টেলিটক কল ব্লক সার্ভিস ২০২৩ টেলিটক সিমের কল ব্লক করার নিয়ম

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি টেলিটক কল ব্লক সার্ভিস সম্পর্কে। আপনারা যারা টেলিটক কল ব্লক সার্ভিস সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে জেনে নিন। আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করেন মূলত আজকে এই পোস্টটি তাদের জন্য। কারণ আজকে এই পোষ্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন টেলিটক নাম্বার ব্লক করার নিয়ম।

আপনি কি টেলিটক সিমের কল ব্লক করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আমরা বলবো আপনি সঠিক জায়গাটি অবস্থান করছেন। আপনি যদি আমাদের আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে টেলিটক সিমের কল ব্লক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আমাদের পোস্টের নিচের দিকে গেলে এর নিয়ম কানুন গুলো বর্ণনা করা থাকবে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।

শুরুতে কিছু কথা বুঝে কে জানিয়ে রাখতে চাই আর তা হল এই যে, আমরা জানি টেলিটক বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি টেলিযোগাযোগ সংস্থা। এবং বাংলাদেশে যে কয়টি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের মতে এটি একটি অন্যতম প্রতিষ্ঠান। প্রথমদিকে টেলিটকের নেটওয়ার্ক অবকাঠামো দুর্বলতার কারণে অনেকেই টেলিটক সিম ব্যবহার করা থেকে বিরত থেকেছে। কেউ কেউ বন্ধ রেখেছে আবার কেউ কেউ সিম হারিয়ে ফেলেছে।

কিন্তু বর্তমানে টেলিটক তাদের নেটওয়ার্ক অবকাঠামো অনেক উন্নতি করেছে। বর্তমানে বাংলাদেশের সমস্ত জেলার শহর গুলোতে এবং উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক অবকাঠামো সম্প্রসারণ করেছে। আর ফোরজি নেটওয়ার্ক সমস্ত জেলা এবং উপজেলা পর্যায়ে তারা পৌঁছে দিয়েছে। পাশাপাশি থ্রিজি নেটওয়ার্ক তো সবখানে আছেই।

বর্তমানে দেশে যে কয়টি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের মধ্যে সবচাইতে কম মূল্যে ভয়েস কল সেবা এবং সবচাইতে কম মূল্যে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সেবা টেলিটক প্রদান করছে। এর জন্য দিনদিন টেলিটক সিম এর চাহিদা বেড়েই চলছে। বর্তমানে এমন কোন জেলা শহর নেই যেখানে টেলিটকের গ্রাহক খুঁজে পাওয়া যাবে না। সর্বনিম্ন ভয়েস কল রেট এবং স্বল্পমূল্যে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা উপভোগ করার জন্য প্রায় সকলেই তাদের বন্ধ করে রাখায় সিম গুলি পুনরায় ব্যবহার করা শুরু করে দিয়েছে। পাশাপাশি নতুন সিম মানুষ ক্রয় করছে এবং নতুন নতুন গ্রাহক ও বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু এদের মধ্যে অনেকেই একটি মধুর সমস্যার সম্মুখীন হচ্ছে। একটা হচ্ছে টেলিটক তাদের বিভিন্ন অফার সমূহ তাদের গ্রাহকদের জন্য প্রদান করে থাকে সরাসরি ফোন কলের মাধ্যমে। আমার এসএমএসের মাধ্যমে করে থাকে। অনেক সময় দেখা যায় যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই সমস্ত অপ্রয়োজনীয় ফোন কল আমাদের জন্য একটি বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়।

কারণ বর্তমানে আমরা প্রায় সকলেই অত্যন্ত ব্যস্ততার মাঝে সময় পার করি। প্রতিদিন আমরা নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখি। এই ব্যস্ততার মাঝে যদি প্রয়োজনীয় নাম্বার থেকে অথবা সরাসরি টেলিটক থেকে যদি কোন কল আসে তখন আমাদের কাজের ঘটে। যা কোনোভাবেই আমাদের কাম্য। সকলেই চাই যখন আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করি তখন যেন কোনভাবেই বিরক্ত না হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করি। তাই আজকে আপনারা আমাদের এই পোস্টের মাধ্যমে জেনে নিতে পারবেন কিভাবে এই বিরক্তিকর পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা যায়। তাহলে আসুন এখন আমরা জেনে নেই কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার টেলিটক সিম এর মাধ্যমে কল ব্লক করবেন।

প্রথম পদ্ধতিটি হল ফোনের বিল্টইন ফাংশন এর মাধ্যমে। আপনারা যারা বাটন ওয়ালা ফোন ব্যবহার করেন তারা দেখতে পাবেন যে আপনাদের ফোনের মধ্যে ব্ল্যাক লিস্ট নামে একটি বিল্ট ইন ফাংশন রয়েছে। এই ফাংশনটি ব্যবহার করে আপনি যেকোন বিরক্তিকর কলারকে ব্লক করতে পারবেন। অর্থাৎ যে যে নাম্বারটি থেকে আপনাকে কল করে বিরক্ত করে সেই নাম্বারটি আপনি ব্ল্যাকলিস্ট এ সিলেক্ট করে দিলেই ওই নাম্বার থেকে আর কখনো কল আসবে না বা মেসেজ আসবে না।

কিন্তু আপনি চাইলে তাকে কল করতে পারবেন আবার মেসেজ পাঠাতে পারবেন। কিন্তু এই পদ্ধতিটি তে একটি সমস্যা রয়েছে। আর তা হলো খুব বেশি নাম্বার এর মাধ্যমে ব্লক করা যায় না মোবাইল সেটের নির্মাতা প্রতিষ্ঠান আপনাকে যে কয়টি নাম্বার ব্লক করার জন্য নির্ধারণ করে দেবে ঠিক সে কয়টি নাম্বার ই ব্লক করতে পারবেন। নির্ধারিত সংখ্যার একটিও বেশি নাম্বার আপনি ব্লক করতে পারবেন না।

এবার আসুন আমরা দ্বিতীয় একটি পদ্ধতি জেনে নেই। এই পদ্ধতিটিও মোবাইলে built-in ফাংশন এর মাধ্যমে করা যায়। তবে যাঁদের স্মার্টফোন রয়েছে তাদের জন্য এই পদ্ধতিটি। আপনি আপনার বিরক্তিকর কলারদের কল ব্লক করতে পারবেন আপনার স্মার্টফোনে থাকা ফাংশন এর মাধ্যমে। আপনার ফোনে যে ইনকামিং আউটগোয়িং কললিস্ট রয়েছে সেখানে গিয়ে যে নাম্বারটি থেকে আমাকে বারবার কল করে বিরক্ত করে আপনি সে নাম্বারটি সিলেক্ট করে কিছুক্ষণ চেপে ধরে রাখলে কল ব্লক করার একটি অপশন পাবেন।

আপনি যদি ব্লক অপশনটি সিলেক্ট করেন তাহলে উক্ত নাম্বারটি সাথে সাথে ব্লক হয়ে যাবে। আর এরপর থেকে সে চাইলেও আর কখনো আপনাকে কল করতে পারবে না অথবা মেসেজে পাঠাতে পারবে না। যতদিন আপনি তাকে আনব্লক না করছেন ততদিন পর্যন্ত। এই পদ্ধতিটিতে অসংখ্য নাম্বার ব্লক করতে পারবেন।

এখন আমরা আলোচনা করব তৃতীয় পদ্ধতি নিয়ে। এই পদ্ধতিটি উপরে আলোচিত দুটি পদ্ধতি থেকে আলাদা। এইচডি সরবরাহ করেছে সরাসরি টেলিটক নিজেই। সম্প্রতি টেলিটক তাদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট হালনাগাদ করেছে। আর সেই হালনাগাদকৃত তথ্য তে তারা প্রকাশ করেছে কিভাবে টেলিটক সিমের কল ব্লক করা যায়। আমরা সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এখন আরেকটি পদ্ধতি আলোচনা করতে যাচ্ছি।

এই পদ্ধতি অবলম্বন করতে হলে আপনাদেরকে একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন। এরপর টাইপ করবেন *21*015# কোডটি ডায়াল করা হয়ে গেলে আপনি আপনার টেলিটক সিম টি সিলেক্ট করুন, তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিন। আর এরই সাথে সাথে আপনার ফোনে সব ধরনের কল আসা বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে যেকোন কাউকে কল করতে পারবেন কিন্তু অন্যরা কেউ চাইলে আপনাকে কখনোই কল করতে পারবে না। যতক্ষন না আপনি এই পদ্ধতিটি আনব্লক করছেন।

আসলে এই পদ্ধতিটি একটি নির্দিষ্ট সময়ে নিরিবিলি নিজের কার্য সম্পাদনের জন্য ব্যবহার করাই শ্রেয়। কেননা আপনি যদি কোনভাবে এই পদ্ধতিটি আনব্লক না করেন তাহলে আর কখনোই কোনো নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে না অর্থাৎ কেউ আপনাকে ফোন করে পাবে না। তাই এটি নির্দিষ্ট সময় শেষে শেষে এটি আনব্লক করা জরুরি। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে একটি নির্দিষ্ট কোড ডায়াল করে আপনার ব্লক করা সিম থেকে পুনরায় আনব্লক করতে পারেন।

এটি আনব্লক করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। আর এটিও পূর্বের মত ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে #21# এরপর ডায়াল করে দিলে আপনার সিমটি পুনরায় আনব্লক হয়ে যাবে। আর এরই সাথে সাথে যে কেউ পুনরায় আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে।

একটি বিষয় জানিয়ে রাখতে চাই তা হল উপরোক্ত যে পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম তা সম্পূর্ণরূপে টোল ফ্রি। অর্থাৎ এই সার্ভিসটি এপ্লাই করার জন্য আপনাদেরকে কোন ফি প্রদান করতে হবে না।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা কল ব্লক করার বিভিন্ন নিয়ম সম্পর্কে জানতে পারলাম। আমরা প্রতিটি বিষয় আপনাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যাতে করে আপনারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারেন। এছাড়াও যদি উপরোক্ত আলোচনায় নিয়ে আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর টেলিটক সম্পর্কিত নিত্য নতুন অফার সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটের সূচিপত্র থেকে দেখে আসতে পারেন। এছাড়াও বিভিন্ন অপারেটরের নানান অফার সমূহ জানার জন্য আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজ থেকে ঘুরে আসতে পারেন।

শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *