How to Open Mcash Account ২০২৩ এম ক্যাশ একাউন্ট কিভাবে খুলবেন

আপনাদের মধ্যে যারা এমন রয়েছেন এম ক্যাশ একাউন্ট নামে ইতিপূর্বে শুনেছেন কিন্তু এখন পর্যন্ত এম ক্যাশ একাউন্ট খোলেননি তাদের জন্য আজকের এই পোস্ট। যারা মনে মনে ভেবে রেখেছেন একটি এম ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয় তারা আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন এম ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয়। বর্তমানে অর্থের লেনদেন এর জন্য আমরা বিভিন্ন সংস্থার দ্বারস্থ হচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে একই স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করছি। বাংলাদেশ মোবাইলভিত্তিক যে কয়টি আর্থিক লেনদেন প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এমক্যাশ অন্যতম। 

এম ক্যাশ নিয়ে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ন পোস্ট পড়ুন।আজকে আমরা আমাদের এই পোস্টে আলোচনা করব একটি এম ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয় এবং এই এম ক্যাশ একাউন্ট সম্পর্কে বিস্তারিত। এই এম ক্যাশ একাউন্ট কি এবং এই এম ক্যাশ একাউন্ট কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আমাদের এই পোস্ট সম্পন্ন পড়তে হবে। যেহেতু এমক্যাশ একাউন্টে একেবারেই নতুন তাই সকলেই এই বিষয়ে অবগত নন এবং এই বিষয়ে বিভিন্ন তথ্য এখনো অনেকের অজানা। আমরা এই সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আরো চেষ্টা করব আপনাদের কমেন্টের বিভিন্ন ধরনের সমাধান এই পোষ্টের মাধ্যমে করে দিতে।

এম ক্যাশ একাউন্ট কি

সবার প্রথমে আপনাদের জানতে হবে এম ক্যাশ একাউন্ট কি। অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনি এমন কোন প্রতিষ্ঠান শরণাপন্ন হবেন না যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানেন না। তাই এম ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়টি জানার পূর্বে আপনাকে জানতে হবে এম ক্যাশ একাউন্ট কি। আমরা সকলেই ইসলামী ব্যাংকের কথা শুনেছি।

বর্তমানে দেশে মোবাইলভিত্তিক আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান ব্যাপক সাড়া যোগাচ্ছে। সেই দিক বিবেচনা করে ইসলামী ব্যাংকে সিদ্ধান্ত নিয়েছে তাদের ব্যাংকের সেবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে পৌঁছে দেবে। ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে একটি সেবা চালু করে রেখেছে আর সেই সেবাটির নামই হলো এম ক্যাশ মোবাইল ব্যাংকিং।

এই এম ক্যাশ মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে আপনি চাইলে এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে টাকা আদান প্রদান করতে পারবেন। এ ছাড়াও অনেকে রয়েছে যারা দেশের বাইরে থেকেও এই এম ক্যাশের মাধ্যমে টাকা লেনদেন করেন। এতে করে খুব অল্প সময়ে এবং প্রয়োজন অনুযায়ী আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। যা ব্যাংকের মাধ্যমে করতে গেলে প্রচুর পরিমাণ সময় লাগতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এমক্যাশ অনেক সুবিধা নিয়ে আসতে পারে একজন ব্যবহারকারীর জন্য।

এছাড়াও এম ক্যাশ এর মূল লক্ষ্য হলো ব্যাংকিং সিস্টেম একদম তৃণমূল পর্যায়ের সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার। এই প্রকল্পের আওতায় ইসলামী ব্যাংক চেষ্টা করছে যাতে করে মানুষের সময় বাঁচে এবং বিভিন্ন রকম লেনদেনে কার্যক্রম কোনরকম ঝুঁকি ছাড়া সম্পূর্ণ হয়। আপনিও যদি মনে করেন আপনার আর্থিক লেনদেন গুলো ঝটপট সম্পন্ন হয়ে যাক এবং কোন ধরনের ঝুঁকি ছাড়া সেটা সম্পন্ন হয়ে যাক তাহলে আপনি ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এমক্যাশ ব্যবহার করতে পারেন। যেহেতু ইসলামী ব্যাংক সবার কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সেই ব্যাংকের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা এমক্যাশ ও বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান হতে পারে।

এম ক্যাশ একাউন্ট কিভাবে খুলতে হয়

আপনি যদি এম ক্যাশ একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে নিকটস্থ এম ক্যাশ এজেন্ট এর শরণাপন্ন হতে হবে। তবে বর্তমানে নিজে থেকেই এম ক্যাশ একাউন্ট খোলার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে গ্রাহকরা আরো আনন্দের সাথে নিজের একাউন্ট নিজে খুলতে পারেন।

নিজে থেকে আপনি যদি ঘরে বসে এম ক্যাশ একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে প্রথমত এম ক্যাশ একাউন্ট এর অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং সেখান থেকে এম ক্যাশ একাউন্ট নামের এই অ্যাপসটি ডাউনলোড করুন এবং ইন্সটল করে নিন।

আপনার যেহেতু পূর্ব থেকে এম ক্যাশ একাউন্ট নেই তাহলে আপনাকে নতুন একটি একাউন্ট খোলার জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনার মোবাইল এর ইন্টারনেট কানেকশন অন করে আপনাকে এম ক্যাশ এর অফিশিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে। অ্যাপে প্রবেশ করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন অপশনটির উপর ক্লিক করুন।

এর পরে আপনি যখন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেই পেজে আপনার মোবাইল নম্বরটি বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে আপনাকে অপারেটর চয়েস করে দিতে হবে আপনি কোন অপারেটরের নাম্বার দিয়ে এই এম ক্যাশ একাউন্ট খুলতে চাচ্ছেন।

এর পরে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে একাউন্ট খুলতে চান সেই ফোন নম্বরে একটি কনফার্মেশন কোড যাবে এসএমএসের মাধ্যমে। এসএমএসের মাধ্যমে চলে যাওয়া কনফার্মেশন কোড আপনি বসিয়ে চার অক্ষরের পিন নাম্বার সিলেক্ট করুন। পিন নাম্বার দুইবার বসিয়ে আপনাকে কনফার্ম করতে হবে

পিন নাম্বার সিলেট করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেই পেজে আপনার পার্সোনাল কিছু ডিটেলস সেখানে উল্লেখ করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম রয়েছে এবং আপনার অভিভাবকের যে নাম রয়েছে এবং জন্মতারিখ যা রয়েছে সেই সকল তথ্য একদম হুবহু সেখানে উল্লেখ করতে হবে।

এর পরবর্তীতে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের দিকের এক কপি ছবি এবং পেছনের দিকের এক কপি ছবি তুলে দিতে হবে। ছবি তোলার কাজ যদি আপনার সম্পূর্ণ হয় তাহলে আপনি নিচে লেখাআপলোডএই অপশনটি সিলেক্ট করূন।

এরপরে আপনার সামনে যেই পেজ ওপেন হবে সেখানে আপনার এনআইডি কার্ড সম্পর্কিত সকল তথ্য দেখাবে আপনার সকল তথ্য আপনি একবার চেক করে নিবেন কোন কিছুতে ভুল আছে কিনা।

এরপরে সেই অ্যাপস থেকেই আপনি যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তার ছবি তুলে দিতে হবে। ছবি সরাসরি তুলতে হবে তাই সেখান থেকেই ক্যামেরা ওপেন করুন এবং ছবি তুলুন। ছবি তোলার পরে আপনি নিচে আপলোড অপশনে ক্লিক করলে ছবিটি আস্তে আস্তে আপলোড হয়ে যাবে।

এরপরে আপনাকে এর আইডি কার্ডের আরো সকল তথ্য দেখতে বলা হবে আপনি এই সকল তথ্য সঠিক ভাবে দেখার পরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার এম ক্যাশ একাউন্ট তৈরি করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।আপনার যখন একাউন্ট খোলা শেষ হয়ে যাবে তখন আপনাকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে এবং সেই এসএমএসের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার এম ক্যাশ একাউন্ট খোলা সম্পন্ন হয়ে গেছে।

এম ক্যাশ একাউন্টের মাধ্যমে কি কি করা সম্ভব

  • এম ক্যাশ একাউন্ট এর মাধ্যমে আপনি কি কি সুবিধা পেতে পারেন সেই বিষয় এখন আমরা আলোচনা করার চেষ্টা করব।
  • এম ক্যাশ একাউন্ট এর মাধ্যমে আপনি চাইলে মোবাইলে টপআপ করতে পারবেন সেটি নিজের নাম্বার হোক এবং অন্যের নাম্বার ই হোক না কেন।
  • এম ক্যাশ একাউন্ট এর মাধ্যমে আপনি যেকোন ধরনের পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র অ্যাপস ব্যবহার করে।
  • বিকাশ একাউন্টের মাধ্যমে আপনি টাকা ক্যাশ আউট এবং সেন্ড মানি করতে পারবেন।
  • এছাড়াও যাদের ইসলামী ব্যাংক এর একাউন্ট রয়েছে তারা চাইলে এই এমক্যাশ একাউন্টে ইসলামী ব্যাংকের মূল একাউন্ট থেকে টাকা টান্সফার করতে পারেন অথবা এই এম ক্যাশ একাউন্ট থেকে ইসলামী ব্যাংকের মূল অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে পারবেন।

যারা এমক্যাশ ব্যবহারকারী রয়েছেন তাদের যদি একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে তারা বেশিরভাগ সুবিধা গুলো উপভোগ করতে পারবেন। এই ছিল এম ক্যাশ একাউন্ট খোলা নিয়ে বিস্তারিত তথ্য। আপনাদের যদি এম ক্যাশ একাউন্ট সংক্রান্ত আরও কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *