এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩

প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩ সম্পর্কে। সম্প্রতি এয়ারটেল তাদের ওয়েবসাইটে ইন্টারনেট অফার ২০২৩ এর তালিকা প্রকাশ করেছে। যা আমরা আপনাদের জন্য সংগ্রহ করে এনেছি। আশা করছি এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ইন্টারনেট অফারটি বেছে করে নিতে পারবেন।

আমরা জানি এয়ারটেল বর্তমানে রবি আজিয়াটা নামে পরিচিত। যাদের নেটওয়ার্ক বিস্তার করে আছে সারা দেশব্যাপী। এ দেশে এমন কোন স্থান পাওয়া যাবেনা যেখানে এয়ারটেলের নেটওয়ার্ক পৌঁছায়নি। এছাড়াও আরো একটি বিশেষ বিষয় আপনাদেরকে জানাতে চাই তা হচ্ছে, এ দেশে যতগুলো মোবাইল অপারেটর কোম্পানি আছে তাদের মধ্যে কাস্টমার সার্ভিসের দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে এয়ারটেল।

এয়ারটেল মনে করে কাস্টমার সেটিসফেকশন সবচাইতে গুরুত্বপূর্ণ। এয়ারটেল ই একমাত্র কোম্পানি যারা নেটওয়ার্ক স্পিড এর লক উঠিয়ে দিয়েছে যা অন্য কেউ দেয়নি। নেটওয়ার্ক স্পিড এর দিক থেকে এয়ারটেল কোন কম্প্রোমাইজ করে না। সেই ভ্যালুয়েবল কাস্টমারদের কথা মাথায় রেখে এয়ারটেল বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। আজ তারই কিছু ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে করতে যাচ্ছি।

আপনি কি এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩ এর তালিকা খুঁজছেন? তাহলে আমরা বলব এই পোষ্টটি আপনার জন্য। আপনি যদি এয়ারটেল এর বিভিন্ন অফার গুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।

এয়ারটেল তাদের ইন্টারনেট অফার গুলো কে দুই ভাগে ভাগ করেছে সেগুলো যথাক্রমে, স্বল্পমেয়াদী প্যাকেজ এবং মান্থলি প্যাকেজ। প্রথমে আমরা স্বল্পমেয়াদী বিভিন্ন অফার গুলো সম্পর্কে জানাব।

500 এমবি ইন্টারনেট অফার:

500 এমবির এই ইন্টারনেট প্যাকেজ টি অ্যাক্টিভ করতে হলে আপনাদের কে ডায়াল করতে হবে *123*025#. এই প্যাকেজ টির মেয়াদ 3 দিন। এবং এর মূল্য 29 টাকা। এটি টুজি, থ্রিজি এবং ফোরজি সব নেটওয়ার্ক এ ব্যবহার করা যাবে।

1 জিবি ইন্টারনেট অফার:

এটি এয়ারটেলের একটি চমৎকার অফার। মাত্র 22 টাকার বিনিময় আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন। একটি কথা বলে নেয়া দরকার তা হচ্ছে, এই প্যাকেজটি শুধুমাত্র 4G নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনারা যারা ফোরজি নেটওয়ার্ক এর আওতায় রয়েছেন শুধুমাত্র তারাই এই অফারটি উপভোগ করতে পারবেন। প্যাকেজটি কিনতে যারা আগ্রহী তারা ডায়াল করুন *123*022#. প্যাকেজটির মেয়াদ রাখা হয়েছে তিন দিন।

1.5 জিবি ইন্টারনেট অফার:

এটি একটি স্বল্প মেয়াদের প্যাকেজ অর্থাৎ এটির মেয়াদ মাত্র তিন দিন বা 72 ঘন্টা। এর মূল্য ধরা হয়েছে 38 টাকা। যারা প্যাকেজটি কিনতে আগ্রহী তারা ডায়াল করুন *123*038#.

1.5 জিবি ইন্টারনেট অফার:

এটি একটি সাপ্তাহিক প্যাকেজ অর্থাৎ প্যাকেজটির মেয়াদ 7 দিন। প্যাকেজটি কিনতে হলে আপনাদেরকে 89 টাকা খরচ করতে হবে। যারা সপ্তাহ জুড়ে এই প্যাকেজটি উপভোগ করতে আগ্রহী তারা ডায়াল করুন *123*089#.

2 জিবি ইন্টারনেট অফার:

2 জিবি এই অফারটি তিন দিন মেয়াদের। এয়ারটেল এর মূল্য নির্ধারণ করেছে 44 টাকা মাত্র। যারা এই প্যাকেজটি কিনতে চান তারা ডায়াল করুন *123*044#

2 জিবি ইন্টারনেট অফার:

2 জিবির এই ইন্টারনেট প্যাকেজ টি কিনতে হলে ডায়াল করুন *123*059#. এই প্যাকেজটি মূলত পাঁচ দিনের। এই প্যাকেজটির মূল্য 59 টাকা মাত্র।

3 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেল 3 জিবি ইন্টারনেট অফার টি সাত দিন মেয়াদ নির্ধারণ করেছে এবং এর মূল্য তারা দিয়েছে 104 টাকা মাত্র। যারা অল্প মূল্যে বেশি ডাটা সমৃদ্ধ ইন্টারনেট প্যাকেজ খুঁজছেন তারা চাইলেই এই অফারটি উপভোগ করতে পারেন। অফারটি পেতে ডায়াল করুন *123*104#.

3 জিবি ইন্টারনেট অফার:

3 জিবির এই অফারে মেয়াদ থাকছে 3 দিন। অফারটি পেতে ডায়াল করুন *123*054#. এর মূল্য এয়ারটেল নির্ধারণ করেছে 54 টাকা মাত্র। যারা অল্প টাকায় বেশি ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন অফারটি মূলত তাদের জন্য।

5 জিবি ইন্টারনেট অফার:

5 জিবির এই অফারের মেয়াদ দিয়েছে সাত দিন। মাত্র 129 টাকার বিনিময়ে আপনারা অফারটি লুফে নিতে পারেন। অফারটি পেতে ডায়াল করুন *123*129#.

5 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেল 5 জিবির আরো একটি ইন্টারনেট অফার সরবরাহ করেছে যার মেয়াদ দিয়েছে দশ দিন। অফারটি পেতে ডায়াল করুন *123*159#. এই প্যাকেজের মূল্য 159 টাকা মাত্র।

7 জিবি ইন্টারনেট অফার:

এই প্যাকেজটির মূল্য এয়ারটেল নির্ধারণ করেছে 179 টাকা মাত্র। অফারটি একটিভ করতে ডায়াল করুন *123*179#. এবং এর মেয়াদ পেয়ে যাবেন দশ দিন।

এছাড়াও দশ জিবির আরো দুটি প্যাকেজ এয়ারটেল অফার করেছে এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। যারা সাধারণত হেভি ইন্টারনেট ইউজার অফারটি মূলত তাদের জন্য।

10 জিবি ইন্টারনেট অফার:

10 জিবির এই অফারের মেয়াদ থাকবে 5 দিন। অফারটি পেতে ডায়াল করুন *123*101#. এই অফারের মূল্য মাত্র 101 টাকা।

10 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেল 10 জিবির আরো একটি ইন্টারনেট অফার তাদের মূল্যবান কাস্টমারদের জন্য সরবরাহ করেছে। এবং এর মেয়াদ তারা দিয়েছে সাত দিন। প্যাকেজটির মূল্য ধার্য করেছে 149 টাকা মাত্র। প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *123*0199#

বিশেষ দ্রষ্টব্য: উপরের যে প্যাকেজ গুলো সম্পর্কে আলোচনা করা হলো তার যে প্যাকেজটি আপনারা কিনতে চান না কেন উক্ত প্যাকেজের যে মূল্য দেয়া আছে সেই পরিমাণ টাকা অবশ্যই আপনাদের ব্যালেন্সে থাকতে হবে। এছাড়া আপনারা যারা কোড ডায়াল করার মাধ্যমে ইন্টারনেট প্যাকেজ কিনতে ঝামেলা মনে করেন আপনারা চাইলে সমপরিমাণ টাকা রিচার্জ করার মাধ্যমেও আপনাদের পছন্দের ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।

এতক্ষণ আমরা আলোচনা করলাম এয়ারটেল এর 2021 সালের স্বল্প মেয়াদী ইন্টারনেট প্যাকেজ গোলুর মেয়ে। এখন আমরা আলোচনা করব এয়ারটেল এর মান্থলি প্যাকেজ নিয়ে। আপনি কি এয়ারটেলের মান্থলি প্যাকেজ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। নিম্নে এর বিস্তারিত আলোচনা করা হলো।

1 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেল এই প্যাকেজটি অফার করেছে শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য। যারা সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রামে বেশি সময় দিয়ে থাকেন তাদের জন্য এই প্যাকেজটি খুবই উপযোগী। এতে তাদের খরচ পড়বে মাত্র 12 টাকা। এবং ব্যবহার করতে পারবে পুরো মাস জুড়ে। প্যাকেজটি কিনতে ডায়াল করুন *123*012#.

1 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেল এই প্যাকেজটি অফার করেছে শুধুমাত্র পাবজি গেমস ব্যবহারকারীদের জন্য। যারা বেশি বেশি পাবজি গেমস খেলে থাকেন নিঃসন্দেহে এই প্যাকেজটি তারা কিনতে পারেন। এতে তাদের খরচ পড়বে মাত্র 33 টাকা। এবং ব্যবহার করতে পারবে পুরো মাস ব্যাপী। অফারটি পেতে ডায়াল করুন *123*033#.

2 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেলের 2 জিবি এই অফারটি ব্যবহার করতে পারবেন সারা মাস অর্থাৎ এক মাস। এতে আপনাদের খরচ পড়বে 229 টাকা। অফারটি পেতে ডায়াল করুন *123*229#.

7 জিবি ইন্টারনেট অফার:

7 জিবির এই অফারের মেয়াদ থাকবে 30 দিন এবং এর খরচ পড়বে 498 টাকা। অফারটি একটিভ করতে ডায়াল করতে হবে *123*498#.

10 জিবি ইন্টারনেট অফার:

এটি মূলত একটি বান্ডেল অফার অর্থাৎ এটি ডাটা এবং মিনিট উভয়ই বিদ্যমান। আপনারা যদি এই অফারটি কিনতে চান তাহলে ডায়াল করুন *123*648#. এতে আপনাদের খরচ পড়বে 648 টাকা এবং এর বিনিময়ে আপনারা পাবেন 10 জিবি ডাটা ও 500 মিনিট ভয়েস কল, যা দিয়ে কথা বলতে পারবেন যে কোনো অপারেটরের সাথে। এর মেয়াদ এয়ারটেল দিয়েছে 45 দিনের।

10 জিবি ইন্টারনেট অফার:

এয়ারটেল দশ জিবির আরো একটি অফার সরবরাহ করেছে যাতে থাকছে না কোন ভয়েস কল সুবিধা। এখানে থাকবে শুধু ডাটা। আপনারা যারা এই অফারটি উপভোগ করতে চান তারা *123*052# ডায়াল করুন। এতে আপনাদের খরচ পড়বে 399 টাকা। এবং মেয়াদ পাবেন 28 দিন।

20 জিবি ইন্টারনেট অফার:

এটি এয়ারটেলের একটি হেভি ইন্টারনেট অফার অর্থাৎ যারা বেশি বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকেন মুভি অথবা ডাউনলোড করে থাকেন তারা এই প্যাকেজটি অনায়াসে কিনতে পারেন। এতে থাকছে না কোন মিনিট অফার শুধুমাত্র ডাটা থাকবে এখানে। প্যাকেজ টির মূল্য এয়ারটেল নির্ধারণ করেছে 599 টাকা এবং মেয়াদ দিয়েছে 28 দিন। প্যাকেজটি কিনতে ডায়াল করুন *123*053#.

30 জিবি ইন্টারনেট অফার:

এটিও এয়ারটেলের একটি হেভি ইন্টারনেট অফার। এই প্যাকেজটি কিনতে হলে ডায়াল করুন *123*998#. এতে আপনাদের খরচ পড়বে 998 টাকা এবং মেয়াদ পেয়ে যাবেন 30 দিনের জন্য।

পরিশেষে আমরা বলতে চাই যে উপরে যতগুলো ইন্টারনেট অফার সম্পর্কে আলোচনা করেছি তা শতভাগ সত্য। আমরা চেষ্টা করেছি অত্যন্ত সতর্কতার সাথে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের ইন্টারনেট প্যাকেজটি বেছে নিতে পারেন।

আশা করছি আমাদের এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই লেখাগুলো ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *