ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম ২০২৩

আপনারা যারা ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে নিয়ে এলাম ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ একটি পোস্ট। বাংলাদেশের আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের মধ্যে ট্রাস্ট ব্যাংক অন্যতম একটি প্রতিষ্ঠান। যারা এই ব্যাংকের একদম নতুন গ্রাহক হওয়ার লক্ষ্যে কিভাবে একাউন্ট তৈরি করতে হয় তা জানতে চাইছেন তারা আমাদের এই পোস্ট থেকে সকল তথ্য পেয়ে যাবেন। আমরা আপনাদের ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার সকল তথ্য দেওয়ার চেষ্টা করব।

বর্তমানে আমরা আমাদের অর্থ সম্পদ সংরক্ষণের জন্য আর্থিক প্রতিষ্ঠান দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। আমরা আমাদের উপার্জিত টাকা অতিরিক্ত অংশ কোনো না কোনো আর্থিক লেনদেন অর্থাৎ ব্যাংকে জমা রাখি এবং সেখান থেকে নিশ্চিন্তে আমরা প্রয়োজনমাফিক সেই টাকার ব্যবহার করি। দেশে বহু আর্থিক লেনদেন প্রতিষ্ঠান রয়েছে কিছু প্রতিষ্ঠান একদমই নতুন আবার কিছু প্রতিষ্ঠান বহু আগে থেকে দেশে সেবা প্রদান করে আসছে।

প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিয়ম রয়েছে এবং সে নিয়মে নেতারা তাদের কার্যক্রম পরিচালনা করে। ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের ব্যাংক গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এই ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার বেশ কিছু নিয়ম রয়েছে। আমরা আজকে ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কিত সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা এ বিষয়ে আগ্রহী রয়েছেন তারা আমাদের এই পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট কয় ধরনের হয়ে থাকে

একটি ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে। আমরা সকলেই এই বিষয়ে অবগত আছি যে, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট এর ধরন ভিন্ন হয়ে থাকে এবং প্রত্যেকটি একাউন্ট আবার তাদের কাজ অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যদি ট্রাস্ট ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে প্রথমত জানতে হবে সেই ব্যাংক এর কত ধরনের অ্যাকাউন্ট রয়েছে।প্রত্যেকটি একাউন্ট সম্পর্কে জানার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন।

আমরা সচরাচর সাধারণত কারেন্ট একাউন্ট এবং সেভিংস একাউন্ট খুলে থাকি। প্রত্যেকটি ব্যাংকে প্রথমত একজন ব্যক্তি কারেন্ট অথবা সেভিংস একাউন্টের মাধ্যমে তার অ্যাকাউন্টে সূচনা করে। এই অ্যাকাউন্ট গুলো খোলা বেশ সহজ এবং এই একাউন্টে টাকা রাখা থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত প্রক্রিয়া গুলি খুব সহজ হয় বলেই এই অ্যাকাউন্ট সকলে খুলে থাকে। আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব একটি সেভিংস একাউন্ট অথবা একটি কারেন্ট একাউন্ট খুলতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পড়তে পারে এবং আপনি কিভাবে অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে

এই অংশে আপনারা জানতে পারবেন ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়তে পারে। আর্থিক লেনদেন প্রতিষ্ঠানসমূহ অবশ্যই একাউন্ট খোলার ক্ষেত্রে বেশ সতর্ক রয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে তারা সর্তকতা অবলম্বন করে। যেহেতু এখানে অর্থের লেনদেন হয় তাই অবশ্যই সতর্কতার সাথে তারা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় লেনদেন সম্পন্ন করে।

অ্যাকাউন্ট খোলার সর্বপ্রথম ধাপ হলো আপনাকে একাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে হবে। আপনি চাইলে সরাসরি আপনার নিকটস্থ ট্রাস্ট ব্যাংকের শাখা তে উপস্থিত হয়ে একাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক এর একাউন্ট খোলার ফরম সংগ্রহ করতে পারেন।

আপনারা আমাদের দেখানো লিংকের মাধ্যমে প্রবেশ করে সেখান থেকে ফরম ডাউনলোড করে নিতে পারেন। যারা অনলাইনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক এর একাউন্ট খোলার ফরম ডাউনলোড করতে চাচ্ছেন তারা আমাদের দেখানো www.tbibd.com এই লিঙ্কে প্রবেশ করুন এবং সেখান থেকে আপনাদের একাউন্ট খোলার ফরম টি ডাউনলোড করুন।

  • ফর্ম ডাউনলোড এর পরবর্তী কাজ হল সেই ফরমটি পূরণ করে ব্যাংকে জমা দেওয়া। ফর্ম ডাউনলোড করার পরে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ফ্রম খুব সহজে পূরণ করা যাবে। ফর্মে আপনার তথ্যগুলো দিতে হবে আপনি নিজে থেকে নিজে তথ্যগুলো দিতে পারবেন এবং সেটা ব্যাংকে জমা দেবেন।
  • তবে জমা দেয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে আপনার ন্যাশনাল আইডি কার্ডের দুই কপি ফটোকপি এবং আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • নমিনি থাকলে সেই নমিনির ক্ষেত্রে প্রয়োজন পড়বে 1 কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।

এছাড়াও আপনি যদি সেভিংস একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে আরও কিছু তথ্য জমা দিতে হবে। সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকের লেনদেন বা ব্যাংক স্টেটমেন্ট এর 6 মাসের রেকর্ড জমা দিতে হবে অথবা আপনি কোন ব্যবসা করলে সেই ব্যবসার ডকুমেন্ট সেখানে জমা দিতে হবে।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার যোগ্যতা

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে হলে আপনাকে কয়েকটি সাধারণ যোগ্যতা অর্জন করতে হবে। প্রথম যোগ্যতাটি হলো আপনার বয়স 18 বছর হতে হবে। তবে 18 বছরের নিচে হলো আপনি একাউন্ট খুলতে পারবেন কিন্তু এই অ্যাকাউন্টগুলো একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট হবে। তাই অবশ্যই আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনি সেভিংস অথবা কারেন্ট একাউন্ট এর যেকোনো একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পরবর্তীতে আপনি যদি নতুন কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেই একাউন্ট খুলতে যে কাগজপত্র প্রয়োজন পড়বে আপনাকে সে কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে। বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই একাউন্ট থেকে যেই কাগজপত্র প্রয়োজন পড়বে সে কাগজপত্র আপনাকে অবশ্যই জমা দিতে হবে।

তবে আপনি যদি সেভিংস একাউন্ট অথবা কারেন্ট একাউন্ট খুলতে চান তাহলে খুব সহজেই সেটি করতে পারবেন। সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট খুলতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না এবং খুব বেশি কাগজপত্র জমা দিতে হবে না।

ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

আপনারা যারা ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটুকু গুরুত্বপূর্ণ। একাউন্ট তৈরীর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। আপনি অবশ্যই তথ্য সংগ্রহ করবেন এবং যাচাই করবেন কোন ব্যাংকে একাউন্ট খুললে আপনার জন্য ভালো হবে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তাহলে খুলতে পারেন।

একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমত ট্রাস্ট ব্যাংকের সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট সম্পর্কে জানতে হবে। সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট সম্পর্কে জানতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে সেটি করতে পারেন।এই অ্যাকাউন্ট গুলোতে আপনাকে কি কি সুবিধা দেবে আপনি কি কি সুবিধা পেতে পারেন এই অ্যাকাউন্টগুলো থেকে বিস্তারিত জানতে হলে অনলাইনের মাধ্যমে জানুন। আমরা ওপরে যে লিঙ্কটি দিয়েছিলাম সেই লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনারা ট্রাস্ট ব্যাংকের এই তথ্যগুলো পেতে পারেন।

সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আপনাদের যে ডকুমেন্টগুলো সঙ্গে নিতে বলেছিলাম সেই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে সরাসরি নিকটস্থ ট্রাস্ট ব্যাংক এর শাখা তে উপস্থিত হতে হবে। শাখাতে উপস্থিত হয় আপনি যেকোনো একটি ব্যাংক কর্মকর্তার সঙ্গে আপনার অ্যাকাউন্ট খোলার কথাটি শেয়ার করলেই তারা আপনাকে একটি ফর্ম দিবে এবং সেই ফরমটি আপনাকে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এছাড়া আপনি চাইলে আগে থেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে পূরণ করে নিয়ে যেতে পারেন।

এরপরে সেই ফরম পূরণ হয়ে গেলে তারা আপনার থেকে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র ঠিক ঠাক জমা দিলে তারা আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে দিতে সাহায্য করবে। প্রাথমিকভাবে আপনাকে কিছু টাকা জমা দিতে হবে। তারা আপনার কাছে এক সপ্তাহের মত সময় চাইবে একাউন্টটি একটিভ করতে। আপনি সাত দিন পর একবার খোঁজ নিবেন আপনার একাউন্টটি একটিভ হয়েছে কিনা। একাউন্ট একটিভ হয়ে গেলে আপনার ফোনে এসএমএস আসবে এবং আপনাকে তারা একাউন্টের চেক বই এবং জমা বই দেবে। এইভাবে আপনি ট্রাস্ট ব্যাংকের একটি একাউন্ট খুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *