কল ফরওয়ার্ড কিভাবে করব ২০২৩ কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কল ফরওয়ার্ড কিভাবে করতে হয় এবং কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম সম্পর্কে। আপনারা যারা কল ফরোয়ার্ড সম্পর্কে জানেন না যে কিভাবে এটি চালু করতে হয় এবং কিভাবে এটি বন্ধ করতে হয় তার আজকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন।

কল ফরওয়ার্ডিং কি

প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার কল ফরওয়ার্ডিং কি? কল ফরওয়ার্ডিং হলো এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার ইনকামিং ফোন কল কে ট্রানস্ফার করে অন্য নাম্বারে ফরোয়ার্ড করতে পারবেন। অর্থাৎ আপনার নাম্বারে যদি কেউ কল করে তাহলে আপনি যদি আপনার ফোনে কল ফরওয়ার্ডিং অপশনটি চালু রাখেন তাহলে যে নাম্বারে আপনি ফোন কল ট্রান্সফার করার জন্য নির্বাচন করেছেন ওই ফোন কোনটি সেই নির্বাচিত নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে। 

আপনি কি একজন মোবাইল ফোন ব্যবহারকারী? আপনি কি আপনার ইনকামিং ফোন কল কে ফরওয়ার্ড করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই অবস্থান করছেন। কারণ আজকের এই পোস্ট এর মাধ্যমে আপনারা কল ফরওয়ার্ড করার নিয়ম এবং কল ফরওয়ার্ড বন্ধ করার যাবতীয় নিয়ম সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানতে পারবেন। তাই আশা করব আপনারা আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন এবং আমাদের সাথেই থাকবেন।

কল ফরওয়ার্ড করার পদ্ধতি

কল ফরওয়ার্ড করার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। একটি হল ফোনের বিল্ট ইন ফাংশন ব্যবহার করার মাধ্যমে এবং অপরটি হল ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে। এখন আমরা আপনাদের সামনে দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ফোনের বিল্ট ইন ফাংশন এর মাধ্যমে কল ফরওয়ার্ড করার নিয়ম

বর্তমানে সব ধরনের হ্যান্ডসেটে কল ফরওয়ার্ড অপশন চালু রয়েছে। আপনি বাটনওয়ালা ফোন ব্যবহার করেন আর স্মার্ট ফোন ই ব্যবহার করেন না কেন সব ধরনের হ্যান্ডসেটেই কল ফরওয়ার্ড অপশন বর্তমান রয়েছে। আপনি যদি কল ফরওয়ার্ড অপশনটি ফোনের বিল্ট ইন ফাংশন এর মাধ্যমে চালু করতে চান তাহলে প্রথমে আপনার হ্যান্ডসেটের সেটিং অপশনে চলে যাবেন।

সেখানে কল সেটিং এ গেলে আপনারা কল ফরোয়ার্ড এর একটি অপশন পেয়ে যাবেন। এরপর সেখানে প্রবেশ করুন। সেখানে প্রবেশ করা মাত্রই আপনাদেরকে যে নাম্বারে কল ফরোয়ার্ড করতে চান সেই নাম্বারটি চাইবে। আপনারা সেখানে তার প্রবেশ করান। এরপর ওকে দিয়ে বের হয়ে আসুন।

এরই মাধ্যমে আপনাদের ফোনে কল ফরওয়ার্ড অপশন চালু হয়ে যাবে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আপনি যখন কল ফরওয়ার্ড অপশনটি চালু করবেন তখন আপনার কাছে কয়েকটি অপশন সম্পর্কে জানতে চাইবে। তা হল, আপনি যদি নেটওয়ার্কের বাইরে অবস্থান করেন তাহলে এই অপশনটি সিলেক্ট করুন।

অথবা জানতে চাইবে যে আপনি যদি কোন ইনকামিং কল রিসিভ না করেন তাহলে এই অপশন সিলেক্ট করুন। কিংবা আপনার কাছে জানতে চাইতে পারে আপনি যদি কোন কলই রিসিভ করতে না চান তাহলে এই অপশন সিলেক্ট করুন। মূলত এই তিনটি অপশন ই আপনাদের সামনে আসবে। এখন আপনাদের যেটা পছন্দ সেই অপশন সিলেক্ট করে সার্ভিসটি চালু করে নিতে পারেন।

ইউএসএসডি কোড ডায়াল করে কল ফরওয়ার্ড অপশন চালু করার পদ্ধতি

প্রথমেই বলে রাখি ইউএসএসডি কোড হল একটি নির্দিষ্ট নাম্বার ডায়াল করার মাধ্যমে কোন একটি সার্ভিস চালু করার কোড। আপনারা যারা ইউএসএসডি কোড ডায়াল করে কল ফরওয়ার্ড অপশন চালু করতে চাচ্ছেন তাদের জন্য কোড নাম্বার ব্যবহারের নিয়মটি দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটি হল *21*আপনার নাম্বার#.

এখানে আপনার নাম্বার বলতে আমরা বুঝিয়েছি যে, যেই নাম্বারটিতে আপনারা কল ফরওয়ার্ড করবেন সেই নাম্বারটি ওখানে টাইপ করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি আপনারা আপনাদের হ্যান্ডসেটের ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন এবং সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এর সাথে সাথেই আপনাদের কল ফরওয়ার্ড অপশনটি চালু হয়ে যাবে।

কল ফরওয়ার্ড অপশন চেক করার নিয়ম

আপনারা যদি উপরুক্ত যে কোন নিয়মে আপনাদের হ্যান্ডসেটে কল ফরওয়ার্ড অপশন চালু করে থাকেন এবং পরবর্তীতে তা চালু হয়েছে কিনা চেক করতে চান তাহলে আপনারা তো করতে পারবেন। এজন্য আপনাদেরকে একটি নির্দিষ্ট কোড নাম্বার ডায়াল করতে হবে। কোড নাম্বারটি হল *#২১# আপনারা এই কোড নাম্বারটি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাদের ফোনের ডায়াল অপশনে চলে যাবেন।

সেখানে গিয়ে এই কোড নাম্বারটি টাইপ করবেন এবং সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। মূলত আপনারা দুটি মেসেজ দেখতে পাবেন যা আপনাদের ফোনের ডিসপ্লে তে প্রদর্শিত হবে। যদি কল ফরওয়ার্ড অপশন টি চালু হয়ে থাকে তাহলে মেসেজ দেখতে পাবেন যে, voice forwarded. আর যদি আপনাদের কল ফরওয়ার্ড অপশনটি চালু না হয়ে থাকে তাহলে দেখতে পাবেন voice not forwarded. এ দুটি মেসেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের কল ফরওয়ার্ড অপশনটি চালু হয়েছে, কি হয়নি।

আরো একটি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেভাবে আপনারা কল ফরওয়ার্ড অপশন টি চেক করে নিতে পারবেন। এই পদ্ধতিটিও একটি নির্দিষ্ট ইউএসএসডি কোড নাম্বার ডায়াল করার মাধ্যমে সম্পন্ন করতে হয়। কোড নাম্বারটি হল *#62#. যাদের ফোনে উপরোক্ত কোড নাম্বারটি সাপোর্ট করে না তাদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আপনারা এই কোড নাম্বারটি উপরোক্ত নিয়মে ডায়াল করলেই আপনাদের ফোনে কল ফরওয়ার্ড অপশনটি চালু হয়েছে কিনা তা যাচাই করে নিতে পারবেন।

কল ফরওয়ার্ড অপশন বন্ধ করার নিয়ম

কল ফরওয়ার্ড অপশন বন্ধ করার জন্য আপনাদেরকে একটি নির্দিষ্ট কোড নম্বর ডায়াল করতে হবে। কোড নাম্বারটি হল #21#. এ জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের ডায়াল অপশনে যেতে হবে। সেখানে গিয়ে এই কোড নাম্বারটি টাইপ করবেন এবং সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সাথে সাথেই আপনাদের ফোনে চলমান সকল কল ফরওয়ার্ড অপশন বন্ধ হয়ে যাবে। আমরা ওপরে দুটো পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি।

আপনি যে মাধ্যমেই কল ফরওয়ার্ড অপশন চালু করুন না কেন এই কোড নাম্বারটা ডায়াল করা মাত্রই আপনাদের সকল ফরওয়ার্ড অপশন বন্ধ হয়ে যাবে। এবং আপনাদের ফোনের ডিসপ্লে তে একটি মেসেজ প্রদর্শিত হবে। মেসেজটি হল call forwarding service has been disabled.

আপনাদের সুবিধার্থে আরো একটি কোড নাম্বার জানিয়ে দিতে চাই। যাদের ফোনে উপরোক্ত কোড নাম্বার সাপোর্ট করবে না তাদের জন্য দুশ্চিন্তার কিছু নেই। আরো একটি কোড নাম্বার রয়েছে যার মাধ্যমে আপনারা সকল ধরনের কল ফরোয়ার্ড সার্ভিস একেবারে বন্ধ করে দিতে পারবেন। কোড নাম্বারটি হল ##002#. আপনারা যদি উপরোক্ত নিয়মে এই কোড নাম্বারটি ডায়াল করেন তাহলে আপনাদের ফোন থেকে সকল ধরনের কল ফরওয়ার্ডিং অপশন সফলভাবে বন্ধ হয়ে যাবে।

একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই তা হল, আপনারা যখন কল ফরওয়ার্ড অপশন চালু করবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য করবেন। তা না হলে আপনাকে কেউ ফোন কল করে খুঁজে পাবেনা। অথবা যে নাম্বারে আপনারা কল ফরওয়ার্ড করছেন সে নাম্বারটি যদি সচল থাকে তবে প্রতিটি কল রিসিভ করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট কল রেটে আপনাদের ওই সিমের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ জিও সিম নাম্বার দিয়ে আপনারা কল ফরওয়ার্ড অপশন চালু করেছিলেন যে নাম্বার থেকে টাকা কেটে নেওয়া হবে। তাই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে কল ফরওয়ার্ড অপশন দীর্ঘ সময়ের জন্য সচল না রাখাই শ্রেয়।

সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে আমরা কল ফরওয়ার্ড অপশন চালু করার নিয়ম এবং তা বন্ধ করার নিয়ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারলাম। আশা করছি আপনারা এই নিয়মগুলো শিক্ষা নিয়েছেন এবং এখন থেকে নিজে নিজেই এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন।

আপনাদের যদি আমাদের আজকের এই পোস্ট সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এ বিষয়ে যদি কোন মন্তব্য থাকে তাও আপনারা কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। তথ্য প্রযুক্তি সংক্রান্ত নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *