সিটি ব্যাংক লোন বিস্তারিত City Bank Loan

যারা সিটি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই পোস্ট উপকারী একটি পোস্ট। সিটি ব্যাংক সম্পর্কে সচরাচর অনেকেই জানেন এবং এ সিটি ব্যাংক বিভিন্ন মেয়াদে যে লোন প্রদান করে সেই বিষয়ে আজকে আমরা আপনাদের জানাব। বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক টানাপরার কারণে আমরা ব্যাংক কর্তৃক লোন নিয়ে থাকে। কিন্তু আগে থেকেই যদি এই লোন সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে আমরা যাচাই বাছাই করে ভালো মানের একটি লোন গ্রহণ করতে পারব।

সিটি ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন মেয়াদে লোন প্রদান করছে। আপনারা যারা সিটি ব্যাংক হতে লোন গ্রহণ করতে চাচ্ছেন তারা লোন গ্রহণের পূর্বে আমাদের আজকের অনুচ্ছেদ সম্পূর্ণরূপে পড়তে পারেন। বিভিন্ন আর্থিক লেনদেন প্রতিষ্ঠান সমূহের মধ্যে সিটি ব্যাংক অন্যতম। এই সিটি ব্যাংক তার গ্রাহকদের জন্য কি ধরনের লোন পদ্ধতি চালু রেখেছে এবং এই গ্রাহকরা কি কি নিয়ম মেনে এই লোন গুলো গ্রহন করতে পারবে সেই বিষয়ে আমরা আজকে জানাবো। আপনারা যারা সিটি ব্যাংক এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত লোন এর তথ্য জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্ট থেকে তা জানতে পারবেন।

সিটি ব্যাংকের লোন এর প্রকারভেদ

আপনি যদি সিটি ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের লোন নেওয়ার সুযোগ রয়েছে সেই ব্যাংক থেকে। প্রধানত সিটি ব্যাংক তাদের লোন গুলো কে চার ভাগে ভাগ করেছে। আজকে আমরা এই 4 টি লোন এর কথা উল্লেখ করব এবং এই 4 টি লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

সিটি ব্যাংক অটো লোন
সিটি ব্যাংক পার্সোনাল লোন
সিটি ব্যাংক হোম লোন
সিটি ব্যাংক বাইক লোন

সিটি ব্যাংক অটো লোন

আপনি একজন সিটি ব্যাংকের গ্রাহক হয়ে যদি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য লোন নিবেন বলে ভাবছেন তাহলে সিটি ব্যাংক এর অটো লোন এর সুবিধা গুলো দেখতে পারেন। এই অটো লোনের সুযোগ-সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধা যদি আপনার কাজের সঙ্গে মিলে যায় তাহলে আপনি এই অটো লোন গ্রহণ করতে পারেন

অটো লোন নেওয়ার ফিচারস

যে ব্যক্তি এই লোন গ্রহণ করতে চাইবে সেই ব্যক্তি সর্বনিম্ন 3 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবে। এছাড়াও আপনি যদি যান বাহন ক্রয়ের জন্য লোন নিতে চান তাহলে যান বাহন ক্রয়ের জন্য যে টাকার প্রয়োজন হবে তার 50 পার্সেন্ট লোন আপনি ব্যাংক থেকে গ্রহণ করতে পারবেন।

এই লোন পরিশোধের জন্য আপনি সর্বনিম্ন সময় পাবেন 12 মাস এবং সর্বোচ্চ সময় পাবেন 3 বছর। এই লোন এর ক্ষেত্রে কোন ধরনের হিডেন চার্জ প্রযোজ্য হবে না।

সিটি ব্যাংক অটো লোন নেওয়ার যোগ্যতা

যে ব্যাক্তি এই লোন গ্রহণ করতে চাইবে সেই ব্যক্তির বয়স সর্বনিম্ন 22 হতে হবে এবং সর্বোচ্চ 65 হতে হবে। কমপক্ষে সেই ব্যক্তির এক বছরের ব্যবসায়িক প্রাক্টিসিং এক্সপেরিয়েন্স থাকতে হবে।

যদি সেই ব্যক্তি বিজনেসম্যান হয়ে থাকে তাহলে সেই বিজনেস এর সঙ্গে তার কমপক্ষে দুই বছরে সম্পৃক্ততা থাকতে হবে। যাদের মাসিক বেতন 40 হাজার টাকা বা তার থেকে বেশি তাদের জন্যই সিটি ব্যাংক এর লোন এর সুযোগ সুবিধা প্রদান করবে। এই ক্ষেত্রে লোন নিতে হলে আপনার কোন ধরনের পার্সোনাল গ্যারান্টার এর প্রয়োজন পড়বে না।

সিটি ব্যাংক পার্সোনাল লোন

এছাড়াও সিটি ব্যাংক তার গ্রাহকদের দিচ্ছে যে কোন ধরনের পার্সোনাল কাজ কর্ম সম্পাদনের জন্য বিশেষ এই লোন। আপনি কোন কাজের জন্য এই লোন ব্যবহার করবেন সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। আপনি যদি এই লোন নিতে চান তাহলে কি কি নিয়ম মেনে আপনি এই লোন নিতে পারবেন সে বিষয়ে আমরা এখন আলোচনা করব।

সিটি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার ফিচারস

যেই ব্যক্তি এই লোন গ্রহণ করতে চাইবে সেই ব্যক্তি সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবে। এই লোন পরিশোধের জন্য একজন ব্যক্তি সর্বনিম্ন 12 মাস সময় পাবে এবং সর্বোচ্চ 60 মাসের মধ্যে এই লোন পরিশোধ করতে হবে।

এই লোন এর ক্ষেত্রে কোন ধরনের হিডেন চার্জ নেই। ব্যক্তির বয়স সীমা এই ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 22 বছর এবং সর্বোচ্চ 60 বছর।

এই ক্ষেত্রে যেই ব্যক্তির লোন গ্রহণ করবে তার স্যালারির কথা নির্দিষ্ট করে দেওয়া হয়নি তবে তাকে সর্বোচ্চ এক বছরের স্যালারি স্টেটমেন্ট প্রদান করতে হবে। যেকোনো কাজের জন্য সেই ব্যক্তিকে 2 বছরের প্রাক্টিসিং এক্সপিরিয়েন্স থাকতে হবে।

সেই ব্যক্তিটি বিজনেসম্যান হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিটি ব্যাংক হোম লোন

এছাড়াও আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা সিটি ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদে হোম লোন গ্রহণ করতে চাইছেন। এই হোম লোন সম্পর্কিত বিভিন্ন তথ্য এখন আমরা আপনাদের জানাব। আপনারা কীভাবে এই লোন গ্রহণ করতে পারবেন এবং এই লোন গ্রহণের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সকল বিষয়ে আমরা আলোচনা করব।

সিটি ব্যাংক হোম লোন নেওয়ার ফিচারস

এই ক্ষেত্রে সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত লোন নেওয়ার সিস্টেম রয়েছে।

সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে এই লোন পরিশোধ যোগ্য।

এই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট প্রদান করা হবে বিভিন্ন মেয়াদে।

সিটি ব্যাংক হোম লোন নেওয়ার যোগ্যতা

যেই ব্যক্তি এই লোন গ্রহণ করতে চাই সেই ব্যক্তির বয়স সীমা সর্বনিম্ন 22 বছর এবং সর্বোচ্চ 65 বছর নির্ধারণ করা হয়েছে।

যেকোনো ধরনের কাজের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের যোগ্যতা বা প্রাক্টিসিং এক্সপেরিয়েন্স থাকতে হবে।

যদি কোনো সরকারি চাকরিজীবী ব্যক্তি এই লোন গ্রহণ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার বেতন সর্বনিম্ন 30 হাজার টাকা হতে হবে।

যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে এই বেতন স্কেল এর পরিমাণ সর্বনিম্ন 50 হাজার টাকা হতে হবে।

সিটি ব্যাংক বাইক লোন

এছাড়া আপনি যদি সিটি ব্যাংক থেকে লোন গ্রহণের মাধ্যমে বাইক কিনতে চান তাহলে আপনার জন্য সিটি ব্যাংক এর রয়েছে বাইক লোন সিস্টেম। এই লোন গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি বাইক ক্রয় করার জন্য লোন নিতে পারেন।

সিটি ব্যাংক বাইক লোন ফিচারস

যেকোনো ব্যক্তি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন।

এছাড়াও আপনি ফাইন্যান্সিয়াল কাজ করার জন্য বাইক ক্রয় করার ক্ষেত্রে বাইকের মোট মূল্যের 80% ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবেন।

সর্বোচ্চ 36 মাসের মধ্যে আপনাকে এই লোন পরিশোধ করতে হবে।

এই লোন দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 1.5% প্রসেসিং ফি প্রযোজ্য হবে।

সিটি ব্যাংক বাইক লোন নেওয়ার যোগ্যতা

যে ব্যাক্তি লোন গ্রহণ করবে সেই ব্যক্তির বয়স সর্বনিম্ন 21 হতে হবে এবং সর্বোচ্চ 65 বছর হতে হবে।

যে কোন কাজ করার ক্ষেত্রে তাকে সেলারি পারসন হিসেবে এক বছর নিয়োজিত থাকতে হবে।

রাইড শেয়ারিং এর ক্ষেত্রে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও বিদেশি রেমিটেন্স যোদ্ধা হলে 6 মাসের বেতন পাওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া একজন বেতনভোগী কর্মী হলে প্রতিমাসে কমপক্ষে 12 হাজার টাকা ইনকাম থাকতে হবে।

ফ্রিল্যান্সার হয়ে থাকলে মাসে 30,000 টাকা ইনকাম করতে হবে।

রাইড শেয়ারিং সার্ভিস পয়েন্ট হয়ে থাকলে মাসে 15,000 টাকা ইনকাম থাকতে হবে।

বিদেশি হয়ে থাকলে মাসে 20,000 টাকা ইনকাম থাকতে হবে।

এই ছিল আমাদের কাছে মূলত সিটি ব্যাংকের লোন সম্পর্কিত সকল তথ্য। আপনারা যদি এর বাইরে কোন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করুন। কমেন্ট বক্স এর মাধ্যমে আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *