ওয়েবসাইট পুরোপুরি ব্যবহার করতে কখনও কখনও আপনাদের ব্যক্তিগত নানা তথ্য আমাদের জানাতে হয়।
আপনার দেওয়া তথ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে প্রযোজ্য সব আইন অনুযায়ী ব্যবহার করা আমাদের জন্য বাধ্যতামূলক।
আমাদের ওয়েবসাইটগুলোতে অনেক সময় তৃতীয় কোন পক্ষের মালিকানাধীন ওয়েব সাইটের লিঙ্ক দেওয়া থাকে। বাইরের এ সব ওয়েবসাইটের বিষয়বস্তুর ব্যাপারে আমাদের কোন দায়বদ্ধতা নেই এবং আপনি নিজ দায়িত্বে এগুলো ব্যবহার করতে পারেন।
https://earnmoney4free.com/ আমার সম্পর্কে কি ধরণের তথ্য সংগ্রহ করবে?
ওয়েবসাইটগুলো ব্যবহার করতে গেলে আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হতে পারে। যেমন আপনার নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বর অথবা জন্ম তারিখ।
https://earnmoney4free.com/ এ ক্ষেত্রে কিছু কুকি ব্যবহার করে। কুকি হলো খুব সামান্য কিছু ডেটা, যার মাধ্যমে ওয়েবসাইটে আপনার পছন্দ অপছন্দের তথ্য সংরক্ষিত থাকে। এতে করে https://earnmoney4free.com/ আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইটগুলো উপস্থাপন করতে পারে। আপনি আপনার ওয়েব ব্রাউজারে এসব কুকি ঢোকার অনুমতি দিতে পারেন, এজন্য নোটিফিকশনের অপশন রাখতে পারেন – আবার কুকি ঢোকার অনুমতি নাও দিতে পারেন।
একইভাবে আমরা আইপি অ্যাড্রেস সংগ্রহ করি (আইপি হলো একটি নির্দিষ্ট নম্বর যার মাধ্যমে একটি নির্দিষ্ট কম্পিউটার বা নেটওয়ার্কের কোন নির্দিষ্ট যন্ত্রকে সনাক্ত করা যায়)।
আমাদের ওয়েবসাইটগুলো আপনার পছন্দ মতো উপস্থাপন করতে আমরা সফ্টওয়্যারের মাধ্যমে এ সব আইপি অ্যাড্রেস এবং কুকি বিশ্লেষণ করি। তবে আপনার ব্যক্তিগত তথ্য ভান্ডার গড়ে তুলতে এসব তথ্য কখনই ব্যবহার করা হয়না এবং নিয়মিত বিরতিতে এসব নষ্ট করে ফেলা হয়।
এছাড়াও আপনি ইউ.কে’র ভেতর থেকে বা বাইরে থেকে আমাদের ওয়েবসাইট ব্যবহার করছেন কিনা, তাও এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে নির্ধারণ করা হয়।
আপনার বয়স যদি ১৬ বা এর কম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য দেবার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন। অভিভাবকের অনুমতি ছাড়া আমাদের ওয়েবসাইটে কোন তথ্য দেওয়া নিষিদ্ধ।
https://earnmoney4free.com/ আমার ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করবে?
অল্প কয়েকটি ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে। এরমধ্যে রয়েছে, ‘সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন পার্পাস’ যেমন, আপনি যে ওয়েব সাইট ব্যবহার করছেন সে সংক্রান্ত প্রয়োজনে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি।
আইনগত বাধ্যবাধকতা থাকলে বা আইনগত নিষেধাজ্ঞা না থাকলে আপনার দেওয়া তথ্য গোপন রাখবে।
আমাদের ওয়েবসাইটে আক্রমণাত্মক, আপত্তিকর অথবা যথাযথ নয় এমন কিছু পোস্ট করলে বা পাঠালে, বা অন্য কোনভাবে আমাদের ওয়েবসাইটের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে, তা বন্ধ করতে আমরা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।