জিপি ইন্টারনেট প্যাক ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করতে চলেছি গ্রামীণফোন 2023 সালের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে। আমরা সকলেই জানি গ্রামীণফোন বাংলাদেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি। সম্প্রতি গ্রামীণফোন সম্পূর্ণ নতুন ও সুলভ মূল্যে কিছু চমৎকার ইন্টারনেট প্যাকেজ চালু করেছে।

আপনি কি গ্রামীণফোন 2023 সালের হালনাগাদকৃত ইন্টারনেট তালিকা খুঁজছেন? তবে আমরা বলব আপনি সঠিক জায়গায় রয়েছেন। আমরা এখানে আপনাদের জন্য গ্রামীণফোন ইন্টারনেট রিচার্জ অফার,এক্টিভেশন কোড সহ বিভিন্ন প্যাকেজ সংগ্রহ করেছি। তথ্যগুলো সম্পূর্ণ জানতে দয়া করে সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রথমত গ্রামীনফোনের অফার গুলোকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি।

১। স্মল/ডেইলি ইন্টার্নেট প্যাক
২। সাপ্তাহিক ইন্টারনেট প্যাক
৩। মাসিক ইন্টারনেট প্যাক

স্মল/ডেইলি ইন্টার্নেট প্যাক

এই অফার গুলো মূলত স্বল্প মেয়াদের হয়ে থাকে। যারা সাধারণত অল্প টাকা খরচের বিনিময় ইন্টারনেট সেবা পেতে চান বা ব্যবহার করতে চান, এই প্যাকেজটি মূলত তাদের জন্যই। এখানে আমরা ৫টি প্যাকেজ আপনাদের জন্য সংগ্রহ করেছি সেগুলো যথাক্রমে 35‌MB,512MB, 1GB, 2.5GB, 3.5GB নিম্নে এগুলোর বিস্তারিত বর্ণনা দেয়া হলো।

35 MB ইন্টারনেট প্যাক: এই প্যাকেজটি ১৩টাকা রিচার্জ করলেই একটিভ হয়ে যাবে। এর মেয়াদ হবে ৩দিন।

512 MB ইন্টারনেট প্যাক: গ্রামীণফোন তাদের এই প্যাকেজটির মূল্য নির্ধারণ করেছে 28 টাকা। এই প্যাকেজটি কিনতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে *121*3256#. এবং এই প্যাকেজটির মেয়াদ 3 দিন।

1GB (512MB_3G+512MB_4G): গ্রামীণফোন তাদের এই 1 জিবির প্যাকেজটি দুভাগে ভাগ করেছে। সেটা হল 512 MB 4g নেটওয়ার্কের জন্য এবং বাকি 512 MB থ্রিজি নেটওয়ার্কের জন্য। তিন দিন মেয়াদের এই প্যাকেজটি কিনতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে *121*3366#. যার মূল্য তারা ধার্য করেছে 38 টাকা। এবং মেয়াদ দিয়েছে তিন দিন।

2.5 GB (2 GB_3G+512 MB_4G): গ্রামীণফোনের এই প্যাকেজটিও পূর্বে প্যাকেজটির মতই। অর্থাৎ এটি কেউ তারা দু’ভাগে বিভক্ত করেছে। 2GB থ্রিজি নেটওয়ার্কের জন্য এবং 512 এমবি ফোরজি নেটওয়ার্ক এর জন্য। এই প্যাকেজটির মেয়াদ ও 3 দিন। 2.5 জিবির এই প্যাকেজটি ক্রয় করতে হলে আপনাদের ব্যয় করতে হবে 57 টাকা। এবং এটি একটিভ করতে হবে ডায়াল করতে হবে *121*3242#.

3.5 GB (3 GB_3G+512 MB_4G): গ্রামীণফোন তাদের এই 3.5 জিবি প্যাকেজটির মূল্য দিয়েছে 69 টাকা। এবং এই প্যাকেজটির মেয়াদ তারা দিয়েছে তিন দিন। আপনারা যদি এই প্যাকেজটি একটিভ করতে চান তাহলে ডায়াল করুন *121*3282#.

সাপ্তাহিক ইন্টারনেট প্যাক

সাত দিন মেয়াদের এই প্যাক গুলো গ্রামীনফোন ইউজারদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় অফার। এখানে আমরা ৬টি অফার নিয়ে আলোচনা করব। কিভাবে এই প্যাকগুলো অ্যাক্টিভ করবেন এখানে তার বিস্তারিত বর্ণনা দেয়া হলো।

1 GB ইন্টার্নেট প্যাক: গ্রামীণফোন তাদের এই প্যাকেজটি মূল্য নির্ধারণ করেছে 77 টাকা। এবং এর মেয়াদ দিয়েছে সাত দিন। আপনারা ডায়াল কোড এর মাধ্যমে এই প্যাকেজটি এক্টিভ করতে পারবেন। ডায়াল কোড টি হল *121*3056#

2 GB ইন্টারনেট প্যাক: সাত দিন মেয়াদের এই প্যাকেজটি অ্যাক্টিভ করতে ডায়াল করুন *121*3322#. এই প্যাকেজটি কিনতে হবে আপনাদেরকে খরচ করতে হবে 98 টাকা।

5 GB ইন্টারনেট প্যাক: গ্রামীণফোন তাদের এই প্যাকেজটি কে দুই ভাগে ভাগ করেছে। আর তা হল 4gb থ্রিজি নেটওয়ার্কের জন্য এবং 1 জিবি ফোরজি নেটওয়ার্ক এর জন্য। প্যাকেজটির মেয়াদ তারা দিয়েছে সাত দিন। এবং প্যাকেজটির মূল্য ধার্য করেছে 114 টাকা। প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *121*3344#.

6 GB ইন্টারনেট প্যাক: আপনারা 114 টাকার বিনিময় এই প্যাকেজটি ক্রয় করতে পারেন আর এ জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে *121*3434#. এই প্যাকেজটির মেয়াদ হল 7 দিন। আর এই প্যাকেজটি ব্যবহার করা যাবে শুধুমাত্র ফোরজি নেটওয়ার্কে।

8 GB ইন্টারনেট প্যাক: গ্রামীণফোন প্যাকেজ কিনে দিয়েছি সাত দিন এবং মূল্য দিয়েছে 148 টাকা আপনারা যদি 8 জিবির এই প্যাকেজটি ক্রয় করতে চান তাহলে আপনাদেরকে ডায়াল করতে হবে *121*3262#.

12 GB ইন্টারনেট প্যাক: দুটি ভাগে বিভক্ত করে গ্রামীণফোন তাদের এই প্যাকেজটি দিয়েছে 10 জিবি ডাটা থ্রিজি নেটওয়ার্ক এর জন্য এবং 2 জিবি ডাটা ফোরজি নেটওয়ার্ক এর জন্য। তারা এর মূল্য নির্ধারণ করেছে 198 টাকা এবং মেয়াদ দিয়েছে সাত দিন। কোড ডায়াল এর মাধ্যমে আপনারাও দেখেছি একটিভ করতে পারবেন আর এক্টিভেশন কোড টি হল *121*3133#

মাসিক ইন্টারনেট প্যাক

গ্রামীণফোন তাদের ইউজারদের জন্য মাসিক কিছু প্যাকেজ সরবরাহ করে থাকে। যেসব ইউজাররা মাসিক ভিত্তিতে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য আমরা অসাধারণ কিছু অফার সংগ্রহ করেছি। নিচে অফার গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হলো।

1 GB ইন্টারনেট অফার: গ্রামীণফোন এই প্যাকেজটি সরবরাহ করেছে 30 দিনের জন্য এবং মূল্য ধার্য করেছে 189 টাকা। কোড ডায়ালিং এর মাধ্যমে আপনারা এই প্যাকেজটি কিনতে পারবেন। ডায়াল কোড *121*3390#.

2 GB ইন্টারনেট অফার: গ্রামীণফোন 2 জিবির এই প্যাকেজটির মূল্য দিয়েছে 197 টাকা এবং মেয়াদ দিয়েছে 30 দিন। আমি যদি এই প্যাকেজটি একটিভ করতে চান তাহলে ডায়াল করুন *121*3027#.

3 GB ইন্টারনেট অফার: গ্রামীণফোন 289 টাকার বিনিময়ে 3 জিবির এই প্যাকেজটি বাজারে এনেছে এবং এর মেয়াদ দিয়েছে 30 দিন। আপনারা যদি এই প্যাকেজটি কিনতে চান তাহলে ডায়াল করুন *121*3391#.

5 GB ইন্টারনেট অফার: *121*3458#এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনারা 5 জিবির অফারটি লুফে নিতে পারেন। বিনিময় আপনাদেরকে ব্যয় করতে হবে 299 টাকা এবং এর মেয়াদ পেয়ে যাবেন 30 দিন।

10 GB ইন্টারনেট অফার: দশ জিবির এই প্যাকেজটি গ্রামীণফোন দুটি ভাগে ভাগ করেছে। 8 জিবি ডাটা থ্রিজি নেটওয়ার্কের জন্য এবং 2 জিবি ডাটা ফোরজি নেটওয়ার্ক এর জন্য। এই প্যাকেজটি কিনতে হলে আপনাদের খরচ পড়বে 399 টাকা এবং মেয়াদ পেয়ে যাবেন 30 দিনের। আপনারা যদি এই প্যাকেজটি কিনতে আগ্রহী হন তাহলে ডায়াল করুন *121*3392#

15 GB ইন্টারনেট অফার: গ্রামীণফোন তাদের এই প্যাকেজটি 2g 3g 4g নেটওয়ার্কের জন্য বাছাই করেছে। এবং এই প্যাকেজটির মূল্য তারা দিয়েছে 498 টাকা এবং মেয়াদ দিয়েছে 30 দিনের জন্য। যদি আপনার এই প্যাকেজটি কিনতে চান তাহলে অবশ্যই ডায়াল করুন *121*3459#.

25 GB ইন্টারনেট অফার: গ্রামীণফোন 25 জিবির এই অফারটির দুটি নেটওয়ার্কের জন্য সিলেক্ট করেছে। অর্থাৎ 20 জিবি ডাটা থ্রিজি নেটওয়ার্কের জন্য এবং 5 জিবি ডাটা 4g নেটওয়ার্কের জন্য। এর মূল্য তারা ধার্য করেছে 649 টাকা এবং মেয়াদ দিয়েছে 30 দিন। এটি এক্টিভ করতে ডায়াল করুন *121*3393#

50 GB ইন্টারনেট অফার: গ্রামীণফোন 50 জিবি এই হেভি অফারটি ও দুই ভাগে ভাগ করেছে অর্থাৎ 30 জিবি ডাটা থ্রিজি নেটওয়ার্কের জন্য এবং বাকি 20 জিবি ডাটা 4g নেটওয়ার্কের জন্য তারা এর মূল্য দিয়েছে 998 টাকা এবং মেয়াদ দিয়েছে 30 দিন। অফারটি পেতে ডায়াল করুন *121*3394#

রিচার্জ প্যাক

এছাড়া রিচার্জের মাধ্যমেও ইন্টারনেট প্যাকেজ ক্রয় করা যায়। গ্রামীণফোন ইউজারদের মধ্যে অনেকেই আছেন যারা রিচার্জের অফার গুলো খুঁজে থাকেন। গ্রামীণফোন এসব ইউজারদের জন্য বেশকিছু রিচার্জ অফার সার্ভিস চালু করেছে। শতভাগ আপডেট এই অফার গুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করেছি। নিম্নে এ গুলোর বর্ণনা দেয়া হলো।

2.5 GB রিচার্জ অফার : মাত্র 57 টাকা রিচার্জের মাধ্যমে আপনারা 2.5 জিবি এই অফারটি পেয়ে যাবেন এবং যার মেয়াদ থাকছে তিনদিন।

3.5 GB রিচার্জ অফার: গ্রামীণফোন তিন দিন মেয়াদের এই প্যাকেজটি সরবরাহ করেছে মাত্র 69 টাকা রিচার্জের বিনিময় অর্থাৎ আপনারা যদি 3.5 জিবির এই প্যাকেজটি কিনতে চান তাহলে শুধুমাত্র 69 টাকা রিচার্জ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে একটিভ হয়ে যাবে।

4.5 GB রিচার্জ অফার : গ্রামীণফোনের এই 4.5 জিবির প্যাকেজটি কিনতে যারা আগ্রহী তারা শুধুমাত্র 76 টাকা রিচার্জের মাধ্যমে একটিভ করে নিতে পারেন। এবং এর মেয়াদ পেয়ে যাচ্ছেন সাত দিন

5 GB রিচার্জ অফার : আপনারা যদি 114 টাকা রিচার্জ করেন তাহলে এই প্যাকেজটি কিনতে পারবেন। এবং এর মেয়াদ পাবেন 7 দিন।

8 GB রিচার্জ অফার: 8জিবি এই প্যাকেজটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের রিচার্জ করতে হবে 148 টাকা যার মেয়াদ হবে 7 দিন।

12 GB রিচার্জ অফার: 7 দিন মেয়াদের 12 জিবি এই অফারটি কিনতে চাইলে আপনাদেরকে রিচার্জ করতে হবে 198 টাকা।

বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ নতুন, হালনাগাদকৃত এবং শতভাগ সত্য নির্ভর তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে। আশা করছি জিপি ইন্টার্নেট 2023 এর হালনাগাদকৃত তথ্যগুলোর মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের ইন্টারনেট প্যাকেজ টি খুব সহজে ক্রয় করতে পারবেন।

আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *