সিটি ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য ২০২৩ City Bank DPS

আজকে আমরা আলোচনা করব সিটি ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা সিটি ব্যাংকের গ্রাহক হয়ে ডিপিএস করবেন বলে ভাবছেন। এখন আমরা আপনাদের সেই বিষয়ে একদম একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকে রয়েছেন যারা তাদের উপার্জিত অর্থের অতিরিক্ত অংক ডিপিএস এর মাধ্যমে জমানোর চেষ্টায় আছেন। অবশ্যই ডিপিএস এর মাধ্যমে জমানোর ক্ষেত্রে কিছু উপকার রয়েছে যার কারণে সকলে চায় একটি ভাল মানের ডিপিএস খুলে তার টাকাগুলো সেখানে জমাতে।

সিটি ব্যাংকের কথা আমরা সচরাচর সকলেই শুনেছি। সিটি ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বর্তমানে নামকরা এবং অন্যতম বিশ্বাসযোগ্য একটি ব্যাংক। তারা তাদের গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন মেয়াদী ডিপিএস সিস্টেম চালু করেছে। যারা সিটি ব্যাংকের গ্রাহক হিসেবে ডিপিএস সিস্টেম ইতিপূর্বে খুলেছেন তারা অবশ্যই জানেন কতটা লাভবান হবেন আপনি এই ডিপিএস গুলোর মাধ্যমে। কিন্তু যারা এখন পর্যন্ত সিটি ব্যাংকের সদস্য হতে পারেননি ভাবছেন সিটি ব্যাংকের সদস্য হবেন তাদের জন্য বলতে চাচ্ছি আপনারা ঝটপট সদস্য হয়ে একটি ডিপিএস খুলে ফেলুন। কারণ হল সিটি ব্যাংকের ডিপিএস সিস্টেম খুব সহজ এবং অত্যন্ত লাভবান একটি ডিপিএস সিস্টেম।

সিটি ব্যাংক ডিপিএস সিস্টেম প্রকারভেদ

এখন আমরা আপনাদের জানাবো সিটি ব্যাংকের ডিপিএস সিস্টেম এর বেশ কয়েকটি প্রকারভেদ। বিভিন্ন ক্যাটাগরির মানুষদের জন্য বিভিন্ন মেয়াদের এবং বিভিন্ন শর্ত সম্বলিত ডিপিএস সিস্টেম সিটি ব্যাংক তৈরি করেছে। এরকম হতে পারে সকলের জন্য প্রত্যেকটি ডিপিএস সিস্টেম পারফেক্ট না হলেও যে চারটি ডিপিএস সিস্টেম এর কথা আমরা এখন উল্লেখ করব তার মধ্যে যেকোনো একটি ডিপিএস সিস্টেম পারফেক্ট হতে পারে। তো চলুন এখন সিটি ব্যাংক এর 4 টি ডিপিএস পদ্ধতির নাম জেনে নি।

Goal Based DPS
Insurance Backed DPS Account
Fixed Deposit Account
Monthly Interest Paying Fixed Deposit Account

সিটি ব্যাংক Goal Based DPS

আপনাদের মধ্যে যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্বপ্ন পূরণ করতে চেষ্টা করে তাদের জন্যই মূলত সিটি ব্যাংক নিয়ে এসেছে এই ডিপিএস। যারা স্বপ্নবাজ রয়েছেন এবং নিজের স্বপ্নকে পূরণ করতে এই ডিপিএস সিস্টেম খুলতে পারেন। নিচে আমরা এই ডিপিএস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব।

ডিপিএস এর ফিচারস

আপনারা যারা স্বপ্নবাজের রয়েছেন তারা চাইলে সর্বনিম্ন 6 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 120 মাস পর্যন্ত এই ডিপিএস এর মেয়াদ নির্ধারণ করতে পারবেন।

এই ডিপিএস এর মাধ্যমে একজন ব্যক্তি প্রতিমাসে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারে।

এছাড়াও এই ডিপিএস এর বড় একটি সুবিধা হল আপনি কোন তারিখে টাকা জমা প্রদান করবেন সেটা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন।

ডিপিএস নেওয়ার যোগ্যতা এবং ডিপিএস এর ইন্টারেস্ট রেট

যে ব্যক্তির সিটি ব্যাংকের একটি সেভিংস একাউন্ট পূর্ব থেকেই রয়েছে তারা এই ডিপিএস একাউন্ট খুলতে পারেন।

সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 18 বছর।

অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে।

আপনি যেই ডিপিএস খুলবেন সেই ডিপিএস এর বিভিন্ন মেয়াদে বিভিন্ন ইন্টারেস্ট আপনাকে প্রদান করা হবে। 6 মাস থেকে 12 মাস মেয়াদী ডিপিএস এ 6.50%। 13 মাস থেকে 24 মাস মেয়াদী ডিপিএস এ 7%। 25 মার্চ থেকে 36 মাস পর্যন্ত 7.5%। 37 মাস থেকে 120 মার্চ পর্যন্ত 8 পার্সেন্ট। এই হল ইন্টারেস্ট প্রদানের নির্ধারিত মাত্রা।

সিটি ব্যাংক Insurance Backed DPS Account

আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা পরবর্তী প্রজন্মের জন্য কিছু সম্পদ গচ্ছিত রাখতে চান। তাদের কথা চিন্তা করে সিটি ব্যাংক নিয়ে এসেছে এই ডিপিএস সিস্টেম। যারা কিনা পরবর্তী প্রজন্মের জন্য ডিপিএস খুলতে চাচ্ছেন তারা এই ডিপিএস সিলেক্ট করতে পারবেন। নিচে আমরা এই ডিপিএস সম্পর্কে সকল তথ্য তুলে ধরলাম।

ডিপিএস অ্যাকাউন্ট এর ফিচারস

যে কোনো গ্রাহক চাইলে সর্বনিম্ন 5 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 20 বছর মেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।

প্রতি মাসে তিনি চাইলে সর্বনিম্ন জমা প্রদান করতে পারবেন 500 টাকা এবং সর্বোচ্চ জমা প্রদান করতে পারবেন 50 হাজার টাকা পর্যন্ত।

টাকা জমা প্রদানের ক্ষেত্রে যেই তারিখ রয়েছে আপনি চাইলে সেই তারিখ নিজেই নির্ধারণ করে দিতে পারবেন।

ডিপিএস গ্রহণের যোগ্যতা এবং ইন্টারেস্ট রেট

এই ডিপিএস গ্রহণের ব্যক্তিকে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে। সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 18 বছর।

যিনি ডিপিএস খুলতে ইচ্ছুক সেই ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

যে ব্যক্তির পূর্ব থেকেই সিটি ব্যাংকে একটি সেভিংস একাউন্ট অথবা একটি কারেন্ট একাউন্ট আছে সেই ব্যক্তি সেই একাউন্টের বিপরীতে এই ডিপিএস খুলতে পারবে।

এই ডিপিএস এর ক্ষেত্রে যে ইন্টারেস্ট নির্ধারণ করা হয়েছে তা আমরা উপরে যেই ইন্টারেস্ট এর কথা বলেছি একদম একই রকম নির্ধারণ করা হয়েছে। তাই এখানে আমরা আলাদা ভাবে আর উল্লেখ করলাম না।

সিটি ব্যাংক Fixed Deposit Account

এছাড়াও যারা ফিক্সট ডিপোজিট একাউন্ট তৈরী করতে চান তারা সিটি ব্যাংকের মাধ্যমে এ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। ফিক্স ডিপোজিট একাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে কি কি বিধিনিষেধ মানতে হবে এবং এই অ্যাকাউন্ট খুললে আপনি কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিচে আমরা আলোচনা করলাম।

ডিপিএস অ্যাকাউন্ট এর ফিচারস

এই ক্ষেত্রে সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে শুরু করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন পরিমাণ টাকা জমা রাখতে পারেন।

এই ফিক্স ডিপোজিট একাউন্ট এর মেয়াদ সর্বনিম্ন 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 3 বছর হতে পারে।

এছাড়া আপনি চাইলে এই ডিপিএস অ্যাকাউন্ট এর লোন ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন।

একাউন্ট এর যোগ্যতা এবং ইন্টারেস্ট রেট

সিটি ব্যাংকের এ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে সর্ব নিম্ন আঠারো বছর বয়স হতে হবে।

যেই ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে চাইবেন সেই ব্যক্তি অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

একাউন্ট তৈরীর জন্য আপনার প্রয়োজন পড়বে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট এর একটি ফটোকপি।

2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবির রঙিন কপি আপনাকে জমা দিতে হবে।

নমিনি নির্বাচিত ব্যক্তির এনআইডি কার্ড এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।

এছাড়াও আয়কর ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে।

বিভিন্ন মেয়াদে এখানে ইন্টারেস্ট প্রদান করা হবে। আমরা বিভিন্ন মেয়াদের ইন্টারেস্ট রেট উল্লেখ করে দিলাম।

1 মাসের জন্য 1.5%
90 দিনের জন্য 2.5%
3 মাসের জন্য 2.5%
180 দিনের জন্য 3%
365 দিনের জন্য 3.5%
365 দিন এর উপরে হলে 4%
2 বছরের জন্য 4%
3 বছরের জন্য 4%

সিটি ব্যাংক Monthly Interest Paying Fixed Deposit Account

এছাড়াও প্রতি মাসের জন্য যেই ফিক্স ডিপোজিট নির্ধারণ করা হয়েছে সেটি আপনারা সিটি ব্যাংক হতে করতে পারবেন।

ফিক্সট অ্যাকাউন্ট তৈরির ফিচারস

এই অ্যাকাউন্ট আপনি সর্বনিম্ন 6 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 5 বছরের জন্য করতে পারবেন।

একাউন্টে সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত ইচ্ছা তত রাখতে পারবেন।

ফিক্সট অ্যাকাউন্ট তৈরি যোগ্যতা ও ব্যাংক ইন্টারেস্ট

যে ব্যাক্তি একাউন্ট তৈরি করবেন সেই ব্যক্তির বড় সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সেই ব্যাক্তি বাংলাদেশী নাগরিক হতে হবে।

যদি পূর্ব থেকে আপনার সিটি ব্যাংকের আন্ডারে একটি কারেন্ট একাউন্ট অথবা একটি সেভিংস একাউন্ট থাকে তাহলে আপনি এই ফিক্স একাউন্ট খুলতে পারবেন।

এই ব্যাংকের নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট ইন্টারেস্ট প্রদান করা হয়। 6 মাসের জন্য ইন্টারেস্ট প্রদান করা হয় সর্বোচ্চ 3%। 1 বছরের জন্য ইন্টারেস্ট প্রদান করা হয় সর্বোচ্চ 3.5% এবং 2 বছরের জন্য ইন্টারেস্ট প্রদান করা হয় সর্বোচ্চ 4%। যারা 3 বছরের জন্য অ্যাকাউন্ট খুলবেন তাদের ইন্টারেস্ট প্রদান করা হবে 4% এবং যারা 5 বছরের জন্য অ্যাকাউন্ট খুলবেন তাদের ইন্টারেস্ট প্রদান করা হবে 4%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *