রবি ইন্টারনেট অফার ২০২৩

প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদের জন্য সংগ্রহ করেছি রবি ইন্টারনেট অফার 2023 সম্পর্কিত সমস্ত তথ্য। আমরা জানি রবি বাংলাদেশের অনেক পুরনো ও দ্বিতীয় সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি। বর্তমানে যার পূর্ণ নাম হল Robi Axita Limited.

সম্প্রতি রবি তাদের নিজস্ব ওয়েবসাইটে 2023 সালের বিভিন্ন ইন্টারনেট সেবার তালিকা প্রকাশ করেছে। আমরা অত্যন্ত নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে এবং তাদের ওয়েবসাইট থেকে 2023 এর হালনাগাদকৃত ইন্টারনেট সেবার বিভিন্ন তথ্য আপনাদের জন্য সংগ্রহ করেছি। যাতে করে আপনারা অত্যন্ত বিশ্বস্ততা ও আস্থার সাথে আপনাদের পছন্দ অনুযায়ী রবির বিভিন্ন ইন্টারনেট সেবা আমাদের এই ওয়েবসাইটের সাহায্য নিয়ে ক্রয় করতে পারেন।

আপনি কি রবি ইন্টারনেট 2023 এর হালনাগাদকৃত তথ্য সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আমরা বলবো আপনি সঠিক জায়গায় আছেন। আপনি যদি রবির সমস্ত ইন্টারনেট সেবা গুলি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।

রবি যতগুলো ইন্টারনেট সেবা চালু করেছে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সেবাসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি নিম্নে তার বিস্তারিত বর্ণনা দেয়া হলো:
১. ফ্রিডম প্যাকেজ
২. ভলিউম প্যাকেজ
৩. স্ক্র্যাচ কার্ড অফার

উপরোক্ত এই ইন্টারনেট সেবাগুলো একেকটি একেক ধরনের হয়ে থাকে। নিম্নে আমরা তা একটি একটি করে বর্ণনা করব। যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এই প্যাকেজ গুলো কিনতে হয় বা একটিভ করতে হয়। চলুন এবার আলোচনায় যাওয়া যাক।

ফ্রিডম প্যাকেজ

প্রথমে আমরা জানব রবির এই ফ্রিডম প্যাকেজটি কি? রবির এই ফ্রিডম প্যাকেজ টি হল একটি উন্মুক্ত ইন্টারনেট সেবা। অর্থাৎ আপনি প্রিপেড কাস্টমার অথবা পোস্টপেইড কাস্টমার যেটাই হোন না কেন আপনারা সবাই এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যেখানেই থাকেন না কেন, হোক সেটি প্রত্যন্ত অঞ্চল অথবা শহর কেন্দ্রিক, 2G/3G/4G যেই নেটওয়ার্কই থাকে না কেন আপনারা সবাই ফ্রিডম প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।

এবং সবার জন্যই সার্ভিস এক্টিভেশন কোড সমান। রোগী তাদের এই প্যাকেজটি কে চারটি ভাগে ভাগ করেছে। নিম্নে তার বিস্তারিত আলোচনা করছি।

4 জিবি ইন্টারনেট অফার: আপনি যদি পুরো মাস বেবি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমরা বলবো প্যাকেজ টি আপনার জন্য। এই প্যাকেজটির মূল্য রবি নির্ধারণ করেছে 316 টাকা। এবং তারা এর মেয়াদ দিয়েছি আঠাশ দিন। এই প্যাকেজটি একটিভ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *123*316#. এছাড়াও আপনি এই প্যাকেজটি রিচার্জের মাধ্যমে করতে পারেন। আপনি যদি 316 টাকা রিচার্জ করেন তাহলে 4 জিবির এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে।

3 জিবি ইন্টার্নেট প্যাক: এই প্যাকেজটির মূল্য 108 টাকা। এই প্যাকেজটির মেয়াদ রবি নির্ধারণ করেছে সাত দিন। এই প্যাকেজটি একটিভ করতে হবে আপনাকে ডায়াল করতে হবে *121*108#. এছাড়া আরেকভাবে ও এই প্যাকেজটি একটিভ করা যায় তা হল রিচার্জের মাধ্যমে। আপনি যদি 108 টাকা রিচার্জ করেন তাহলে 3 জিবির এই প্যাকেজটি একটিভ করতে পারবেন।

2 জিবি ইন্টারনেট প্যাকেজ: এই প্যাকেজটির মূল্য রবি ধার্য করেছে 54 টাকা। এই প্যাকেজটি তিন দিন মেয়াদের। এটি দু’ভাবে একটিভ করা যায় একটি ডায়াল কোড এর মাধ্যমে এবং অপরটি রিচার্জের মাধ্যমে। যদি আপনি কোড নাম্বার দিয়ে ডায়াল করতে চান তাহলে প্রেস করুন *121*54#. আর যদি আপনি রিচার্জের মাধ্যমে প্যাকেজ ডিএক্টিভ করতে চান তাহলে 54 টাকা রিচার্জ করুন, তাহলেই একটিভ হয়ে যাবে দুই জিবির এই প্যাকেজটি।

1 জিবি ইন্টারনেট প্যাকেজ: এই প্যাকেজটি মেয়াদ 3 দিন। এই প্যাকেজটির মূল্য 23 টাকা মাত্র। এই প্যাকেজটি ও দুইভাবে একটিভ করা যায়। একটি কোড ডায়াল করার মাধ্যমে এবং অপরটি রিচার্জ করার মাধ্যমে। যদি ডায়াল করে এই প্যাকেজটি আপনি কিনতে চান তাহলে আপনার এক্টিভেশন কোড হল *123*230#.

আর আপনি যদি রিচার্জের মাধ্যমে এই প্যাকেজটি কিনতে চান তাহলে 23 টাকা রিচার্জ করুন তাহলেই একটিভ হয়ে যাবে। আরেকটি মজার ব্যাপার হলো আপনি যদি এই প্যাকেজটি ক্রয় করেন তাহলে নির্ধারিত ডাটার সাথে আপনাকে রবি 20% 4G ডাটা বোনাস দিবে।
নোট: আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *3#.

ভলিউম প্যাকেজ

এখন আমরা আলোচনা করব রবির ভলিউম প্যাকেজ সম্পর্কে। রবি এই প্যাকেজটি সাজিয়েছে যারা স্বল্পমূল্যে বেশি ডাটা সম্বলিত ইন্টারনেট ক্রয় করতে অথবা মাসব্যাপী ইন্টারনেট সেবা ক্রয় করতে তাদের জন্য। চলুন আমরা বিস্তারিত ভাবে তথ্য গুলো জেনে নেই।
15 GB প্যাকেজ। এই প্যাকেজটির মেয়াদ 28 দিন।

এই প্যাকেজটি কিনতে খরচ পড়বে 649 টাকা।এই প্যাকেজটি দুটি পদ্ধতিতে একটিভ করা যায়। একটি হল ডায়ালিং কোড এর মাধ্যমে এবং অপরটি হল রিচার্জ করার মাধ্যমে। আপনি যদি ডায়ালিং কোড এর মাধ্যমে প্যাকেজটি কিনতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *123*649#.

এবং আপনি যদি রিচার্জের মাধ্যমে প্যাকেজটি কিনতে চান তাহলে 649 টাকা রিচার্জ করলেই একটিভ হয়ে যাবে।
10 GB প্যাকেজ। এই প্যাকেজটির মূল্য রবি নির্ধারণ করেছে 199 টাকা। এই প্যাকেজ টির মেয়াদ সাত দিন। এই প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *123*0199#.

10 GB প্যাকেজ: এছাড়াও রবি 10 জিবির আরো একটি প্যাকেজ অফার করেছে যা আগের 10 জিবির প্যাকেজ থেকে কিছুটা আলাদা। এই প্যাকেজটিকে রবি দুটি ভাগে ভাগ করেছে একটি 3G নেটওয়ার্কের জন্য এবং অপরটি 4G নেটওয়ার্কের জন্য অর্থাৎ 10 জিবি (7GB+3GB). এখানে 7 জিবি ডাটা থ্রিজি নেটওয়ার্কের জন্য এবং 3GB ডাটা ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এই প্যাকেজটি মূল্য 501 টাকা এবং এর মেয়াদ 28 দিন। এটি একটিভ করতে হলে ডায়াল করুন *123*501#.

7 GB ইন্টারনেট অফার: এই প্যাকেজটি পূর্বের প্যাকেজ এর মতই। 7 জিবি (5GB+2GB). 5 GB ডাটা যে কোন নেটওয়ার্কের জন্য এবং 2 GB ডাটা শুধুমাত্র ফোরজি নেটওয়ার্ক এর জন্য। এই প্যাকেজটির মেয়াদ 28 দিন যার মূল্য 399 টাকা। এক্টিভেশন কোড *123*399#.

6GB ইন্টারনেট অফার: এই প্যাকেজটি প্রিপেইড এবং পোষ্টপেইড উভয় গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। 7 দিন মেয়াদি এই প্যাকেজের মূল্য 148 টাকা। এটি একটিভ করতে হলে ডায়াল করুন *123*148#.

3 GB ইন্টারনেট অফার: এটি রবির স্বল্পমেয়াদী একটি ইন্টারনেট অফার। যার মেয়াদ 3 দিন এবং এর মূল্য 61 টাকা মাত্র। এটি এক্টিভ করতে ডায়াল করুন *123*061#. এই অফারটি শুধুমাত্র প্রিপেইড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

2GB ইন্টারনেট অফার: এটি একটি মাসিক প্যাকেজ যার মূল্য 239 টাকা। 28 দিনের এই প্যাকেজটি অ্যাক্টিভ করতে ডায়াল করুন *123*239#.

1.5 GB ইন্টারনেট অফার: আপনি যদি পুরো মাস জুড়ে কোন টেনশন ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আমরা বলবো এই প্যাকেজটি আপনার জন্য। এই প্যাকেজটির মেয়াদ 30 দিন। এই প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *123*209#.

1.1 GB ইন্টারনেট অফার: এটিকে স্বল্পমেয়াদী প্যাকেজ যার মেয়াদ সাত দিন এবং এর মূল্য তারা নির্ধারণ করেছে 101 টাকা। প্যাকেজটি এক্টিভ করতে হলে ডায়াল করতে হবে *123*101#.

1 GB ইন্টারনেট অফার: আপনি কি স্বল্প মেয়াদের ইন্টারনেট অফার গুলো করছেন। একমাত্র আপনাদের জন্যই রবি দুটি বিভিন্ন মেয়াদে 1 জিবির এই প্যাকেজটি চালু করেছে। একটি হলো তিন দিন এবং অপরটি হল চার দিন মেয়াদের। তিন দিন মেয়াদী এই প্যাকেজটির মূল্য তারা নির্ধারণ করেছে 41টাকা এবং চার দিন মেয়াদী এই প্যাকেজটি মূল্য 48 টাকা।

দুটি আলাদা আলাদা কোড ডায়াল করার মাধ্যমে আপনারা এই প্যাকেজটি কিনতে পারবেন। 41 টাকার প্যাকেজ এর জন্য ডায়াল করতে হবে *123*41#. এবং 48 টাকার প্যাকেজ কিনতে হলে ডায়াল করতে হবে *123*48#. এছাড়া রিচার্জের মাধ্যমেও আপনারা এই প্যাকেজ কিনতে পারবেন। এদুটো প্যাকেজের মধ্যে যেটি আপনাদের পছন্দ শুধুমাত্র সেই সমপরিমাণ টাকা রিচার্জ করলেই 1 জিবির এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে।

750 MB ইন্টারনেট অফার: এই প্যাকেজ এর মূল্য রবি নির্ধারণ করেছে 74 টাকা। যার মেয়াদ থাকছে 14 দিন। দুটি মাধ্যমে আপনারা এই প্যাকেজটি একটিভ করতে পারবেন একটি হল কোড ডায়াল করে আর অপরটি হল রিচার্জের মাধ্যমে। প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *123*0074#. অথবা আপনারা যদি 74 টাকা রিচার্জ করেন তাহলে ও প্যাকেজটি একটিভ হয়ে যাবে।

250 MB ইন্টারনেট অফার: আপনি যদি অল্প পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনি শুধু চাচ্ছেন যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবেন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আমরা বলবো এই প্যাকেজটি আপনি কিনতে। কারণ মাত্র 46 টাকার বিনিময় 28 দিনের জন্য আপনি নিশ্চিন্ত মনে ইন্টারনেট দুনিয়ার সাথে কানেক্টেড থাকতে পারছেন।

প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *123*110#. এছাড়া আপনি এই প্যাকেজটি রিচার্জের মাধ্যমে একটিভ করতে পারবেন। আপনি যদি 46 টাকা রিচার্জ করেন তাহলে ও এই প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে।

স্ক্র্যাচ কার্ড অফার

আপনারা যারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তারা এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের নিকটস্থ খুচরা বিক্রেতা দোকান থেকে স্ক্র্যাচ কার্ড গুলো কিনতে পারেন। স্ক্র্যাচ কার্ড ব্যবহারের নিয়ম হলো প্রথমে আপনি আপনার পছন্দ মত স্ক্র্যাচ কার্ড টি দোকান থেকে ক্রয় করবেন।

এরপর স্ক্র্যাচ কার্ড এর পেছনের কাল অংশটি ঘষে তুলে ফেলুন, এরপরে আপনারা দেখতে পাবেন এর ভেতরে একটি গোপন কোড নাম্বার দেয়া থাকবে। গোপন কোড নাম্বার কি কার্ডের পেছনের লেখা দিক নির্দেশনা অনুযায়ী ডায়াল করলেই আপনাদের কাঙ্খিত প্যাকেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। প্যাকেজগুলো যথাক্রমে 800MB, 200MB 75 MB। যার মূল্য যথাক্রমে 49 টাকা, 19 টাকা এবং 9 টাকা।

এগুলিই ছিল রবি ইন্টারনেট সম্পর্কিত 2023 সালের সব শেষ আপডেট অফার। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুল তথ্য দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আশা করছি এর দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *