এক মিলিয়ন সমান কত টাকা

প্রশ্নটি যদি হয় এক মিলিয়ন সমান কত টাকা তাহলে বলবে এটা ভুল প্রশ্ন। আপনি যদি প্রশ্ন হয় ভুল করেন তাহলে তার সঠিক উত্তর কখনোই খুঁজে পাবেন না শুধুমাত্র আপনার হয়রানি হবে। এক মিলিয়ন কোন মুদ্রার নাম নাই সাধারণত উন্নত বিশ্বের মানুষেরা গণনাকে আরো বেশি সহজ করতেই মূলত এই শব্দ দুটির ব্যবহার করেছে। একটি হচ্ছে মিলিয়ন এবং একটি হচ্ছে বিলিয়ন। আমরা ছোটবেলা থেকেই অংক গণনা শিখে এসেছি যেখানে একক, দশক এই হিসেবে কোটি পর্যন্ত ব্যবহার করা হয়। কিন্তু উন্নত বিশ্বের অন্যতম মানুষগুলো লক্ষ্যের পরে মিলিয়ন উচ্চারণ করে তারপরে করে বিলিয়ন।

আজকে আমরা জানার চেষ্টা করব সঠিকভাবে মিলিয়ন এর ব্যবহার। ১ মিলিয়ন বলতে কত বোঝায় সেটা অনেকেই জানে না বা জানার পরেও গুলিয়ে ফেলে। এক মিলিয়ন সাধারণত 10 লক্ষ বোঝায়। মনে করুন আপনার কাছে টাকা আছে সেটা গুনতে গুনতে ১০ লক্ষে পৌঁছেছে এখন আপনি ইউরোপের কোন নাগরিকের কাছে সেটা কোথায় বা ভাষায় বলে প্রকাশ করতে চাইবেন তখন সেটা কি বলবেন।

তাদের কাছে 10 লক্ষের থেকে ১ মিলিয়ন কথাটি সহজ হবে এবং তারা এটা সহজে বুঝতে পারবে। তাহলে উপরের প্রশ্নের দিকে ফিরে যাওয়া যাক যেখানে বলা হয়েছে এক মিলিয়ন সমান কত টাকা এটা একেবারে ভুল প্রশ্ন? এখানে যদি আপনি এক মিলিয়ন ডলার অথবা এক মিলিয়ন টাকা সমান কত টাকা এরকম কিছু প্রশ্ন করতে তাহলে উত্তর সঠিকভাবে দেওয়া যেত । চলুন নিচের অংশগুলোতে এরকম ধরনের কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া নেওয়া যাক।

এক মিলিয়ন ভিউ সমান কত টাকা

বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আগের দিনে শুধুমাত্র বিনোদনের জন্য এই মাধ্যমগুলো মানুষ ব্যবহার করত কিন্তু এখন অর্থ উপার্জনের জন্যই মাধ্যমগুলো আমরা সকলেই ব্যবহার করছি।। কষ্ট করে মানুষের পছন্দ অনুযায়ী আকর্ষণীয় আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করছে ব্লগ আকারে এবং সেটা ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করছে।

আবার কেউ আছে তারা একেবারেই অলস কিছুই করতে পারে না শুধুমাত্র সকালে ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো করে এবং ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করে সবগুলোর ভিডিও করতে পারে এবং সেটা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারে। হঠাৎ করে এইভাবে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে করতে তার ভিজিটর সংখ্যা বাড়ে এবং মনিটরাইজেশন বাড়ে। এই ব্যাপারেই দেখা যায় যে সে একদিন youtube অথবা facebook থেকে ইনকাম করা শুরু করে।

প্রচুর পরিমাণে সকলে এই জিনিসগুলোর ওপর বর্তমানে দক্ষ হতে শুরু করেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপট এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রেক্ষাপট আরো প্রকোপ আকার ধারণ করেছে। বাংলাদেশের প্রায় মহল্লায় মহল্লায় এখন ইউটিউবার পাওয়া যাবে এবং ইন্ডিয়াতে গেলে প্রতি বাড়িতে বাড়িতে একটি করে ইউটিউবার পাওয়া যাবে যারা youtube এ প্রতিনিয়ত তাদের কন্টেন্ট আপলোড করছে।

এমনই হাজারো লক্ষ লক্ষ মানুষের এটি প্রশ্নর আছে সে প্রশ্ন হচ্ছে ১ মিলিয়ন ভিউ হলে কত টাকা পাওয়া যায়। প্রত্যেকটি কনটেন্ট এর নিচে ভিউয়ের সংখ্যার লিখা থাকে এবং সেখানে যাদের এক মিলিয়ন ভিউ হয় তাদের জন্য কংগ্রাচুলেশন্স দেওয়া হয়। এক মিলিয়ন ভিউ বলতে কি সেটা অনেকে বোঝেনা না বুঝে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে।

আগে বুঝতে হবে এক মিলিয়ন ভিউ সমান কত অর্থাৎ আপনার যে ভিজিটর সংখ্যা ছিল সেটা যদি ১ মিলিয়ন হয় তাহলে বাস্তবে কতজন ভিজিটর আপনার সেই ব্লক কে দেখেছে। 1 মিলিয়ন সমান ১০ লক্ষ তাই সেখানে স্বাভাবিকভাবেই এটা বলা যায় যে দশ লক্ষ ভিজিটর আপনার সেই ভিডিও কনটেন্ট বা ব্লগকে দেখেছে। এখন আসি টাকার ব্যাপারে যেটার জন্যই মূলত সকলে এই ব্লক তৈরি করে বা ভিডিও কনটেন্ট তৈরি করে।

প্রতিনিয়ত আপনার ভিডিওতে প্রচুর ভিজিটর পাওয়া যাচ্ছে কিন্তু সেখান থেকে কোন উপার্জন আসছে না অবশ্যই সেটাতে আপনার মন ভেঙে যাবে। কিন্তু অল্প অল্প করে পাচ্ছেন এবং অল্প অল্প করে উপার্জন হচ্ছে অবশ্যই আপনার মনোবল শক্ত হবে এবং আপনি ভবিষ্যতে আরো ভালো কনটেন্ট তৈরি করার উৎসাহ পাবেন। এখন অনেকের এক মিলিয়ন ভিউ হয় সেখান থেকে সে কি পরিমান ইনকাম করে বাইরে থেকে সেটা বলা একেবারে ঠিক হবে না।

কারণ হচ্ছে বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ধরনের ইনকাম পদ্ধতি রয়েছে বা বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। এমন নয় যে এক মিলিয়ন ভিউ ইউটিউবে যত টাকা হয় সেই এক বিলিয়ন ভিউয়ে ফেসবুক থেকে একই পরিমাণ টাকা উপার্জন করা যায়। দুইটা প্লাটফর্ম সম্পূর্ণ আলাদা এরকম আরো দশটা প্লাটফর্ম রয়েছে যারা সম্পূর্ণ আলাদা আলাদা নিয়মে টাকা প্রদান করে। এই টাকাটা মূলত আসে গুগল এডসেন্স এর মাধ্যমে তাই এখানে বিভিন্ন প্লাটফর্মের গুগল এডসেন্স এর নিয়ম আলাদা আলাদা তাই এখানে সঠিকভাবে এটা বলা যাবে না এক মিলিয়ন ভিউ থেকে কত টাকা ইনকাম করা যায়।

এখন আপনি যদি মনে করেন ইউটিউব থেকে এক মিলিয়ন ভেবে কত টাকা ইনকাম করা যায় এই প্রশ্নের উত্তর কি হবে তাহলে সেটাও বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আপনি কি ধরনের কনটেন্ট তৈরি করছেন সেই কনটেন্ট এর ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবে মূলত আপনাকে এড দেওয়া হয় এবং তার ভিত্তিতে ইনকাম হয়। ঠিক যেমন কিছু কিছু ভালো কনটেন্ট আছে যেখানে ব্লগ এবং মোটর বাইক রেস, গেমিং এই ধরনের কন্টাইন থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় যেটা নর্মাল কনটেন্ট থেকে পাওয়া যায় না। তবে বাংলাদেশের অভিজ্ঞ কয়েকজন ইউটিউবার এর মতে যদি কেউ ইউটিউবে ভালো কনটেন্টদের মাধ্যমে এক মিলিয়ন ভিউ পায় এবং তার যদি google এডসেন্স থাকে তাহলে তার প্রায় সেই আর্টিকেল থেকে ১০০ ডলার ইনকাম করা সম্ভব সর্বনিম্ন।

১ মিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা

উপরে খুব সুন্দর ভাবে আমরা এটা আপনাদের বুঝিয়েছি যে এক মিলিয়ন সমান কত। ১ মিলিয়ন সমান ১০ লক্ষ। এখন আমরা সহজেই বের করতে পারবো এক মিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা। আজকের দিনে ডলার রেট আমরা হিসেবের জন্য ব্যবহার করব। আজকের বাজার দর অনুযায়ী এক মিলিয়ন ডলারকে যদি বাংলাদেশি টাকায় রূপান্তর করা হয় তাহলে কত আসছে সেটা জানব।

তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি বর্তমান বাজার দর অনুযায়ী এক মিলিয়ন ডলার যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে কত টাকা আছে। অবশ্যই ১০ লক্ষ ডলার থাকা মানে আপনার কাছে প্রচুর অর্থ আছে এবং আপনি এক কথায় বড়লোক। আজকে আমার জানার চেষ্টা করি সেই বড়লোক মানুষের কাছে অর্থাৎ যার কাছে এখনও ডলার আছে তার কাছে বাংলাদেশের টাকায় কত টাকা আছে। বর্তমান রেট অনুযায়ী ১০ লক্ষ মার্কিন ডলার সমান সমান বাংলাদেশি টাকায় ১০৬৯৮০৬০০.০০ টাকা।

ইউটিউবে ভিউ বাড়ানোর উপায়

কনটেন্ট দিক দিয়ে ইউটিউব সবার থেকে এগিয়ে তার কারণ হচ্ছে ইউটিউব বিশ্বের প্রথম ভিডিও কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম। তারাই প্রথমে গুগল এডসেন্সের মাধ্যমে ব্যবসা শুরু করে এবং আস্তে আস্তে তারা ব্যবসা পরিচালনা করছে। তাই এখানে যদি আপনি একজন কনটেন্ট ক্রিকেটার হয়ে থাকেন তাহলে চেষ্টা করুন সব সময় ভালো কনটেন্ট তৈরি করতে। সবার প্রথমে রুলস হচ্ছে কোন ধরনের কপি ছাড়া কন্টেন্ট তৈরি করুন।

এবং আস্তে আস্তে আপনার কন্টেন্টের পরিধি বাড়িয়ে তুলুন দেখবেন আপনার youtube পোস্টের ডিজিটাল সঙ্গে এমনিতে বেড়ে চলেছে। আর হ্যাঁ গুগল যে কোন সময় আপডেট নিচ্ছে তাই আপডেটগুলো ফলো করুন এবং google এর নতুন নতুন নিয়ম গুলো সতর্কতার সঙ্গে অবলম্বন করুন যাতে আপনার পোস্ট এর ভিজিটর সংখ্যা সংখ্যা বাড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *