স্কিটো সিমের মিনিট কেনার নিয়ম ও কোড ২০২৩

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি স্কিটো সিমের মিনিট কেনার নিয়ম ও কোড সম্পর্কে। আপনাদের যাদের একটি স্কিটো সিম রয়েছে তারা আমাদের আজকের এই পোস্ট থেকে স্কিটো সিমের মিনিট কেনার নিয়ম সম্পর্কে জেনে নিন।

স্কিটো সিম কি

আমরা সকলেই জানি যে, স্কিটো সিম গ্রামীণফোনের একটি বিশেষ ডিজিটাল সার্ভিস। স্কিটো সিম দিয়ে মূলত সব কাজই করা যায়। ফোন কল করা যায়, এসএমএস পাঠানো যায়, আবার ইন্টারনেট ব্যবহার ও করা যায়। গ্রামীণফোনের এই স্কিটো সিম বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর অন্যতম কারণ হলো স্বল্পমূল্যে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা। কারণ গ্রামীণফোন এখানে সবচাইতে কম মূল্যে ইন্টারনেট সেবা এই স্কিটো সিমের মাধ্যমে প্রদান করছে। তাই দিন দিন স্কিটো সিমের চাহিদা বেড়েই চলেছে এবং এর গ্রাহক সংখ্যা ও দিন দিন বেড়ে চলেছে।

কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে চাই যে স্কিটো সিমে কোন মিনিট অফার নেই। আজকে আমরা আপনাদের সাথে স্কিটো সিমের যে কয়েকটি বিশেষ মিনিট অফার রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে স্কিটো সিমের মিনিট অফার গুলি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।

আপনি কি একজন স্কিটো সিমের গ্রাহক? আপনি কি স্কিটো সিমের দ্বারা ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি মিনিট অফার গুলি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আমরা বলবো আপনি সঠিক জায়গাতেই অবস্থান করছেন। কেননা আজকে আমরা তাদেরকে স্কিটো সিমের মিনিট অফার গুলো জানিয়ে দেবো। আমাদের আজকের এই আর্টিকেলের নিচের দিকে গেলে এ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সুতরাং ধৈর্য্য সহকারে আর্টিকেল টি পড়ুন।

স্কিটো সিমের মিনিট অফার

স্কিটো সিমে মূলত সরাসরি মিনিট কেনার কোনো অফার নেই। এটি অত্যন্ত একটি কষ্টের ব্যাপার। কারন স্কিটো সিমে মিনিট প্যাকেজ ক্রয় করতে হলে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে হয়। অর্থাৎ একটি কম্বো বান্ডেল প্যাকেজ ক্রয় করতে হয়। যদি আমার বা আমাদের শুধুমাত্র মিনিট ক্রয় করার প্রয়োজন হয় তাহলে চামড়া ক্রয় করতে পারবোনা। কারণ স্কিটো কর্তৃপক্ষ সে ব্যবস্থা রাখেনি। আমাকে যদি মিনিট কিনে কথা বলতে হয় তাহলে ইন্টারনেট প্যাকেজ সহ কিনতে হবে। আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।

স্কিটো সিমে মিনিট ও ইন্টারনেট অফার

আমরা প্রথমেই বলেছি যে স্কিটো সিম দিয়ে শুধুমাত্র টকটাইম ক্রয় করা যায় না কারণ সে অপশন কর্তৃপক্ষ রাখেনি। এক্ষেত্রে আপনি যদি মিনিট প্যাকেজ ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে হবে। যদি আপনি একটি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করেন তাহলে সেখানে কিছু মিনিট প্যাকেজ আপনারা টকটাইম হিসেবে পেয়ে যাবেনআমরা এখন বর্তমানে প্রচলিত দুটি জনপ্রিয় ইন্টারনেট ও মিনিট প্যাকেজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব।

60 মিনিট 99 টাকা 3 জিবি

স্কিটো সিমে আপনারা 60 মিনিট টকটাইম পাবেন মাত্র 99 টাকার বিনিময়, সাথে থাকছে 3gb ইন্টার্নেট। এই প্যাকেজটির মেয়াদ পাবেন আপনারা সাত দিন। সাধারণত ইউএসএসডি কোড ব্যবহার করে এই প্যাকেজটি ক্রয় করা যায় না। এটি কিনতে হলে আপনাদের অবশ্যই স্কিটো অ্যাপস ব্যবহার করতে হবে।

সুতরাং স্কিটো সিম যারা ব্যাবহার করেন এবং মাঝে মধ্যে মিনিট প্যাকেজ কিনে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিতে চান তারা অবশ্যই স্কিটো অ্যাপস আপনাদের ফোনে সেটআপ করে রাখবেন। আর এই অ্যাপসটি না থাকলে আপনারা নিত্য নতুন অফার গুলো সম্পর্কে জানতে পারবেন না। স্কিটো কর্তৃপক্ষ এই অফারটি সীমিত সময়ের জন্য করেছে। তাই যারা কিনতে আগ্রহী তারা দ্রুত অফারটি লুফে নিন।

যেভাবে এর মেয়াদকাল চেক করবেন

আপনারা যদি স্কিটো সিমের 99 টাকার এই অফারটি ক্রয় করেন তাহলে আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়তঃ এর মেয়াদকাল চেক করতে হবে। তা না হলে আপনারা এর সঠিক ব্যবহার করতে পারবেন না। যদি আপনারা সঠিক সময়ে এর মেয়াদকাল বা অবশিষ্ট মিনিট ও অবশিষ্ট ডাটা চেক না করেন তাহলে এমন টি হতে পারে যে, মিনিট বা ডাটা অনেকখানি থেকে যাবে কিন্তু হয়তোবা মেয়াদকাল ফুরিয়ে যাবে।

আবার এমন হতে পারে যে মেয়াদকাল ঠিকই আছে কিন্তু আপনাদের লিমিট ফুরিয়ে গেছে। তাই এই প্যাকেজটি এর সঠিক ব্যবহার করার জন্য মাঝেমধ্যে আপনাদেরকে এর লিমিট এবং মেয়াদকাল দুটোই চেক করে নেয়া দরকার। আপনারা যদি *121*1*2# কোড নাম্বারটি ডায়াল করেন তাহলে এই প্যাকেজ এর যাবতীয় তথ্য দেখতে পাবেন। আর যদি তা আপনারা করতে পারেন তাহলে এর সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন।

প্যাকেজটি কাদের জন্য

প্যাকেজটি মূলত তারাই ব্যবহার করবেন বা ক্রয় করবেন যারা সাধারণত পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি প্রয়োজনীয় মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন একেঅপরের সাথে করে থাকেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু মাঝেমধ্যে দরকারি প্রয়োজনে কিছুটা কথাবার্তার প্রয়োজন হয় তারা অনায়াসে এই প্যাকেজটি কিনতে পারেন।

250 মিনিট 20 জিবি 439 টাকা

আপনারা 439 টাকার বিনিময় 250 মিনিটের একটি মিনিট বান্ডেল অফার পেয়ে যাবেন, সাথে পাবেন 20gb একটি হেবি ডাটা প্যাকেজ। এই প্যাকেজটির মেয়াদ পাবেন 30 দিনের জন্য। তাই প্যাকেজ এর ধরন দেখে বোঝাই যায় যে প্যাকেজটি একটি হেভি প্যাকেজ। এই প্যাকেজটি ক্রয় করার জন্য আপনারা স্কিটো অ্যাপসের সহায়তা নিতে পারেন।

অর্থাৎ আপনার ফোনে যদি একটি স্কিটো সিমের অ্যাপস থাকে সেখান থেকে আপনারা এক মাস মেয়াদের এই প্যাকেজটি অনায়াসে ক্রয় করতে পারবেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল আপনারা যে প্যাকেজটি ক্রয় করেন না কেন তার জন্য সমপরিমাণ অর্থ অবশ্যই আপনাদের মূল ব্যালেন্সে থাকতে হবে। তা না হলে আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন না।

এই প্যাকেজটি ক্রয় করার পর আপনাদের এর মেয়াদকাল এবং অবশিষ্ট মিনিট ও অবশিষ্ট ডাটার পরিমাণ অবশ্যই জানার প্রয়োজন হবে। আর তা না হলে আপনারা এর সঠিক প্রয়োগ করতে পারবেন না। এটি জানার জন্য আপনারা উপরে দেয়া যে ইউএসএসডি কোড রয়েছে সেটির মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন। এর জন্য আলাদা কোন কোড এর প্রয়োজন হবে না।

প্যাকেজটি কাদের জন্য প্রযোজ্য

আমাদের মধ্যে অনেকেই আছি যারা ইন্টারনেট প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি পাশাপাশি জরুরী প্রয়োজনে বিভিন্ন জায়গায় কথোপকথন করে থাকি। পাশাপাশি আমরা যারা অনলাইনে গেম খেলি বা সরাসরি অনলাইনে মুভি দেখি অথবা বড় বড় কোন ফাইল ডাউনলোড ও আপলোড করে থাকি, মূলত তারা এই প্যাকেজটি ক্রয় করতে পারি।

এছাড়াও আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্বল্প মেয়াদের প্যাকেজের কথা মাথায় না রেখে দীর্ঘমেয়াদী বা মান্থলি প্যাকেজ ক্রয় করার চিন্তা ভাবনা করি তারা এই প্যাকেজটি নিশ্চিন্ত মনে ক্রয় করতে পারি। কারণ এখানে একটি হেভি ডাটা প্যাকেজ অফার করা হয়েছে এবং স্মার্ট একটি মিনিট প্যাকেজ অফার করা হয়েছে। এ দুটির সমন্বয়ে আমরা অনায়াসে এই প্যাকেজটি কিনতে পারি।

তবে এই প্যাকেজটি স্বল্প সময়ের জন্য অফার করা হয়েছে। তাই আমরা যারা এই প্যাকেজটি কিনতে ইচ্ছুক তারা আর দেরি না করে দ্রুত এটি ক্রয় করতে পারি।

সুতরাং, এগুলি ছিল স্কিটো সিমের মিনিট প্যাকেজ অফার এবং ক্রয় করার পদ্ধতি। আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয় আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার। যাতে করে আপনারা সহজে এগুলো বুঝতে পারেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

আমরা প্রতীকী তথ্য সংগ্রহ করেছি গ্রামীণফোনের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং বিশ্বস্ত কিছু মাধ্যম থেকে শতভাগ সত্য ও নির্ভরযোগ্য তথ্য। আপনাদের যদি আমাদের আজকের এই পোস্ট সম্পর্কিত আরো কোন কিছু তথ্য জানার থাকে বা কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এছাড়াও স্কিটো সিমের বিভিন্ন ধরনের অফার সমূহ জানতে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র থেকে দেখে নিতে পারেন।

আর আপনাদের যদি অন্যান্য কোন সিমের নিত্য নতুন অফার সমূহ জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজ থেকে দেখে নিতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের আজকের এই পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তথ্য প্রযুক্তি সংক্রান্ত নিত্যনতুন তথ্য জানতে আমাদের পেইজের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *