ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় ২০২৩

পৃথিবীর সব থেকে বড় যোগাযোগের সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। ফেসবুক এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার হারিয়ে যাওয়া বন্ধু কেউ খুঁজে পেতে পারেন। মূলত গোটা পৃথিবীর মানুষকে একটি মাধ্যমে কানেক্ট রাখতেই এই ফেসবুকের আবিষ্কার এবং যেটা এখন বাস্তবে রূপ নিয়েছে। এই ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং এই ফেসবুকের ব্যবহারের ওপর মানুষ প্রতিদিন অভ্যস্ত হচ্ছে। তবে দিন যত যায় প্রত্যেকটি জিনিস পরিবর্তন হয়। আমরা দশ বছর আগে যে ফেসবুক ব্যবহার করতাম ১০ বছর পরে এখন সেই ফেসবুক আগের মত আর নেই। আমরা দশ বছর আগে ফেসবুক খুলেছি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেখানে মাঝেমধ্যে নিজের ভালোলাগা পছন্দের জিনিস আপলোড করেছি।

নিজের প্রিয়জন বন্ধু বান্ধবীদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছি এবং সেখান থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করেছি। তাদের সঙ্গে নিয়মিত কথা বলেছি এমন হয় যে বন্ধুদের সঙ্গে প্রতিদিন দেখা না হলেও অন্তত ফেসবুকে প্রতিদিন কথা হয়। কিন্তু আস্তে আস্তে সেই facebook এর পরিধি বৃদ্ধি পেয়েছে এবং ফেসবুক নতুন নতুন ফিচারস এবং নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে এখন বিশ্বের অন্যতম একটি সোশ্যাল মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি অবাক করা কথা হল এই ফেসবুকের মাধ্যমে যে ইনকাম করা যাবে এবং এই ফেসবুক হবে কিছু মানুষের আয়ের উৎস জীবিকার উৎস সেটা কেউ ভাবতেও পারেনি। আজকে তা বাস্তবতায় রূপ নিয়েছে এবং কিছু কিছু মানুষের জীবিকার উৎস হিসেবে facebook দাঁড়িয়ে আছে। চলুন আমরা জানার চেষ্টা করি এই ফেসবুক থেকে একজন মানুষ কিভাবে ইনকাম করতে পারবে কি কি উপায় তার সামনে খোলা আছে সেটাও জানব।

 

ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করার উপায়

আপনি পড়াশোনা শেষ করেছেন এখন নিজে স্বাবলম্বী হতে যাচ্ছেন নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন। কিন্তু নিজে উদ্যোক্তা হওয়ার জন্য সঠিক মার্কেটপ্লেস আপনি খুঁজে পাচ্ছেন না এবং আপনি অন্যান্য কমপেটেটরদের সঙ্গে পেরে উঠতে পারছেন না। এমন পরিস্থিতিতে ফেসবুক আপনার পাশে আছে এবং আপনি যদি সঠিকভাবে আপনার মার্কেট তৈরি করতে পারেন এবং কাস্টমারদের ভালো একটি মার্কেটপ্লেস তৈরি করে দিতে পারেন এই ফেসবুকের মাধ্যমে তাহলে আপনাকে আর অফলাইনে পণ্য বিক্রয় করতে হবে না। আপনি ফেসবুকের মাধ্যমে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রয় করতে পারবেন। আমার কাছে মনে হয় ফেসবুকের মাধ্যমে ইনকাম করার এটি অন্যতম একটি উপায় যেটা আপনি খুব সহজেই করতে পারবেন।

এছাড়াও এর আরো একটি ভালো দিক আছে সেটা হচ্ছে আপনি যদি নিজে থেকেই নিজের মার্কেটপ্লেস তৈরি করতে না পারেন তাহলেও আপনি মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন। বিভিন্ন বড় বড় মার্কেটপ্লেস এর পণ্যগুলো প্রমোট করার দায়িত্ব আপনি নিতে পারেন সেখান থেকে ফেসবুকের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং এটা হবে আপনার ইনকামের ভালো একটি উৎস।

ফেসবুকে কনটেন্ট তৈরির মাধ্যমে টাকা আয় করার উপায়

আগে ইউটিউব এ কন্টেন্ট তৈরীর কথা আমরা শুনেছি কিন্তু ফেসবুকে কনটেন্ট তৈরি করার কথা একেবারেই নতুন। যেহেতু গোটা বিশ্বে সবথেকে বেশি ইউজার রয়েছে ফেসবুকে তাই ফেসবুক চিন্তা করেছে এর মাধ্যমে কিভাবে ইনকাম বাড়ানো যায়। এর জন্য একজন ফেসবুক ব্যবহারকারীকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে এবং সেগুলো ফেসবুকে আপলোড করতে হবে। কিভাবে আস্তে আস্তে যখন তার ভিজিটরের সংখ্যা অনেক বেশি হবে এবং তার ফলোয়ারের সংখ্যা বেশি হবে তখন তাকে মনিটানাইজেশন দেওয়া হবে যেখান থেকে তাকে ইনকাম শুরুর পথ দেখিয়ে দেওয়া হবে।

আপনিও যদি তেমন কিছুই করতে চান তাহলে আপনার ফেসবুক আইডি ব্যবহার করে সেখানে ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনিও ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন। আর ফেসবুকের মাধ্যমে ইনকাম করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এটি যেখানে আপনি যদি কিছু করতেও না পারেন তাহলে সারাদিনের কাজকর্মগুলোকে সুন্দরভাবে ফ্রেমবন্দি করে সেটা আপলোড করুন। আস্তে আস্তে দেখবেন আপনিও উন্নতি করছেন এবং আপনারও ফেসবুক থেকে ইনকাম হচ্ছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয়

ফেসবুক হচ্ছে যোগাযোগের অন্যতম বড় মাধ্যম আর এই যোগাযোগের মাধ্যম কি আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি এই ফেসবুকের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যাদের ধারণা নেই তারা হয়তো এই অংশটুকু বুঝবেন না কিন্তু যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা রাখে তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন ফেসবুক আইডি ব্যবহার করে অ্যাফিলিয়েট এর মার্কিং করা কতটা সহজ। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোম্পানির আন্ডারে এফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাদের পণ্যের প্রচার আপনার ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজ এবং আপনার প্রিয়জনদের সামনে করতে পারে।

সেখানে আপনি লিঙ্ক শেয়ার করবেন এবং সেই লিংকে প্রবেশ করার পরে কেউ যদি সেখান থেকে সেই পণ্যটি ক্রয় করে তাহলে আপনাকে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ মুনাফা। ঠিক এইভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কে ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্রতিদিন ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এটাও অনেক ভালো একটি উপায় ফেসবুক থেকে ইনকাম করার।

ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা করে টাকা ইনকাম করার উপায়

বেশিরভাগ মানুষই এখনো গ্রামে রয়েছে এবং যারা শহরে আছে তাদের মন কেন জানিনা গ্রামে পড়ে থাকে। আমাদের ঐতিহ্য আমরা কখনোই ভুলতে পারবো না এবং সেই ঐতিহ্য কে কাছে রাখতে আমরা সবকিছুই করতে পারি। যদিও বাংলাদেশের গ্রামগুলোতে এমন কিছু জিনিস বিলুপ্ত হয়ে গেছে যেগুলো আর কখনোই ফিরে আসবে না। এরকম বিলুপ্তপ্রায় পণ্য বা গ্রামীণ যে পণ্যগুলো রয়েছে সেগুলো আপনি যদি সঠিকভাবে ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারণা করতে পারেন তাহলে সেই পণ্যগুলো ক্রয় করার গ্রাহকের অভাব হবে না। এছাড়াও বিভিন্ন খাবারের পণ্য বিভিন্ন পোশাক পণ্য এই ধরনের পণ্যগুলো অনেকেই ফেসবুকের মাধ্যমে ক্রয় করে।

আপনাকে যে কাজটি করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারপর সেই পণ্যের ব্যবসার জন্য আপনাকে ফেসবুকের মাধ্যমে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে। আস্তে আস্তে আপনি দেখবেন আপনার সেই মার্কেটিং ফলপ্রসু হচ্ছে এবং আপনি ফেসবুকের মাধ্যমে প্রতিদিন অর্ডার কনফার্ম করা শুরু করছেন। যখন আপনি ফেসবুকের মাধ্যমে সঠিকভাবে এই ব্যবসা পরিচালনা করতে পারবেন দেখবেন ফেসবুকের মাধ্যমে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন একটি ব্যবসা করে।

ফেসবুক পেইজ অথবা গ্রুপ থেকে টাকা ইনকাম করার উপায়

অনেকে রয়েছে যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করে। কেউ কেউ রয়েছে যারা ফেসবুক পেজ তৈরি করে এবং সেই পেজগুলো কিছু সময়ের জন্য ডেভলপ করে যখন সেই পেজগুলো একটি সুন্দর পেইজে রূপান্তর হয় তখন সেটা বিক্রি করে। অনেকে রয়েছে ফেসবুকের বড় বড় গ্রুপ তৈরি করার প্রচেষ্টা করে যখন সেই গ্রুপগুলোর মেম্বার সংখ্যা এক লক্ষ পেরিয়ে যায় তখন সেই গ্রুপগুলোর দাম অনেক বেশি হয় এবং তখন সেই গ্রুপগুলো তারা বিক্রি করে দেয়। এইভাবে সহজ উপায় আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন।

এছাড়াও facebook পেজ এবং গ্রুপের মাধ্যমে আরো বেশ কয়েকটি পদ্ধতি ইনকাম করা যায় ঠিক যেমন আপনার পণ্যের প্রচারণা আপনি ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে করতে পারবেন অথবা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে করতে পারবেন। অন্য কেউ আপনার ফেসবুক পেজ এবং গ্রুপ ব্যবহার করে যদি কোন পণ্যের মার্কেটিং করতে চাই সে ক্ষেত্রেও আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন তাই আশা করছি আপনি ফেসবুক থেকে ইনকাম করার বেশ কয়েকটি পদ্ধতি আমাদের এখান থেকে আজকে শিখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *