বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৩

প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম সম্পর্কে। আপনারা যারা বিকাশ একাউন্ট ব্যবহার করেন তারা অনায়াসে বিদেশ থেকে আপনাদের নিজস্ব বিকাশ একাউন্টে টাকা ঘরে বসেই আনতে পারবেন। তাই আপনারা যারা বিদেশ থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের এই ওয়েবসাইট থেকে জেনে নিন।

আমাদের অনেকেই রয়েছেন যারা বিদেশে বসবাস করেন। এবং বিভিন্ন সময় দেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠিয়ে থাকেন। সাধারণত তারা বিভিন্ন ব্যাংকে টাকা পাঠিয়ে থাকেন। কিন্তু তারা চাইলে সরাসরি আপনাদের ব্যাংক একাউন্টে টাকা না পাঠিয়ে আপনাদের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন। কিভাবে তা সম্পন্ন করবেন সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে বর্ণনা দেয়া আছে। আপনারা সেখান থেকে এ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর সহজ নিয়ম সাথে ৩% বোনাস

আপনার প্রিয় জন কি বিদেশে থাকে? আপনার প্রিয় জন কি মাঝেমধ্যে আপনাদের কাছে ব্যাংকে টাকা পাঠিয়ে থাকে? আপনারা কি আপনাদের প্রিয়জনের টাকা ঘরে বসেই মোবাইল এর মাধ্যমে পেতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। কেননা আমরা আজকে আমাদের এই পোস্টের মাধ্যমে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেব।

আপনারা যদি আমাদের আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে বলেন তাহলে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে পোস্টটি পড়বেন ও পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকবেন।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন চলে এসেছে। আর এই মোবাইল ফোন ব্যবহার করে এবং মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে মানুষ দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেকোনো সময় যেকোনো মুহূর্তে এবং যেকোনো জায়গায় টাকা লেনদেন করতে পারে অনায়াসে। এই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিকাশ অন্যতম।

বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে বিকাশ সবার থেকে এগিয়ে। এদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ। গ্রাহক সংখ্যা দিক থেকে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে বিকাশ। বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা প্রায় 5 কোটি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিকাশ এদেশে কতটা জনপ্রিয়। যেহেতু আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিকাশ অন্যতম এবং জনপ্রিয়তার দিক থেকে বিকাশ সবচেয়ে এগিয়ে তাই গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে বিকাশ একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আর তা হল বিদেশ থেকে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সুব্যবস্থা।

বর্তমানে বিশ্বের প্রায় 93 টি দেশ থেকে বিকাশ একাউন্টে টাকা পাঠানো যায়। আপনাদের প্রিয়জনেরা যারা বিদেশে থাকে কারা প্রায় সময়ই নানান ব্যাংকে টাকা পাঠিয়ে থাকেন। অনেক সময় টাকা উঠানোর জন্য ব্যাংক পর্যন্ত যাওয়া এবং উত্তোলন করা খুব সহজেই সম্ভব হয়ে ওঠেনা। সময়ের অভাবে কিংবা নানান ব্যস্ততার দরুন আমরা সঠিক সময়ে ব্যাংকে পৌছাতে পারিনা। আর সঠিক সময়ে ব্যাংকে আমরা যদি পৌঁছাতে না পারি তাহলে ব্যাংক থেকে টাকা ও উত্তোলন করা যায়না।

কারণ আমরা সকলেই জানি ব্যাংকের আর্থিক লেনদেনের একটি নির্দিষ্ট সময়ে রয়েছে। আপনারা যদি সেই সময়ের মধ্যে ব্যাংকে পৌঁছাতে না পারেন তাহলে কোনভাবেই সেই দিন আপনাদের ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হবে না। দিনটি যদি বৃহস্পতিবার হয় আর আপনারা যদি সঠিক সময়ে ব্যাংকে পৌঁছাতে না পারেন তাহলে আপনারা টাকা তো উত্তোলন করতে পারবেনই না বরং আপনাদেরকে আরো দুইদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ শুক্র এবং শনিবার ব্যাংকিং কার্যদিবস বন্ধ থাকে। তাই আপনাকে সঠিক সময় পৌঁছাতে হবে ই।

যেহেতু দুটি কার্যদিবস ব্যাংকের বন্ধ থাকে সেহেতু আপনাকে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সঠিক কার্যসময়েই টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে উপস্থিত থাকতে হবে। এখন যদি আপনাদের জরুরী কোন মুহূর্ত আসে এবং আপনাকে সেই সময়ের মধ্যেই জরুরিভাবে টাকার প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন? সাধারণভাবে বলতে হয় অপেক্ষা করা ছাড়া কিছুই করার আপনার নেই।

এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য বিকাশ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সার্ভিস চালু করেছে যা হলো বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানো মাধ্যম। আপনার প্রিয় জন যদি আপনার বিকাশ একাউন্টে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেন তাহলে সেই বিকাশে টাকা আপনি যেকোনো সময় এবং যে কোন মুহূর্তে ও যেকোনো জায়গা থেকে উত্তোলন করতে পারবেন বা ক্যাশ আউট করতে পারবেন। এখন আপনার জরুরী মুহূর্ত হোক কিংবা নাই হোক আপনাকে আর নির্দিষ্ট সময়সীমা অবলম্বন করে টাকা উত্তোলন করার জন্য কারো শরণাপন্ন হতে হবে না। আপনি আপনার নিজের সুবিধামতো সময়ে যেকোনো সময় টাকা তুলতে পারবেন। এখন আপনার প্রিয়জনেরা কিভাবে আপনাদের বিকাশ একাউন্টে টাকা পাঠাবে সে সম্পর্কে আলোচনা করব।

বিদেশ থেকে দ্রুত সময়ে বিকাশে টাকা পাঠানোর উপায়

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাকে আপনার নিকটস্থ মানি এক্সচেঞ্জ পয়েন্ট/ MOT এজেন্টের কাছে যেতে হবে। এরপর সেখানে গিয়ে আপনি যার নিকট টাকা পাঠাতে চান তার পুরো নাম এবং বিকাশ একাউন্ট নাম্বার ওই এজেন্ট প্রতিনিধি কে দিতে হবে। এবং আপনি কত টাকা পাঠাতে চান তাও তাদেরকে দিতে হবে। এরপর বাকি কাজটি ওই মানি এক্সচেঞ্জ প্রতিনিধি সম্পন্ন করে দেবে। আপনার কাজ হলো নাম এবং অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে তাদেরকে প্রদান করা। একটি এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে বিকাশ থেকে টাকা ক্যাশ ইন হয়েছে সে সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর সুবিধা

বিদেশ থেকে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর বেশ কয়েকটি সুবিধা রয়েছে যা নিম্নে দেয়া হলো:

  • বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে 3% লাভ পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি 1000 টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনাকে 1030 টাকা দেয়া হবে। এখানে দুই পার্সেন্ট লাভ দেবে বাংলাদেশ সরকার এবং বাকি 1% লাভ দেবে বিকাশ।
  • যেহেতু আমরা আমাদের আশেপাশে অসংখ্য বিকাশ এজেন্ট পয়েন্ট রয়েছে তাই টাকা উত্তোলন করার ক্ষেত্রে বা ক্যাশআউট করার ক্ষেত্রে আমাদের কোন প্রকার ঝামেলা পোহাতে হবে না। আমরা চাইলে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে টাকা উত্তোলন করতে পারব।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর অসুবিধা

. এখানে অসুবিধা বলতে আমরা বুঝিয়েছি বিকাশ থেকে টাকা উত্তোলন করার জন্য আমাদেরকে প্রতি হাজারে 20 টাকা খরচ করতে হয়। কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করি তাহলে তাতে আমাদের কোন প্রকার ক্যাশ আউট চার্জ প্রদান করতে হয় না।

. বিদেশ থেকে টাকা পাঠালে আরেকটি অসুবিধা হতে পারে তা হল এমন, যে পরিমাণ টাকা আপনারা বিকাশ একাউন্টে পাঠিয়েছেন তার বিনিময়ে আপনাদের কে কোন ব্যাংক স্টেটমেন্ট দেয়া হবে না। সাধারণত ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে যখন বাংলাদেশের কোন একাউন্টে টাকা পাঠানো হয় তখন একটি ব্যাংক স্টেটমেন্ট দেয়া হয়। যা দিয়ে টাকা রিসিভ করার ক্ষেত্রে যদি কোন প্রকার ঝামেলা হয় তাহলে সে ব্যাংক স্টেটমেন্ট কাগজ দিয়ে আপনি আইনি সহায়তা নিতে পারবেন। কিন্তু মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে যদি বিকাশ একাউন্টে টাকা পাঠান তাহলে কোন প্রকার ব্যাংক স্টেটমেন্ট ডকুমেন্ট আপনি পাবেন না।

বিশেষ সতর্কতা

আমরা পূর্বেই বলেছি বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাবে 3 পার্সেন্ট বোনাস পাওয়া যায়, তবে এই বোনাস পাওয়া যাবে যদি আপনারা কমপক্ষে 10 হাজার টাকা পাঠিয়ে থাকেন। অন্যথায় আপনাদেরকে কোন প্রকার বোনাস দেয়া হবে না।

শেষ কথা

উপরোক্ত আলোচনা থেকে আমরা বিদেশ থেকে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর যাবতীয় নিয়ম এবং সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানার জন্য নিয়মিত আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *