বিকাশ অটো রিচার্জ ২০২৩ রবি এয়ারটেল বাংলালিংক

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বিকাশ অটো রিচার্জ সার্ভিস সম্পর্কে। আপনারা যারা বিকাশ সার্ভিস ব্যবহার করেন কিন্তু বিকাশের অটো রিচার্জ সার্ভিস সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের এই ওয়েবসাইট থেকে জেনে নিন।

বিকাশ বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। মূলত এটি ব্র্যাক ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত একটি মোবাইল ব্যাংকিং সেবা। এদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে বিকাশ। বিকাশের মাধ্যমে সকল প্রকার আর্থিক লেনদেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুহুর্তের মধ্যে সম্পন্ন করা যায়। এক সময় যখন বিকাশ বাংলাদেশে ছিলনা তখন আমরা কোন জায়গায় টাকা পাঠানোর জন্য কতইনা বিড়ম্বনার শিকার হয়েছি। কিন্তু সে সমস্যা থেকে আমাদেরকে বিকাশ উত্তোরন করে দিয়েছে। বিকাশের বদৌলতে বর্তমানে কোন জায়গায় টাকা পাঠানো বা টাকা রিসিভ করার ক্ষেত্রে কতই না সহজ হয়ে গেছে।

বিকাশের গ্রাহক সংখ্যা এখন প্রায় পাঁচ কোটির কাছাকাছি। বিকাশ এদেশে চালু হওয়ার পর আরো বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু হয়েছে। যেমনশিওর ক্যাশ, এম ক্যাশ, ইউপে, রকেট, নগদ সহ নানান প্রতিষ্ঠান এদেশে মোবাইল ব্যাংকিং সেবাতে যুক্ত হয়েছে। কিন্তু তা হলেও গ্রাহক সংখ্যার দিক থেকে বিকাশের ধারেকাছেও কেউ নেই। তাই বলাই যায় বিকাশ এদেশে নাম্বার ওয়ান একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান।

বিকাশের নানান ধরনের সেবা এবং সুযোগসুবিধে বর্তমান রয়েছে। ক্যাশ ইন, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের কেনাকাটার বিল পরিশোধ, বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করাসহ নানান ধরনের সেবা এই মোবাইল ব্যাংকিং খাতে যুক্ত হয়েছে। সম্প্রতি বিকাশ মোবাইলে অটো রিচার্জ নামে নতুন একটি সেবা চালু করেছে। আজকে আমরা সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো।

আপনি কি একজন বিকাশ ব্যবহারকারী? আপনি কি বিকাশের নতুন সার্ভিস অটো রিচার্জ এর নিয়ম কানুন সম্পর্কে জানতে আগ্রহী? আপনি কি বিকাশের অটো রিচার্জ সার্ভিসটি ব্যবহার করতে চান? তাহলে এই পোস্টটি আপনারই জন্য এবং আপনি সঠিক জায়গাতেই অবস্থান করছেন। কেননা আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটে বিকাশ অটো রিচার্জ এর ব্যবহারবিধি ও নিয়মকানুন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব‌

আপনারা যদি আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে বিকাশের অটো রিচার্জ সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আশা করছি আপনার ধৈর্য সহকারে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং আমাদের সাথেই থাকবেন। যদি তাই করেন তাহলে ধরে নেয়া যায় যে আপনারা এই নিয়মটি শিখে নিতে পারবেন

বিকাশ অটো রিচার্জ কি

পূর্বে আমরা বলেছি এটি একটি নতুন সংযোজনকৃত একটি সেবা। যার মাধ্যমে আপনাদের ফোনের ব্যালেন্স এ অটোমেটিক টাকা রিচার্জ হয়ে যাবে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা কোন জায়গায় ফোনে কথা বলছি কিন্তু কথা বলতে বলতে আমাদের মূল ব্যালেন্স ফুরিয়ে আসার সাথে সাথেই আমাদের ফোনকলটি কেটে যায়। যা অনেকটাই বিব্রতকর একটি পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দেয়। কারণ এটি এমন সময় হতে পারে যখন আমরা চাইলেও কোন রিচার্জ পয়েন্ট খুঁজে পাবো না অথবা রিচার্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো না।

এটি হতে পারে আমাদের কোন চলার পথে অথবা বাসা কিংবা অফিসে থাকাকালীন জরুরী কোন সময়ে। তাই আমরা যদি এ ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে না চাই তাহলে আমরা বিকাশের অটো রিচার্জ সার্ভিসটি অনায়াসে ব্যবহার করতে পারি। কারণ অনেক সময় আমাদের ফোনে টাকা রিচার্জ করার কথা মনেও থাকে না। সে ক্ষেত্রে আমরা যদি বিকাশ অটো রিচার্জ সার্ভিসটি চালু করি তাহলে এ নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। আমাদের ফোনের ব্যালেন্স শেষ হওয়ার পূর্বেই বিকাশ অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে টাকা রিচার্জ করে দেবে। তাই বর্তমান সময় অনুযায়ী আমরা মনে করি এটি একটি আদর্শ সার্ভিস।

বিকাশ অটো রিচার্জ অপশন কিভাবে চালু করে

বিকাশের অটো রিচার্জ সার্ভিসটি চালু করা যায় দুটি উপায়ে। একটি হচ্ছে বিকাশ অ্যাপস এর মাধ্যমে এবং অপরটি হল বিকাশ মেনুয়াল সার্ভিসের মাধ্যমে। অর্থাৎ *247# এই ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে। তাহলে আসুন আমরা এখন এদুটো পদ্ধতি সম্পর্কে জেনে নেই।

বিকাশ অ্যাপস দিয়ে অটো রিচার্জ সার্ভিস চালু করার নিয়ম:

বিকাশ অ্যাপস থেকে অটো রিচার্জ সার্ভিসটি চালু করার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:

. প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপস এ প্রবেশ করুন।

. অ্যাপস এ প্রবেশ করার পর মোবাইল রিচার্জ অপশনটি সিলেক্ট করুন।

. এরপর আপনার মোবাইল নাম্বার টি সিলেক্ট করুন। অবশ্যই রবি বাংলালিংক এবং এয়ারটেল হতে হবে।

. এরপর অটো রিচার্জ অপশনটি বাছাই করুন এবং সুইচ অন করুন।

. এরপর টাকার পরিমান নির্ধারণ করুন।

. এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।

. এরপরের স্ক্রিনে আপনাদের পিন নাম্বার চাইবে। পিন নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিন।

. পিন নাম্বার দেয়া হয়ে গেলে তা কনফার্মেশন এর জন্য পরের স্ক্রিনে আপনাদেরকে ট্যাপ করে ধরে রাখতে পারবে। এরপর আপনারা তা করুন।

. এভাবেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং বিকাশ থেকে একটি কনফারমেশন আপনাদের কে পাঠানো হবে যে, আপনাদের অটো রিচার্জ সার্ভিসটি একটিভ হয়েছে।

বিকাশের ম্যানুয়াল সার্ভিসের মাধ্যমে অটো রিচার্জ সার্ভিস চালু করার পদ্ধতি:

. প্রথমে *247#  কোড নাম্বারটি ডায়াল করুন।

. এরপর মোবাইল রিচার্জ অপশনটি সিলেক্ট করতে 3 লিখে রিপ্লাই দিন।

. এরপর সাপোর্টেট মোবাইল অপারেটর টি সিলেক্ট করুন (রবি, বাংলালিংক, এয়ারটেল).

. এরপর মোবাইল রিচার্জ অপশন টি সিলেক্ট করার জন্য 3 টাইপ করে রিপ্লাই দিন।

. অটো রিচার্জ অপশন টি অন করার জন্য 1 বিকে রিপ্লাই দিন।

. রিচার্জ অ্যামাউন্ট নির্ধারণ করুন।

. এরপর পিন নাম্বার চাইবে। আপনারা পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিন।

. এর পরপরই আপনাদের সিমে বিকাশ অটো রিচার্জ সার্ভিসটি সচল হয়ে যাবে, যা আপনাদেরকে কনফার্মেশন মেসেজ এর মাধ্যমে বিকাশ থেকে জানিয়ে দেয়া হবে।

বিকাশ অটো রিচার্জ এর শর্তসমূহ

প্রতিটি সার্ভিসেসের ই কিছু না কিছু শর্ত আরোপ করা থাকে। এক্ষেত্রে বিকাশ ও তাদের অটো মোবাইল রিচার্জ এর কিছু শর্ত জুড়ে দিয়েছে। নিম্নে এগুলো সম্পর্কে বর্ণনা করা হলো:

. বিকাশের অটো মোবাইল রিচার্জ এর টাকার পরিমান অবশ্যই 20 টাকা থেকে 1000 টাকার মধ্যে হতে হবে। 1000 টাকার বেশি হলে এই সার্ভিসটি ব্যবহার করা যাবে না।

. গ্রাহকের ফোনের মূল ব্যালেন্স 10 টাকা কিংবা তার কম হলেই বিকাশের অটো রিচার্জ সার্ভিস চালু হবে।

. এই সার্ভিসটি ব্যবহার করার জন্য নির্ধারণ করে দেওয়া বেলান্সের সমপরিমাণ টাকা বিকাশ একাউন্টে থাকতে হবে।

. আপনি একদিনে সর্বোচ্চ তিনবার এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন।

. আপনি যে পরিমাণ টাকা নির্ধারণ করেছেন অটো রিচার্জ এর জন্য সেই সমপরিমাণ টাকার যদি কোন প্যাকেজ ওই অপারেটরের থেকে থাকে তাহলে সে প্যাকেজটি চালু হয়ে যাবে। তাই টাকা নির্ধারণ করার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা বাঞ্ছনীয়।

. এই সার্ভিসটি শুধু নিজের বিকাশ নাম্বারে করা যাবে। অর্থাৎ যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন সে নাম্বারে ব্যবহার করতে পারবেন।

. বিকাশের অটো মোবাইল রিচার্জ সার্ভিসটি ব্যবহার করা যাবে শুধুমাত্র রবি বাংলালিংক এবং এয়ারটেল অপারেটরে।

শেষ কথা

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বিকাশ এর অটো মোবাইল রিচার্জ সার্ভিস সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারলাম। আমরা পুরো বিষয়টিকে আপনাদের সামনে বিস্তারিতভাবে এবং গঠনমূলকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যাতে করে আপনারা খুব সহজেই এগুলো বুঝতে পারেন।

এ ছাড়াও আপনাদের যদি এই বিষয় সর্ম্পকে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তথ্য প্রযুক্তি সংক্রান্ত নতুন তথ্য জানার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *