রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম ২০২৩

প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম সম্পর্কে। আপনার যদি একটি রকেট একাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার জেনে রাখা আপনাদের অত্যন্ত জরুরীআপনারা যারা রকেট একাউন্ট ব্যবহার করেন অথচ নিজের একাউন্ট নাম্বার জানেন না তারা আজকে আমাদের এই পোস্টের মাধ্যমে রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম সম্পর্কে জেনে নিন।

রকেট এদেশের একটি অত্যন্ত জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি মূলত ডাচ বাংলা ব্যাংকের একটি অঙ্গ সংগঠন। রকেট একাউন্ট এর মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে কোন সময় এবং যে কোন মুহূর্তে আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়। মোবাইল রিচার্জ থেকে শুরু করে অনলাইনে কোন কিছু কেনাকাটা এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করা খুব সহজেই রকেট একাউন্টের মাধ্যমে করা সম্ভব।

বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিনিয়ত রকেটের গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন হাজার হাজার গ্রাহক রকেটের মোবাইল ব্যাংকিং সুবিধা সাথে সংযুক্ত হচ্ছে। যেহেতু নতুন নতুন গ্রাহক রকেটে বৃদ্ধি পাচ্ছে সেহেতু নতুন গ্রাহকেরা প্রায়ই তাদের নিজস্ব রকেট একাউন্ট নাম্বার ভুলে যান। অনেক সময় এই নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে পড়েন। কারণ রকেট একাউন্ট দিয়ে আপনি যে কাজটি সম্পন্ন করতে চান না কেন আপনাকে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই জানতে হবে।

আপনি কি একজন রকেট একাউন্ট ব্যবহারকারী? আপনি কি আপনার রকেট একাউন্ট নাম্বার ভুলে গিয়েছেন? আপনি কি আপনার রকেট একাউন্ট নাম্বার জানতে চান? তাহলে আমরা বলব আপনি সঠিক জায়গাটি নির্বাচন করেছেন। কেননা আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের ভুলে যাওয়া রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট এর নাম্বার কিভাবে চেক করতে হয় তা জানতে পারবেন। আমাদের এই পোস্টের নিচের দিকে এ সম্পর্কে বর্ণনা দেয়া আছে আপনারা তো সেখান থেকে দেখে নিতে পারবেন।

প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়েন তাহলে রকেট একাউন্ট চেক করার যাবতীয় নিয়ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন। আশা করছি আপনারা ধৈর্য সহকারে পোস্টটি পড়বেন এবং পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকবেন।

রকেট একাউন্ট নাম্বার জানতে হবে কেন?

আপনারা যদি রকেট একাউন্ট ব্যবহার করেন তাহলে রকেট একাউন্ট দিয়ে যতগুলো কার্য সম্পাদন করা যায় তার সবগুলো ক্ষেত্রেই আপনাদের অ্যাকাউন্ট নাম্বার টি প্রয়োজন হবে। অন্যথায় এই একাউন্ট দিয়ে আপনারা কোন কাজই সম্পাদন করতে পারবেন না। তবে আপনাদের সুবিধার্থে কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। যেমন ধরুন:

আপনি যদি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তাহলে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার টি সেখানে প্রয়োজন হবে। যদি আপনারা সঠিকভাবে আপনাদের রকেট একাউন্ট নাম্বার টি সেখানে প্রদান না করতে পারেন তাহলে আপনারা আপনাদের একাউন্টে লগইন করতে পারবেন না।

আপনারা যদি কোন রকেট এজেন্ট পয়েন্ট থেকে টাকা ক্যাশ আউট করতে চান তাহলে সেই রকেট এজেন্ট প্রতিনিধিকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার প্রদান করতে হবে। অন্যথায় আপনারা টাকা উত্তোলন করতে পারবেন না।

আপনারা যদি কোথাও সেন্ড মানি করতে যান তবে সেখানেও আপনাদের অ্যাকাউন্ট নাম্বার টা লাগবে। তা না হলে আপনারা কোনভাবেই সেই নাম্বারে সেন্ড মানি করতে পারবেন না। আবার আপনারা যদি কোন নাম্বারে টাকা রিচার্জ করতে চান তাহলে সেখানেও আপনাদেরকে আপনাদের নিজস্ব রকেট একাউন্ট নাম্বার টি প্রদান করতে হবে। এছাড়াও আপনারা যদি কোন অনলাইন প্লাটফর্ম থেকে কোন কিছু কেনাকাটা করতে চান সেখানে ওই পণ্যের বিনিময়ে যে বিল প্রদান করতে হয় তা পরিশোধ করার জন্য আপনাদের অ্যাকাউন্ট নাম্বার টা লাগবে।

সুতরাং, বলাই যায় যে অ্যাকাউন্ট নাম্বার জানা ছাড়া বিকল্প কিছু নেই। আপনারা যে কাজই করেন না কেন আপনাদের এই রকেট একাউন্ট দিয়ে প্রতিটি ক্ষেত্রেই আপনাদের এই একাউন্ট নাম্বার টি লাগবেই। আপনারা যখন রকেট একাউন্ট করেছিলেন তখন আপনাদেরকে একটি 12 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার প্রদান করা হয়েছিল। এখানে বারো ডিজিট বলতে প্রথম 11 ডিজিট আপনার নিজের মোবাইল নাম্বার এবং পরবর্তী এক ডিজিট রকেট একাউন্ট থেকে সংযুক্ত। এই দুটো সমন্বয়েই 12 ডিজিটের একটি অ্যাকাউন্ট নাম্বার ধার্য হয়েছিল।

রকেট একাউন্ট নাম্বার দেখার উপায়

রকেট একাউন্ট নাম্বার যদি আপনারা ভুলে যান তাহলে চিন্তার কোন কারণ নেই। আমরা আপনাদের সাথেই আছি। আপনারা যারা নিজেদের একাউন্ট নাম্বার ভুলে গিয়েছেন মূলত তাদের জন্যই আমরা আজকের এই আয়োজন টি সাজিয়েছি। রকেট একাউন্ট নাম্বার ভুলে গেলে তা জানার উপায় মূলত দুটি যা নিম্নে দেয়া হল:

  • প্রথমটি হলো *322# এই কোড নাম্বারটি ডায়াল করে এবং
  • দ্বিতীয় টি হল রকেট অ্যাপস ব্যবহার করে।

এখন আমরা আপনাদের সাথে এ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন।

*322# ডায়াল করে রকেট একাউন্ট নাম্বার চেক

আপনার যদি একটি রকেট একাউন্ট থেকে থাকে তাহলে উপরোক্ত কোড নাম্বারটি ডায়াল করে তা জেনে নিতে পারবেন। মূলত এটি একটি ইউএসএসডি কোড যা রকেট মোবাইল ব্যাংকিং সেবার জন্য নির্ধারিত। আপনাদের মহামূল্যবান রকেট একাউন্ট নাম্বার টি জানতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান।
  • সেখানে গিয়ে *322# এই কোড নম্বরটি টাইপ করুন।
  • আপনাদের ডিসপ্লে তে অনেকগুলো অপশন চলে আসবে তারমধ্যে 5 নাম্বার অপশনটি নির্বাচন করুন এবং রিপ্লাই করে দিন। 5 নাম্বার অপশনটি হল মাই অ্যাকাউন্ট।
  • পরবর্তী ধাপ এগিয়ে অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। তারমধ্যে 4 নাম্বার অপশনটিতে আপনারা মাই অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। আপনারা চার নম্বর অপশনটা নির্বাচন করুন এবং রিপ্লাই করে দিন।
  • পরবর্তী ধাপে আপনাদের পিন নাম্বার চাইবে। আপনারা সঠিকভাবে আপনাদের গোপন পিন নাম্বারটি দেখুন এবং সেন্ড করে দিন।
  • কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার দেখতে পাবেন।
  • আর এভাবেই আপনাদের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

অ্যাপস ব্যবহার করে রকেট অ্যাকাউন্ট নাম্বার চেক

আপনারা যদি উপরোক্ত পদ্ধতিতে আপনাদের রকেট একাউন্ট নাম্বার চেক করা কে ঝামেলা মনে করেন, তবে আপনাদেরকে বলবো আপনাদের জন্য আরো একটি সহজ এবং উত্তম পন্থা এভেলেবেল রয়েছে। এই বত্তম পন্থাটি হল রকেট অ্যাপস ব্যবহার করে অ্যাকাউন্ট নাম্বার চেক। আপনারা যদি রকেট অ্যাপস ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে রকেটের নিজস্ব অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এটি ডাউনলোড করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল সম্পন্ন হওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনারা আপনাদের পিন নাম্বার বা পাসওয়ার্ড নাম্বার দিয়ে অ্যাপস এ প্রবেশ করুন। আপনারা যখন অ্যাপসের ইন্টারফেস এ প্রবেশ করবেন তখন আপনারা আপনাদের ফোনের ডিসপ্লের একটি অংশে আপনাদের 12 ডিজিটের একটি এ্যকাউন্ট নাম্বার দেখতে পাবেন। আর এভাবেই আপনাদের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

শেষ কথা

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা রকেট একাউন্ট নাম্বার দেখার যাবতীয় উপায় সমূহ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করছি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এবং এখন থেকে নিজে নিজেই আপনারা আপনাদের মহামূল্যবান রকেট অ্যাকাউন্ট নাম্বার দেখে নিতে পারবেন। এছাড়াও এ বিষয়ে আপনাদের যদি আরো কোন কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।

আপনাদের যদি অন্যান্য কোন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র থেকে দেখে নিতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *