উপবৃত্তির টাকা চেক করার নিয়ম ২০২৩ নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট থেকে উপবৃত্তির টাকা চেক করার নিয়ম সম্পর্কে জানুন। আপনারা যারা উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে পেয়ে আসছেন কিন্তু জানেন না যে কিভাবে নগদের এই উপবৃত্তির টাকা চেক করতে হয়। তাই আপনারা যারা জানেন না তারা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারবেন।

নগদ কি?

মূল আলোচনায় যাওয়ার পূর্বে নগদ সম্পর্কে কিছু ধারনা আপনাদেরকে দিতে চাই। নগদ হল একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। মূলত এটি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এটি পরিচালিত হয় বাংলাদেশ ডাক বিভাগ এর তত্ত্বাবধায়নে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। অর্থাৎ বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালিত হয়।

নগদ বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে 2018 সালের নভেম্বর মাসে। অতি অল্প সময়ের মধ্যে নগদ বাংলাদেশের মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই অতি অল্প সময়ের মধ্যে নগদ এ দেশের মানুষের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কারণ নগদ ই একমাত্র প্রতিষ্ঠান যারা দেশের সর্বনিম্ন রেটে ক্যাশ আউট সুবিধা প্রদান করছে। বর্তমানে নগদ থেকে ক্যাশ আউট করলে খরচ পড়ে মাত্র নয় টাকার কিছু বেশি। যেখানে অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান খরচ নগদ এর চাইতে দ্বিগুন।

নগদ থেকে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেকোনো সময় এবং যে কোন মুহূর্তে অতি দ্রুত টাকা লেনদেন করা যায়। আপনারা যদি কোন নগদ একাউন্টে টাকা সেন্ড মানি করতে চান তাহলে আপনারা তা বিনামূল্যে করতে পারবেন। এছাড়া নগদ একাউন্টের মাধ্যমে ঘরে বসে যেকোনো ধরনের ইউটিলিটি বিল যেমনগ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করতে পারবেন। এতে আপনাদের কোন প্রকার চার্জ প্রদান করতে হবে না।

এছাড়াও অনলাইন থেকে কেনাকাটা করার বিশেষ সুবিধা নগদে বিদ্যমান রয়েছে। আপনারা চাইলে ঘরে বসে যেকোনো পণ্য অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন এবং তার বিল নগদ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আপনারা যদি চান যে অনলাইন থেকে ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট কিংবা বাসের টিকিট কিনবেন তাহলে আপনারা তা করতে পারবেন এবং তার বিল নগদ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এছাড়াও আপনারা নগদ একাউন্ট থেকে ফান ট্রান্সফারের মাধ্যমে যে কোন মোবাইল ব্যাংকিং একাউন্ট এ টাকা ট্রান্সফার করতে পারবেন।

সুতরাং বোঝাই যায় যে নগদ এর ব্যাপকতা কতখানি। আর এজন্যই নগদ বাংলাদেশে এত জনপ্রিয় হয়ে উঠেছে। খুব সম্প্রতি নগদে একই নতুন সেবা সংযুক্ত হয়েছে সেটি হল উপবৃত্তির টাকা এই নগদ একাউন্টে প্রদান করা হয়। যেহেতু পূর্বেই আমরা বলেছি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের আওতায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাই বাংলাদেশ সরকার চায় যেন এদেশের প্রতিটি নাগরিক নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করুক।

সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার উপবৃত্তির টাকা নগদ একাউন্টে প্রদান করা শুরু করেছে। বাংলাদেশ সরকার প্রতিবছর বাজেটের একটি নির্দিষ্ট অংশ উপবৃত্তি বাবদ বরাদ্দ রাখে। আর এই উপবৃত্তির টাকা প্রতি তিন মাস অন্তর অন্তর এদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়। এটি বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

সরকার চায় যেন এদেশের প্রতিটি শিশু যেন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত না হয়। টাকার অভাবে যেন কোন শিক্ষার্থী লেখাপড়া বন্ধ করে না দেয়। এদেশে পূর্বে দেখা গেছে যে টাকার অভাবে অনেক শিক্ষার্থী লেখাপড়া বন্ধ করে দিয়ে যেকোনো কর্মে লেগে পড়েছে জীবন জীবিকার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার একটি মহৎ উদ্যোগ এর মাধ্যমে গ্রহণ করেছে তাহলে কিছু অর্থনৈতিক সাহায্য প্রতিটি শিক্ষার্থীকে প্রদান করা। যেন অকালে প্রতিভাবান শিক্ষার্থীর জীবন ঝরে না পড়ে।

যেহেতু আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠী অনেক বেশি তাই অনেকেই সরকারের দেয়া এই উপবৃত্তির টাকা মোবাইলে নগদ একাউন্টের মাধ্যমে রিসিভ করে থাকে কিন্তু কিভাবে এটি চেক করতে হয় বা কিভাবে এই টাকা উত্তোলন করতে হয় সে সম্পর্কে জানেনা। হয়তো টাকা পাওয়ার জন্য কেউ তাকে একটি নগদ একাউন্ট তার মোবাইলে খুলে দিয়েছে কিন্তু একাউন্ট কিভাবে চেক করতে হয় তার সম্পর্কে জানেনা। শুধু দরিদ্র জনগোষ্ঠী নয় অনেকেই আছেন যারা টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন কিংবা জানেন কিন্তু নতুন নগদ একাউন্ট খোলার কারণে এই একাউন্টে পাওয়া উপবৃত্তির টাকা কিভাবে দেখতে হয় তা সম্পর্কে জানেন না।

আজকে আমরা সকলের জন্যই এই আয়োজন টি সাজিয়েছি। যাতে করে আপনারা আপনাদের ফোনে আসা উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে কিভাবে দেখবেন এবং উত্তোলন করবেন সে সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণভাবে জানিয়ে দেব। আপনারা যদি আমাদের আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে নগদ একাউন্ট সংক্রান্ত নানান তথ্য এবং নগদে উপবৃত্তির টাকা দেখা ও উত্তোলন করার নিয়ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন। আশা করছি আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন।

নগদে উপবৃত্তি টাকা চেক করার উপায়

আপনাদের যদি একটি নগদ একাউন্ট থেকে থাকে এবং আপনারা যদি নগদ একাউন্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের দেওয়া উপবৃত্তির টাকা পেয়ে থাকেন তবে যেভাবে আপনারা তারা চেক করতে পারবেন তার উপায় হল দুটি। যথা:

  • মেনু কোড ডায়াল করে এবং
  • নগদ অ্যাপস ব্যবহার করে

এখন আমরা এ দুটো উপায় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করব।

মেনু কোড ডায়াল করে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

  • প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান।
  • সেখানে গিয়ে ডায়াল করুন *167# এই কোড নাম্বারটি।
  • এরপর পাঁচ নাম্বারে মাই নগদ অপশনটি নির্বাচন করুন এবং 5 লিখে রিপ্লাই করুন।
  • প্রথমে আসবে চেক ব্যালেন্স অপশনটি। আপনারা এক লিখে রিপ্লাই করুন।
  • এরপর আপনাদের গোপন পিন নাম্বার চাওয়া হবে আপনারা সঠিকভাবে তা দিন এবং রিপ্লাই করে দিন।
  • কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনাদের ফোনের ডিসপ্লেতে আপনাদের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।

অ্যাপস এর মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

আপনারা চাইলে নগদ অ্যাপস ব্যবহার করে আপনারা উপবৃত্তির টাকা দেখতে পাবেন। এজন্য আপনাদের প্রয়োজন হবে নগদ অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। সাথে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে অন্যথায় অ্যাপস ব্যবহার করা যাবে না। আর এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি স্মার্টফোনের প্রয়োজন হবে।

আপনার নগদ অ্যাপস ব্যবহার করে উপবৃত্তির টাকা সহ বর্তমান ব্যালেন্স চেক করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন
  • ডাউনলোড হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।
  • যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছিলেন সে নাম্বার দিয়ে অ্যাপস টি রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করুন।
  • লগইন করার পর আপনারা নগদের ইন্টারফেস এ প্রবেশ করলেন।
  • এখন ব্যালেন্স জানতে চাইলে ডিসপ্লেতে চেক ব্যালেন্স একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করে দিন। সাথে সাথেই আপনাদের উপবৃত্তির টাকা কত আছে সাথে আগে থেকে কোন টাকা বর্তমান থাকবে তাও আপনারা একসাথে দেখে নিতে পারবেন।

আর এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা চেক করার পদ্ধতি সম্পন্ন হবে।

শেষ কথা

উপরোক্ত আলোচনা থেকে আমরা নগদে উপবৃত্তির টাকা দেখার যাবতীয় উপায় সমূহ জানতে পারলাম। আশা করছি আপনারা তো ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর আপনারা যদি টাকা উত্তোলন করতে চান তবে সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনাদের সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি আজকের এই পোস্ট থেকে আরো কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।

শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *