ থেকে বুঝে নিন।

শেষ কথা

উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে পাওয়া যায় এবং উত্তোলন করা যায়। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভালোভাবে শিখে নিয়েছেন। এখন থেকে আর উপবৃত্তির টাকা উত্তোলন করার জন্য অন্য কারো শরণাপন্ন হতে হবে না। আপনারা নিজে নিজেই তা করতে পারবেন।

আপনাদের যদি আমাদের আজকের এই পোস্ট সম্পর্কে আরো কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অথবা এ বিষয়ে যদি কোন মন্তব্য থাকে তাহলে তাও আপনারা কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। আপনাদের যদি নগদ একাউন্ট সংক্রান্ত কোন বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র থেকে দেখে নিতে পারেন।

শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এই আয়োজন টি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তথ্য প্রযুক্তি সংক্রান্ত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *