রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৩

প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আপনারা যারা রকেট অ্যাকাউন্ট এখনও খুলেননি বা যারা রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তারা আজকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিন।

রকেট একাউন্ট কি

বন্ধুরা, রকেট একাউন্ট খোলার পূর্বে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে, রকেট কি? রকেট হলো একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। যার মালিকানা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের। এদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে রকেট অন্যতম। আমরা সকলেই বিকাশ সম্পর্কে জানি। বিকাশ যেমন একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান তদ্রুপ রকেট ও একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। বিকাশ যেমন ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান, ইউপে যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর একটি প্রতিষ্ঠান আবার এম ক্যাশ তেমনি মার্কেন্টাইল ব্যাংকের একটি প্রতিষ্ঠান। এদের মত রকেট ও ডাচ বাংলা ব্যাংক এর মালিকানাধীন একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান।

রকেট একাউন্ট থেকে নানান ধরনের কার্যক্রম সম্পাদন করা যায়। নিম্নে রকেট একাউন্ট থেকে কি কি করা যায় সে সম্পর্কে আলোচনা করা হলো।

রকেট একাউন্টের সুবিধা

রকেট একাউন্টের সুবিধা বিভিন্ন প্রকারের যা এক কথায় বলে শেষ করা যাবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রকেট একাউন্ট থেকে সবচাইতে কম মূল্যে টাকা লেনদেন করা যায়। আর এজন্যই রকেটের চাহিদা অনেক বেশি। যেহেতু টাকা লেনদেনের চার্জের পরিমাণ রকেটে অনেক কম তাই অসংখ্য গ্রাহকের পছন্দের তালিকায় রকেট সবার থেকে এগিয়ে। এছাড়াও আরো নানান সুবিধা এতে বিদ্যমান রয়েছে। আমরা ধারাবাহিকভাবে তা আপনাদের সামনে তুলে ধরছি।

  . নিরাপদে টাকা ক্যাশ ইন এর মাধ্যমে ডিপোজিট করা যায়।

  . কম খরচে যেকোনো সময় যেকোনো জায়গায় টাকা পাঠানো যায়

  . বিনামূল্যে রকেট একাউন্ট থেকে অন্য রকেট একাউন্টে সেন্ড মানি করা যায়।

  . যেকোন এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করা যায়।

  . ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে রকেট একাউন্ট এর টাকা উত্তোলন করা যায়।

  . অনলাইনে যে কোনো কিছু কিনলে তাই বিল পরিশোধ করা যায়।

  . ডাচ বাংলা ব্যাংক থেকে বিনামূল্যে রকেট একাউন্টে টাকা আনা যায়।

  . বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল সহ নানান বিল পরিশোধ করা যায়।

  . মোবাইলে টাকা রিচার্জ করা যায়।

এতক্ষণ আমরা রকেট একাউন্ট কি সে সম্পর্কে জানলাম এবং রকেট একাউন্ট এর সুবিধা সমূহ কি কি তার সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কিভাবে রকেট একাউন্ট খুলতে হয়।

আপনি কি রকেট একাউন্ট খুলতে চান? আপনার কি রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানা নেই? তাহলে এই পোস্টটি আপনারই জন্য এবং আপনি সঠিক জায়গাটি নির্বাচন করেছেন। কেননা আজকের এই পোস্টটি আমরা রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি আমাদের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে রকেট একাউন্ট কি? রকেট একাউন্ট এর সুবিধা সমূহ কি কি এবং কিভাবে রকেট একাউন্ট খুলতে হয় সে সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানতে পারবেন। তাই ধৈর্য ধরে পোস্টটি পড়তে থাকুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট মূলত দুই ভাবে খোলা যায়। একটি হল ঘরে বসে রকেট একাউন্ট খোলা এবং অপরটি হল রকেট এজেন্টের মাধ্যমে রকেট একাউন্ট খোলা। এখন আমরা এই দুটি পদ্ধতি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।

রকেট একাউন্ট খুলতে যা যা লাগবে:

. একটি সচল হ্যান্ডসেট

. একটি সচল মোবাইল সিম

. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

রকেট এজেন্ট এর মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম

আপনারা যদি রকেট এজেন্ট এর মাধ্যমে একাউন্ট খুলতে চান তাহলে আপনারা তা করতে পারবেন। উপরে দেওয়া ডকুমেন্টগুলি নিয়ে আপনি যদি স্বশরীরে আপনার নিকটস্থ কোনো রকেট এজেন্ট পয়েন্টে যোগাযোগ করেন তবে সেই এজেন্ট প্রতিনিধি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে একটি রকেট একাউন্ট খুলে দিতে সহায়তা প্রদান করবে। আপনাকে এর বিনিময় কোন টাকা খরচ করতে হবে না বা কোন ঝামেলা পোহাতে হবে না। সমস্ত কাজ ওই রকেট এজেন্ট প্রতিনিধি ই করে দেবে।

আপনি যদি মনস্থির করেন যে আপনি একটি রকেট একাউন্ট খুলবেন তাহলে আপনার কাজ শুধু উপরোক্ত ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে রকেট এজেন্ট পয়েন্টের প্রতিনিধির সাথে যোগাযোগ স্থাপন করা। বাকি কাজটুকু তিনি করে দেবেন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 3 থেকে 5 কার্যদিবসের মধ্যে আপনার রকেট একাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আপনারা যদি ঘরে বসে রকেট একাউন্ট খুলতে চান তাহলে তাও আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেয়া পদ্ধতি অনুসরণ করুন।

ঘরে বসে রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনারা যদি ঘরে বসে রকেট একাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে একটি নির্দিষ্ট ইউএসএসডি কোড নাম্বার ডায়াল করতে হবে। যা রকেট একাউন্ট খোলার ক্ষেত্রে বা রকেট একাউন্ট চেক করার ক্ষেত্রে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। রকেট একাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে চলে যাবেন। সেখানে গিয়ে টাইপ করবেন *322#. নাম্বারটি টাইপ করা হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করে দিন।

এরপর আপনাদের ফোনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। সেখানে অনেকগুলো অপশন দেয়া থাকবে। সেখানে দেয়া থাকবে আপনি কি রকেট একাউন্ট একটিভ করতে চান? তাহলে 1 চাপুন। আপনারা এক চেপে রিপ্লাই করে দিন। এরপর আপনাদেরকে একটি পিন নাম্বার সেট করতে বলবে। আপনারা অবশ্যই চার সংখ্যার একটি পিন নাম্বার সেট করে রিপ্লাই করে দিবেন। মনে রাখবেন এই পিন নাম্বারটি কিন্তু আপনার গোপন পাসওয়ার্ড। যখন আপনি একাউন্ট ব্যবহার করবেন তখন অ্যাকাউন্ট লগইন করার জন্য এই গোপন পাসওয়ার্ডটি দিতে হবে। তা না হলে আপনি কিন্তু একাউন্টে প্রবেশ করতে পারবেন না।

আপনার যখন চার সংখ্যার গোপন পিন নাম্বারটি সেট করা হয়ে যাবে তখন রিপ্লাই বাটন এ ক্লিক করে দিন। এরপর একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাদের একাউন্ট সম্পর্কে জানিয়ে দেয়া হবে। এটা গেল রকেট একাউন্ট তৈরি করার প্রথম পর্যায়। এবার একাউন্ট রেডি করার জন্য পরবর্তী ধাপে আপনাদেরকে যেতে হবে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য জরুরী কিছু কাগজপত্র প্রয়োজন হবে যা নিম্নে দেয়া হল:

  . এক কপি পাসপোর্ট সাইজ ছবি

  . এক কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনারা পাসপোর্ট এর ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি কিংবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে একাউন্ট করতে পারবেন।

উপরোক্ত ডকুমেন্ট সংগ্রহে আনার পর এগুলো নিয়ে আপনার নিকটস্থ রকেট এজেন্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করবেনতারা আপনাকে একটি কেওয়াইসি ফর্ম দিবে। এই কেওয়াইসি ফর্ম এ আপনাদের ব্যক্তিগত কিছু তথ্য পূরণ করতে হবে যেমনআপনার নাম, পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা, লিঙ্গ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পেশা, জন্ম তারিখ সহ অনেক কিছু।

আপনারা নির্ভুলভাবে এই তথ্যগুলো পূরণ করবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আপনাদের পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে একাউন্ট খুলে দেয়া হবে। যা আপনারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও ঘরে বসে রকেট একাউন্ট খোলার আরো একটি পদ্ধতি রয়েছে। সেটি হল রকেট অ্যাপস এর মাধ্যমে। এটি অন্য একটি আলোচনা। আপনারা যদি রকেট অ্যাপস এর মাধ্যমে একাউন্ট খুলতে চান তাহলে এই পদ্ধতি সম্পর্কে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র দেয়া আছে। আপনারা সেখান থেকে তা দেখে নিতে পারেন।

শেষ কথা

উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কি কি উপায় রকেট একাউন্ট খোলা যায়। আশা করছি আপনারা পুরো বিষয়টি ভালোভাবে বুঝে নিয়েছেন এবং শিক্ষা নিয়েছেন। এখন আপনি নিজেই নিজের রকেট একাউন্ট খুলে নিতে পারবেন। রকেট একাউন্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানতে আমাদের ওয়েবসাইট এর অন্যান্য পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *