বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আমাদের ওয়েবসাইট এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড 2023 সম্পর্কে। আপনার যদি একটি বাংলালিংক সিম থেকে থাকে, আর সেই সিমে যদি বিশেষ কোনো সেবামূলক সার্ভিস চালু থাকে তাহলে তা বন্ধ করার নিয়ম আমাদের আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন।

সকল মোবাইল অপারেটর কোম্পানিই ভয়েস কল, ইন্টারনেট এবং এসএমএস প্যাকেজের বাহিরে বিশেষ কিছু সেবামূলক সার্ভিস তাদের গ্রাহকদের জন্য সরবরাহ করে থাকে। সেটি এসএমএসের মাধ্যমে ও করে থাকে আবার সরাসরি ফোনকলের মাধ্যমেও করে থাকে। আপনি অনেক সময় বুঝে হোক অথবা না বুঝেই হোক অনেক সময় উক্ত যেকোনো একটি সেবামূলক সার্ভিস সচল করে ফেলেন। আর কোম্পানিগুলো এই বিশেষ সার্ভিস প্রদান করার বিনিময়ে একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট পরিমান টাকা আপনার সিমের মূল অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। যা একটি অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় আপনার জন্য।

কেননা, হয়তো একটি জরুরি মুহূর্তে আপনি আপনার সিমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করেছেন কিন্তু রিচার্জের পর দেখতে পেলেন যে যা আপনি রিচার্জ করেছেন তা থেকে বেশ কিছু টাকা কোম্পানি কেটে নিয়েছে। এটি প্রতিটি গ্রাহকের জন্যই একটি অস্বস্তিকর ব্যাপার। এদের মধ্যে বাংলালিংক ও ব্যাতিক্রম নয়। বাংলালিংক ও তাদের গ্রাহকদের জন্য মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের সেবামূলক সার্ভিস এসএমএস বা সরাসরি কল এর মাধ্যমে প্রদান করে থাকে।

এই সার্ভিস গুলি হল, মিসকল এলার্ট সার্ভিস, আমার টিউন সার্ভিস, স্পোর্টস নিউজ সার্ভিস, স্থানীয় রেডিও সার্ভিস, বিভিন্ন নিউজ সার্ভিস, বিনোদন সার্ভিস, বাংলালিংক মিউজিক স্টেশন সার্ভিস সহ আরো অনেক ধরনের সার্ভিস বাংলালিংক সরবরাহ করে থাকে। এবং প্রতিটি সার্ভিসের জন্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে থাকে। এই ধরনের বিরম্বনা ময় সার্ভিস গুলো থেকে পরিত্রাণ পেতে আমাদের পেজের সাথে থাকুন।

আপনি কি একজন বাংলালিংক সিমের গ্রাহক? আপনি কি বাংলালিংকের বিভিন্ন সেবামূলক সার্ভিস গ্রহণ করে বিড়ম্বনার মধ্যে রয়েছেন? আপনি কি বাংলালিংকের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আমরা বলবো আপনি সঠিক জায়গাতেই অবস্থান করছেন। কারণ আজকে আমরা আমাদের এই পোস্টে বাংলালিংকের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানিয়ে দেবো।

আপনি যদি আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে বাংলালিংকের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম বা কোড সম্পর্কে জানতে পারবেন। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, তাহলে আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই।

প্রথমে আমরা আলোচনা করব বাংলালিংকের স্পোর্টস সার্ভিস বন্ধ করার নিয়ম সম্পর্কে। আমরা অনেক সময় নানান ব্যস্ততার কারণে টেলিভিশনে বিভিন্ন খেলা দেখতে পারিনা। কিন্তু অনেক সময় আমরা আপডেট তথ্য গুলো পেতে চাই। যার কারণে আমরা বাংলালিংকের এই স্পোর্টস সার্ভিসটি অন করে রাখি। যাতে করে আমরা কর্ম ব্যস্ততার মাঝেও বিভিন্ন খেলাধুলা আপডেট তথ্য পেতে পারি। পাশাপাশি আমরা অনেকেই আছি যারা ভূলবশতঃ এই সার্ভিসটি চালু করে ফেলেছি।

যার কারণে প্রতিনিয়তঃ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের একাউন্টে কে কেটে নেয়া হচ্ছে। আমরা যারা এই সার্ভিসটি বন্ধ করতে চাচ্ছি তাদের একটি নির্দিষ্ট কোড ডায়াল এর মাধ্যমে উক্ত সার্ভিসটি বন্ধ করতে হবে। আর কোডটি হলো *2002*1*2# আপনি আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে এই কোডটি টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে দিন। এরপর একটি ফিরতি মেসেজ আপনার ফোনে বাংলালিংক থেকে পাঠানো হবে। যেখানে লেখা থাকবে আপনার সার্ভিসটি বন্ধ করা হয়েছে।

এখন আমরা আলোচনা করব মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড সম্পর্কে। মিসকল এলার্ট সার্ভিস টি সাধারণত কাস্টমার কেয়ার থেকে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়। আপনি যদি সার্ভিস কি ব্যবহার করতে আগ্রহী হন তাহলে তাদের দিক নির্দেশনা অনুযায়ী সার্ভিসটি সচল করতে হবে। এখন কিছুদিন ব্যবহারের পর আপনি যদি দেখেন যে সার্ভিসটি আপনার এখন আর প্রয়োজন নেই তাহলে কিভাবে বন্ধ করবেন? নিয়মকানুনগুলো আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো।

এই সার্ভিসটি বন্ধ করতে হলে প্রথমে আপনি আপনার ফোনের ম্যাসেজ অপশনে যাবেন। এরপর সেখানে গিয়ে টাইপ করবেন stop এরপর টাইপ করা এই মেসেজটি পাঠিয়ে দিবেন 622 নাম্বারে। এরপর বাংলালিংক থেকে একটি ফিরতি ম্যাসেজ আপনাদের ফোনে পাঠানো হবে। সেখানে লেখা থাকবে আপনাদের মিসকল এলার্ট সার্ভিস টি বন্ধ করা হয়েছে।

এরপর আমরা আলোচনা করব বাংলালিংক আমার টিউন বন্ধ করার নিয়ম সম্পর্কে। এটি বাংলালিংকের একটি জনপ্রিয় সার্ভিস। এই সার্ভিসে গ্রাহক তার পছন্দ অনুযায়ী গান রিংটোন হিসেবে সেট করে থাকে। যা অপর পাশ থেকে কলার রা শুনতে পায়। এটি একটি মাসিক ভিত্তিক সার্ভিস। অর্থাৎ এক মাসের জন্য এই সার্ভিসের বিনিময় বাংলালিংক একটি নির্দিষ্ট পরিমান চার্জ কেটে থাকে। যারা দীর্ঘদিন এই সার্ভিসটি ব্যবহার করেছেন কিন্তু এখন আর তা ব্যবহার করতে চাইছেন না তারা নিচের নিয়মটি অনুসরন করুন।

বাংলালিংক আমার টিউন সার্ভিসটি বন্ধ করতে হলে প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে যাবেন। এরপর সেখানে গিয়ে টাইপ করবেন stop. এরপর এই মেসেজটি পাঠিয়ে দিবেন 2222 নাম্বারে। সার্ভিসটি বন্ধ করা হয়েছে এই সম্পর্কে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

এখন আমরা আলোচনা করব বাংলালিংক কল ব্লক সার্ভিস বন্ধ করার নিয়ম সম্পর্কে। আপনি হয়তোবা বিরক্তিকর কলারদের ব্লক করার জন্য এই সার্ভিসটি চালু করেছিলেন। কিন্তু অনেক দিন ব্যবহার করার পর দেখলেন যে এই সার্ভিসটি এখন আপনার তেমন একটা আর প্রয়োজন নেই। তাই আপনি যদি বাংলালিংক এর কল ব্লক সার্ভিস টি বন্ধ করতে চান তাহলে নিচের নিয়মটি অনুসরন করুন।

এটি বন্ধ করতে হবে প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন। সেখানে গিয়ে টাইপ করবেন stop. এরপর এই মেসেজটি পাঠিয়ে দিবেন 8181 নাম্বারে। এবং এরই সাথে সাথে আপনাদের কল ব্লক সার্ভিস টি বন্ধ হয়ে যাবে। যা ফিরতি মেসেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন।

আপনার সিমে যদি বাংলালিংকের প্রিয় টিউন সার্ভিসটি চালু থাকে, সেটি বন্ধ করতে হলে আপনারা আপনাদের ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন stop. এরপর এটি পাঠিয়ে দিবেন 4000 নাম্বারে। আর এর সাথে সাথেই এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

আপনার সিমে যদি হজ পোর্টাল সার্ভিসটি সচল থাকে তাহলে সেটিও আপনার বন্ধ করে নিতে পারবেন। আর তা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন। এরপর টাইপ করবেন stop. এরপর এদিকে পাঠিয়ে দিবেন 2200 নাম্বারে। সাথে সাথেই উঠে সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

আপনার সিমে যদি বিভিন্ন টেকনোলজি নিউজ সার্ভিসটি চালু থাকে তাহলে সেটি বন্ধ করতে হলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন *6397*3*1*2# এরপর ডায়াল অপশনটি সিলেক্ট করে দিন। এর সাথে সাথেই উক্ত সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

আপনার ফোনে যদি বাংলালিংক লোকাল রেডিও সার্ভিস টি চালু থাকে তাহলে আপনারা তাও বন্ধ করতে পারবেন। এটি বন্ধ করতে হলে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন stop. এরপর এই মেসেজটি 2001 নাম্বারে পাঠিয়ে দিলেই উক্ত সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

আপনার ফোনে যদি বাংলালিংক মিউজিক স্টেশন সার্ভিসটি চালু থাকে তাহলে সেটি বন্ধ করতে হলে আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন stop. এরপর সেন্ড করে দিন 5858 নাম্বারে। তাহলেই এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আপনার ফোনে যদি বিনোদন নিউজ সংক্রান্ত কোন সার্ভিস চলমান থাকে তাহলে সেটি বন্ধ করতে হলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *6397*2*2*2# এরপর কোডটি ডায়াল করুন। সাথে সাথে উক্ত সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

আপনার ফোনে যদি আন্তর্জাতিক সংবাদ সার্ভিসটি চালু থাকে তাহলে সেটি বন্ধ করতে হলে আপনাদের ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *6397*6*7*1*2# এরপর এই কোডটি কে ডায়াল করুন। সাথে সাথেই এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

আপনার সিমে যদি লাভ এন্ড ফান সার্ভিসটি চালু থাকে তাহলে এটি বন্ধ করতে হলে আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন stop এবং সেন্ড করে দিন 4636 নাম্বারে। সাথে সাথে এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড 2023 সম্পর্কে। আশা করছি আপনারা প্রতিটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। এ ছাড়াও আপনাদের যদি আরো কোন কিছু জানাতে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন তথ্য পেতে আমাদের পেইজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *