পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য ২০২৩

আজকে আমরা আলোচনা করব পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহক হয়ে ডিপিএস করবেন বলে ভাবছেন। এখন আমরা আপনাদের সেই বিষয়ে একদম একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করব। অনেকে রয়েছেন যারা তাদের উপার্জিত অর্থের অতিরিক্ত অংক ডিপিএস এর মাধ্যমে জমানোর চেষ্টা আছেন। অবশ্যই ডিপিএস এর মাধ্যমে জমানোর ক্ষেত্রে কিছু উপকার রয়েছে যার কারণে সকলে চায় একটি ভাল মানের ডিপিএস খুলে তার টাকাগুলো সেখানে জমাতে।

পল্লী সঞ্চয় ব্যাংকের কথা আমরা সচরাচর সকলেই শুনেছি। পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বর্তমানে নামকরা এবং অন্যতম বিশ্বাসযোগ্য একটি ব্যাংক। তারা তাদের গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন মেয়াদী ডিপিএস সিস্টেম চালু করেছে। যারা পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহক হিসেবে ডিপিএস সিস্টেম ইতিপূর্বে খুলেছেন তারা অবশ্যই জানেন কতটা লাভবান হবেন আপনি এই পেজ গুলোর মাধ্যমে।

কিন্তু যারা এখন পর্যন্ত পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য হতে পারেননি ভাবছেন পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য হবেন তাদের জন্য বলতে চাচ্ছি আপনারা ঝটপট সদস্য হয়ে একটি ডিপিএস খুলে ফেলুন। কারণ হলো পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস সিস্টেম খুব সহজ এবং অত্যান্ত লাভবান একটি ডিপিএস সিস্টেম।

পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস এর প্রকারভেদ

এখন আমরা আপনাদের জানাব পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস সিস্টেম এর বেশ কয়েকটি প্রকারভেদ সম্পর্কে। বিভিন্ন ক্যাটাগরির মানুষদের জন্য বিভিন্ন মেয়াদের এবং বিভিন্ন শর্ত সম্বলিত ডিপিএস সিস্টেম পল্লীসঞ্চয় ব্যাংক তৈরি করেছে। এরকম হতে পারে সকলের জন্য প্রত্যেকটি ডিপিএস সিস্টেম পারফেক্ট না হলেও যে সাতটি সিস্টেমের কথা আমরা এখন উল্লেখ করব তার মধ্যে যেকোনো একটি ডিপিএস সিস্টেম পারফেক্ট হতে পারে। তো চলুন এখন পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস পদ্ধতি গুলোর নাম জেনে নেই।

  1. পল্লী সঞ্চয় ব্যাংক বিশেষ সঞ্চয়ী আমানত
  2. পল্লীসঞ্চয় সঞ্চয়ী আমানত
  3. সামাজিক নিরাপত্তা সঞ্চয়ী আমানত
  4. স্কুল ব্যাংকিং বা শিক্ষার্থী আমানত
  5. পল্লী সঞ্চয় ব্যাংক মেয়াদী আমানত
  6. পল্লিসঞ্চায় পেনশন স্কিম
  7. পল্লিসঞ্চায় চলতি আমানত

উপরের উল্লেখিত প্রত্যেকটি প্রকারভেদ এর জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের সঞ্চয়ী আমানত অথবা ডিপিএস সিস্টেম রয়েছে সে সিস্টেমে আপনি আপনার ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবেন।

বিশেষ সঞ্চয়ী আমানত

আপনারা যারা পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য রয়েছেন। সেই সদস্যদের জন্য এটি একটি আবশ্যকীয় সঞ্চয়ী আমানত। আপনি পল্লী সঞ্চয় ব্যাংকে সদস্য হওয়ার সাথে সাথেই সঞ্চয় বাবদ 10 টাকা জমা দিয়ে এই হিসাবটি খুব সহজেই খুলে নিতে পারবেন। এই হিসাবে আপনার 5 পার্সেন্ট হারে সুদ প্রদান করা হবে যা প্রতি 6 মাস পর জুন মাসের 30 তারিখ বা 31 শে ডিসেম্বর এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে।

সঞ্চয়ী ডিপিএস

আপনারা যারা এই সমিতির সদস্য রয়েছেন। তাদের জন্য অর্থাৎ সদস্যগণ দের জন্য প্রতিদিন 2 টাকা করে সমিতির সঞ্চয় এর পাশাপাশি আবশ্যিক বিষয় হিসেবে অতিরিক্ত এবং আপনার পরিবারের সদস্য গনের আ এটা খুলতে পারবেন।

যেকোনো আমানতদারী চাইলে আপনি তখন আপনার নিজের ইচ্ছা মতন এই সমিতিতে লেনদেন করতে পারবেন তাছাড়াও এই ডিপিএস এ আমানতের সুদের হার খুবই কম। এই দ্বীপে এসে আপনার সুদের হার শতকরা 4 %।

সামাজিক নিরাপত্তা সঞ্চয়ী আমানত

সামাজিক নিরাপত্তা সঞ্চয়ী আমানতে সামাজিক নিরাপত্তার জন্য আওতাভুক্ত ব্যক্তিরা শুধু মাত্র 10 টাকা দেওয়ার মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের যে কোন শাখায় হিসাব খুলতে পারবেন। তাদের যে প্রাপ্য ভাতা রয়েছে সেই ভাতার টাকা জমা রাখতে পারবেন এবং বিপদে-আপদে সেই টাকা আপনি ইচ্ছা মতন তুলতে পারবেন। এই একাউন্টে আপনার সুদের হার প্রদান করা হবে শুধুমাত্র 6% ।

শিক্ষার্থীর সঞ্চয়ী আমানত

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যদি সঞ্চয় জমা দিতে চান। তাহলে খুব সহজেই পল্লী সঞ্চয় ব্যাংকের শিক্ষার্থীর সঞ্চয়ী আমানত শাখায় স্কুল-কলেজের শিক্ষার্থী গান যেকোনো বয়সের শিক্ষার্থীরা 10 টাকা দিয়ে এই হিসাব খুলতে পারবেন। এছাড়াও শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য তারা ইচ্ছামত টাকা জমা রাখতে পারবে। এই ডিপিএস এর সুদের হার 5 %প্রদান করা হবে।

মেয়াদি আমানত

1000 টাকা থেকে শুরু করে অথবা এর যে কোন পরিমাণ এর টাকা দিয়ে তিন মাস থেকে ছয় মাস এবং 1 থেকে 5 বছরের জন্য এই দ্বীপটি আপনারা তৈরি করতে পারবেন। পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস এর জন্য নিচের এই সুদগুলো প্রযোজ্য হবে।

তিন মাস থেকে শুরু করে এক বছর মেয়াদের জন্য আপনার সুদের হার হতে পারে 5 %।

তিন বছর মেয়াদী ডিপিএস এর জন্য আপনার সুদের হার হবে 5.25 %

আপনি যদি এই ডিপিএস 35 বছর মেয়াদের জন্য খুলতে চান তাহলে 5 বছর মেয়াদের জন্য আপনার সুদের হার হবে 5.50 %

পল্লী সঞ্চয় স্কিম

আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংকের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই পল্লী সঞ্চয় স্কিম এই ডিপিএস টি খুলে নিতে পারবেন। আর যদি আপনি পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য হয়ে না থাকেন তাহলে ঝটপট আপনি পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য হয়ে নিন। এরপর আপনি যদি মনে করেন যে আপনি একটি ডিপিএস পাঁচ বছর মেয়াদের জন্য খুলতে চান তাহলে সেটি হবে পল্লী সঞ্চয় স্কিম ডিপিএস অ্যাকাউন্ট।

এই ডিপিএস অ্যাকাউন্ট এ আপনি চাইলে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 100 এর গুণিতক হিসেবে আপনার পছন্দ মতন আপনার একাউন্টে টাকা জমা রাখতে পারবেন। এই অ্যাকাউন্টে সুদের হার হবে 6 পার্সেন্ট। এরপর আপনি আপনার জমানো টাকার উপর ভিত্তি করে 5 বছর পরে পরে নির্দিষ্ট পরিমাণে আপনার লাভ সহকারে যে টাকা জমা হবে সেই টাকা তুলে নিতে পারবেন।

পল্লী সঞ্চয় ব্যাংক চলতি আমানত

আপনি যদি মনে করেন পল্লী সঞ্চয় ব্যাংকে চলতি আমানতে আপনি টাকা জমাতে চান তাহলে খুব সহজে আপনি পল্লী সঞ্চয় ব্যাংকে চলতি আমানত এ আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি টাকা জমাতে পারবেন। পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস হিসেবে চলতি আমানত ডিপিএস সিস্টেম এ টাকা জমা রাখা যায়। তবে এই আমানতে আপনাকে কোন রকমের সুদ প্রদান করা হবে না।

পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস একাউন্ট খোলার ডকুমেন্টস

আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংকের একজন সদস্য হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে নিজে থেকে জেনে নিন।

পল্লী সঞ্চয় ব্যাংকের যেসব ডিপিএস সিস্টেম চালু রয়েছে সে সিস্টেমগুলোতে একাউন্ট তৈরি করার জন্য যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হয় সে সমস্ত ডকুমেন্টস মূলত একই ধরনের হয়ে থাকে। অর্থাৎ এই একই ডকুমেন্টস গুলোর মাধ্যমে আপনি বিভিন্ন রকমের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা এখন আমাদের অনুচ্ছেদের এই অংশের মাধ্যমে আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলো জানিয়ে দেবো। আপনারা যারা এই ডকুমেন্টগুলো জানার জন্য আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের অনুচ্ছেদে শেষ পর্যন্ত পড়ুন।

হিসাব খোলার জন্য ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার যে ফ্রম থাকে সেই ফ্রম ও স্বাক্ষর কার্ড আপনাকে পূরণ করতে হবে।

হিসাব খোলার সময় আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য না হয়ে থাকেন তাহলে হিসাব খোলার সময় আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং মোবাইল নাম্বার দিতে হবে।

আপনারা যদি পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য হয়ে থাকেন অথবা আপনারা যারা পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য নন কিন্তু নতুন হিসাব খুলতে এসেছেন তাহলে 10 টাকা দিয়ে হিসাব খুলতে হবে। অর্থাৎ হিসাব খোলার শুরুতে আপনাকে 10 টাকা দিয়ে সেই হিসাবটি চালু করতে হবে। সকল প্রকার হিসাবের জন্য আপনাকে জানার জন্য বিস্তারিত তথ্য ফরম পূরণ করতে হবে। আপনারা চাইলে নগদ টাকা অথবা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। সর্বনিম্ন 100 টাকা ব্যালেন্স রেখে বাকি সব টাকা উত্তোলন করে নিতে পারবেন। আপনার হিসাবটি যদি বন্ধ করতে চান তাহলে 100 টাকা সার্ভিস চার্জ বাবদ রেখে বাকি টাকা প্রদান করা হবে।

আশা করি আমাদের অনুচ্ছেদ এর মাধ্যমে আপনারা জেনে নিতে পেরেছেন পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস সম্পর্কে যাবতীয় সকল তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *