রোমানিয়া যেতে কত টাকা লাগে ২০২৩

কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়া যেত না কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যাওয়া যাচ্ছে। ইউরোপের অন্যতম সুন্দর এবং অন্যতম শান্ত একটি দেশ হচ্ছে রোমানিয়া। বাংলাদেশের মধ্যে যারা জীবিকা নির্বাহের জন্য বাইরে যাইতে চাইছেন তাদের জন্য রোমানিয়া হতে পারে অত্যন্ত সুন্দর একটি উপায়। তবে বিষয়টি এমন না যে আপনি ইচ্ছা পোষণ করলেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে রোমানিয়াতে নিয়ে যাওয়া হলো অবশ্যই এর জন্য কিছু নিয়ম-কানুন আপনাকে মানতে হবে। সবার প্রথমে আপনাকে হতে হবে যোগ্য অর্থাৎ রোমানিয়াতে যেই কাজ আপনাকে করতে হবে সেই কাজের যোগ্য যদি আপনি না হন তাহলে সেই দেশের কোম্পানি আপনাকে সেখানে আমন্ত্রণ জানাবে না।

মূলত রোমানিয়াতে যাওয়ার জন্য দুইটি উপায়ে আপনি যেতে পারেন একটা হচ্ছে সরাসরি সরকারি মাধ্যমে এবং অপরটি হচ্ছে এজেন্টের মাধ্যমে। সরকার একার পক্ষে এত মানুষকে কন্ট্রোল করা সম্ভব হয় না তাই তারা সরকারিভাবে অন্য একটি এজেন্সি নিয়োগ দেয় যে এজেন্সি তাদের সকল কার্যক্রম্য সম্পাদন করে। তবে আপনি যেই মাধ্যমেই সিলেক্ট করুন না কেন আপনি যে কোম্পানির আন্ডারে রোমানিয়াতে চাকুরী করবেন সেই কোম্পানির শর্ত মোতাবেক আপনি যদি যোগ্য না হন তাহলে কোন ভাবে আপনি সেখানে যেতে পারবেন না। এবং তারপরেই আসে টাকার ব্যাপার অর্থাৎ রোমানিয়াতে যেতে হলে পাসপোর্ট ভিসা তৈরিতে এবং ভিসা করতে কত টাকা খরচ হবে এবং আপনি রোমানিয়াতে কত বছর থাকছেন সেই কোম্পানির মাধ্যমে এ সব কিছু মিলে একটি মোটা অংকের টাকা খরচ হয়।

রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে কত টাকা লাগে ২০২৩

রোমানিয়াতে যাওয়ার জন্য মোটা অংকের টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে সেই পরিকল্পনা কোন কাজে আসবে না। রোমানিয়াতে আপনি চাইলে বেড়ানোর উদ্দেশ্যে যেতে পারেন রোমানিয়াতে আপনি চাইলে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যেতে পারেন কিন্তু বিষয় হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে রোমানিয়াতে যেতে চান তাহলে কত টাকা আপনাকে খরচ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তার একটি তথ্য আমাদের কাছে আছে।

যারা দেশের অভ্যন্তরে কাজ করতে পছন্দ করছেন না বা দেশের অভ্যন্তরে জীবিকা নির্বাহ করে তার পরিবারকে স্বাবলম্বী করা যাচ্ছে না তারা চেষ্টা করেন দেশের বাইরে যেতে। দেশের বাইরে গিয়ে আপনি যদি সঠিক জায়গাতে সঠিক কাজ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে বেশি বেতন পাবেন যেটাতে আপনি আপনার পরিবারকে সাবলম্বী করতে পারবেন এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন।

আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী রোমানিয়াতে দুইটি উপায়ে যাওয়া যায় এবং তার মধ্যে প্রথম উপায় হল সরকারি ভাবে যাওয়া। রোমানিয়ার কর্তৃপক্ষ সবার প্রথমে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকারের মাধ্যমে অল্প কিছু লোক রোমানিয়াতে যায় মাঝে মধ্যে। আপনি যদি সরকারি ভাবে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভাগ্যের ব্যাপার তার কারণ হচ্ছে সরকারি ভাবে গেলে খরচ অনেক কমে যায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। রোমানিয়াতে যাওয়ার জন্য সরকারিভাবে আপনি যদি যেতে চান তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রোমানিয়াতে গিয়ে কাজ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার খরচ হবে ৫ লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মত।

রোমানিয়ার ভিসা করতে কত টাকা লাগে ২০২৩

আপনি যদি রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চান তাহলে সেখানে সরকারীভাবে কত টাকা খরচ হবে তার একটি ধারণা আমরা উপরে দিয়ে দিয়েছি। এই অংশের মাধ্যমে আমরা আপনাদের এটা জানাতে পারব যে ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি যদি বেসরকারি এজেন্সির মাধ্যমে তাড়াহুড়ো করে যেতে চান তাহলে কি পরিমান খরচ হতে পারে। মূলত বেসরকারি এজেন্সির মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা নেই যদি কোম্পানির সঠিক থাকে এবং আপনি যদি প্রতারকের শিকার না হন তাহলে অবশ্যই রোমানিয়াতে গিয়ে অর্থ উপার্জন করতে পারবেন এবং নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারবেন। আবে যেহেতু এজেন্সির মাধ্যমে করা হয় তাই এজেন্সির যারা কর্মকর্তা আছে তাদের বেতন বা অন্যান্য খরচ বাবদ এখানে খরচের পরিমাণটা একটু বেড়ে যায়।

আমরা একটি প্রতিবেদন থেকে এটা জানতে পেরেছি যে আপনি যদি বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রোমানিয়াতে যেতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে আপনি কোম্পানির আন্ডারে কাজ শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার খরচ হবে ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মত। আশা করছি বিষয়টি আপনি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন যদি আপনার রোমানিয়াতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনার সেই ইচ্ছেকে বাস্তবে রূপান্তর করতে আমাদের আজকের এই তথ্যগুলো অবশ্যই কাজে আসবে বলে আমি মনে করছি । ছাড়া রোমানিয়াতে যাওয়ার খুঁটিনাটি আরও তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত করবেন যেখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে যেটা আপনার কাজে আসতে পারে।

রোমানিয়াতে টুরিস্ট ভিসার মাধ্যমে যেতে কত টাকা খরচ হবে

রোমানিয়াতে টুরিস্ট দের জন্য যে ভিসা প্রদান করা হয় সেই ভিসার মেয়াদ থাকে 90 দিন। যেহেতু ৯০ দিনের ভিসা অত্যন্ত অল্প সময়ের ভিসা তাই এই ভিসা স্বাভাবিকভাবেই অনেক কম খরচে করা যায় তবে যেহেতু টুরিস্ট হিসাবে আপনি সেখানে যাচ্ছেন বেড়ানোর উদ্দেশ্যে সেহেতু আপনি সেখানে একটু খরচাপাতি বেশি করতে পারেন তার কারণে একটু বেশি খরচ করতে পারে। সবমিলে আপনি যদি বাংলাদেশ থেকে রোমানিয়াতে যেতে চান তাহলে কি পরিমান খরচ হবে তার একটি ভালো ধারণা আমরা এখানে প্রোভাইড করব।

আমরা যতটুকু জানতে পেরেছি কেউ যদি বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসার মাধ্যমে রোমানিয়াতে যেতে চাই তাহলে সেখানে তাকে ভিসা বাবদ খরচ করতে হবে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকার মত। সাধারণত ইউরোপের দেশগুলোতে আপনি যদি যেতে চান তাহলে সেখানে ভিসা বাবদ প্রচুর টাকা খরচ করতে হয় তার কারণ হচ্ছে এটাও তাদের একটি অর্থনৈতিক আয়। তারা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং তারা চেষ্টা করে তাদের দেশে যারা আসবে তাদের মধ্য থেকে কিছু অর্থনৈতিক উপাদান করতে।

রোমানিয়াতে যেতে সর্বনিম্ন বয়স কত লাগে

রোমানিয়াতে আপনি যদি কাজের উদ্দেশ্যে যান অর্থাৎ যে কোন ধরনের ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যান তাহলে সর্বনিম্ন বয়স কত হতে হবে সেটা অনেকেই জানতে চাই। শুধু রোমানিয়া তে নয় চাকরির ক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম আছে আমরা যদি সেই নিয়ম ফলো করি তাহলে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর।

১৮ বছরের নিচে আপনি কোনভাবে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারবেন না তার কারণ হচ্ছে ১৮ বছর বয়স হলেই আপনি কাজ করার উপযোগী হবেন এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী। আর যেহেতু এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন তাই কোন দেশি আপনার কোন ধরনের দুর্বলা থেকে মেনে নেবে না তাই তারা ১৮ বছর ছাড়া কোনভাবেই আপনাকে তাদের দেশে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে দেবে না।

তবে যারা পর্যটক হিসেবে যায় অথবা যারা স্টুডেন্ট ভিসাতে চায় এছাড়াও চিকিৎসা-বিসার জন্য বিভিন্ন ভিসার জন্য রোমানিয়াতে প্রবেশ করা যায় আঠারো বছরের নিচে। এখানে বয়স ফ্যাক্ট হয় না তার কারণ হচ্ছে যারা বেড়াতে চাই তারা যে কোন বয়সেই বেড়াতে পারে আবার যারা পড়াশোনা করতে চায় তারা যে কোন বয়সেই পড়াশোনা করতে রোমানিয়াতে যেতে পারে তাই এই বিষয়ে কোন ধরনের বয়সের সীমা বাধ্যতা নেই। আশা করছি রোমানিয়াতে যাওয়ার জন্য বয়স সংক্রান্ত যদি কোন সমস্যা আপনাদের থেকে থাকে সেটা এখান থেকে সমাধান করা গেল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *